উইন্ডোজে ফোল্ডার লক নিন ফ্রিতে

আমি আগেই বলে ছিলাম যে প্রথম বার তায় ছোট জিনিস দিয়ে টিউটোরিয়াল করছি পরে আবার বড় জিনিস দিয়ে টিউটোরিয়াল করব।
তায় এবার এমন একটা বড় জিনিস নিয়ে এলাম যেটা সকলের চায়।
বিসেস করে জারা কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করেন সুধু তাদের জন্য । অনেকে আছে যে তার গোপন ফাইল/ ফোল্ডার লুকিয়ে রাখতে চান তাদের জন্য আমার এয় আজকের টিউটোরিয়াল তায় বললি আর বেসি দেরিনা  করে সুরু করা জাক ।    তো কিভাবে আপনি আপনার ফোল্ডার লুকাবেন সেটা জেনে নেয়া যাক ।প্রথমে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে –
ডাউনলোড হয়ে গেলে এটাকে ইন্সটল করে নিন।


bengalitutorial

bengalitutorial

আর যদি কনো সিরিয়াল নম্বার/বা-রেজিস্টেসন নম্বর চায় তাহলে এটা দিয়ে দেবেন-

Serial Key: F7-20120725-7-239532

Registration: 6658DE00CA1040167818DA708A164EB44C2CF44A

তার পর আপনার উইন্ডোজে ফোল্ডার লক ওপেন হবে। তার পর আপনাকে দিতে হবে মাস্টার কি।সেটা দিতে গেলে আপনাকে কিবোর্ডের বোতাম টিপে দিলে হবে আবার ওখানের কিবোর্ড দিয়েও দিতে পারবেন। সেটাকে দিতে হবে এই রকম করে….
bengalitutorial

আপনার সামনে যখন ফোল্ডার লক ওপেন হবে তার পর মাঝখানে ok/ আর তার পাসে যে লাল চিহ্নটা দেখতে পারছেন সেটায় ক্লিক করুন তার পর আপনি আপনার মাস্টার কি টা দিন। তার পর আবার পুনোরায় কি দিন যেটা আগে দিয়ে ছিলেন। তার পর আপনি আপনার ফাইল/ফোল্ডার/ড্রাইবস লক করে দিন। আপনি যে ফাইলটাকে লক করবেন সেটাকে আর দেখতে পারবেন না। আবার যদি আপনি আনলক করেন তবে আবার ফোল্ডার দেখতে পারবেন।কিকরে আপনি আনলক করবেন…
bengalitutorial

প্রথমে আপনি যে ফোল্ডারকে লক করেছেন সেটাকে সিলেক্ট করুন তার পর আনলকে ক্লিক করুন দেখবেন  আনলক হয়ে গিয়েছে। তার পর যদি সেটাকে আপনি রিমুভ করতে চান তাও করতে পারেন। রিমুভ করতে গেলে আপনাকে রিমুভে ক্লিক  করতে হবে।  আসা করি সকলে বুঝতে পেরেছেন ।
তবে আজকের মতন এখনেই থাক আবার পরে দেখা হবে নতুন টিউটোরিয়ালে।…

SHARE THIS

Author:

Previous Post
Next Post