২০১৫ এর দারুন একটা লাইভ ওয়ালপেপার

আজ ২০১৪ সালের শেষ দিন।
কিছুক্ষন পরেই আমরা ২০১৪ সাল কে পিছনে ফেলে ২০১৫ তে পা দেব।
তো ২০১৫ সম্পর্কীয় কিছু দেওয়ার ইচ্ছা ছিল আপনাদের।
2014 Live Wallpaper Bengali Tutorial
আজ যেটা দেব, এটা অ্যান্ড্রয়েড ব্যাবহার কারিদের জন্য।
এটা এতই সুন্দর যে সমস্ত অ্যান্ড্রয়েড ব্যাবহার কারিদেরই ভাল লাগবে।


আজ আপনাদের জন্য নিয়ে এসেছি,
২০১৫ হ্যাপি নিউ ইয়ার লাইভ ওয়ালপেপার ফর অ্যান্ড্রয়েড।
এটার একটা ছবি দিলাম।
Happy New Year 2015 Android Live Wallpaper
ছবি দেখে ভাল লাগবে না।
কারন, এটা লাইভ অর্থাৎ অ্যানিমেটেড ওয়ালপেপার, সাথে অডিও এবং আরও অনেক অপসান আছে।
যারা ডাউনলোড করতে চান, নিচে লিংক দেওয়া হল।
যারা মোবাইল থেকে ডাউনলোড করবেন।
তারা নিচের প্লে স্টোর লিংক থেকে ডাউনলোড করুন।
কিন্তু, অনেকেই কম্পিউটার থেকে ডাউনলোড করেন।
তাই নতুন বছরে আপনাদের আর কষ্ট করাব না।
কম্পিউটার ইউজাররা নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
ডাউনলোড করার পর,
তেমন কঠিন কিছুই করার নেই, তবুও বলছি।
ডাউনলোড করার পর অ্যাপটি ইন্সটল করুন এবং ওপেন করুন।
ওপেন করার পর, যদি আবার ওপেন ও ওয়েলকাম স্ক্রিন নামক অপসান আসে, তাহলে ওয়েলকাম স্ক্রিন নামক অপসানটি ক্লিক করুন, না আসলে তো ভাল কথা।
এবার ওপেন ক্লিক করুন।
নিচের মত দেখতে পাবেন লাইভ ওয়ালপেপার টি।
Happy New Year 2015 Android Live Wallpaper - Bengali Tutorial
সেট ওয়ালপেপার সিলেক্ট করুন।
তাহলেই হয়ে যাবে।
এবার সব কিছু ক্লোজ করে চলে আসুন।
আপনার কাজ এখানেই শেষ হয়ে যায়, কিন্তু আপনি যদি আরও ঘাটতে চান তালে সেটিংস ক্লিক করুন।
সেটিংসের ভিতর আপনি যে যে আপসান পাবেন…
সাউন্ড অন বা অফ করতে পারবেন।
ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবেন।
যে বাজিগুলো ফাটছে, তার রঙ পাল্টাতে পারবেন।
আপনার ইচ্ছামত কম বা বেশি বাজি ফাটাতে পারবেন।
ইত্যাদি ইত্যাদি।
রঙ পরিবর্তন করে একটা ছবি দিচ্ছি।
2015 Live Animated Wallpaper  With Sound- Bengali Tutorial
এই ছোট জিনিস নিয়ে আর লিখছি না।
সবাই কে আমার তরফ থেকে…

Very

Happy New Year


SHARE THIS

Author:

Previous Post
Next Post