ফেসবুকের চেহারা প্রতিনিয়ত পরিবর্তন করা হচ্ছে তাকে আরও ভাল করার জন্য।
কিছু দিন আগে পর্যন্তও মোবাইল ইউজাররা ফেসবুক পেজ বানানোর সুবিধা পেতেন না।
এখন তারা মোবাইল ইউজারদের জন্যও এই পরিষেবা দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে।
যারা বানাতে আগ্রহী বা যারা কিভাবে বানাতে হয় সেটা জানতে আগ্রহী তাহলে তারা এই টিউটোরিয়ালটি অনুসরন করুন।
প্রথমে এই লিংকে জানঃ ক্লিক হেয়ার
নিচের মত একটা পেজ ওপেন হবে…
Facebook Page Create On Mobile Bengali Tutorial
উপরের মত যদি ওপেন হয় তাহলে,
শূন্যস্থানটিতে আপনার পেজের জন্য নাম লিখুন।
তারপর, Select a Category ক্লিক করুন এবং আপনার পেজটা কি ধরণের সেটা সিলেক্ট করুন।
এবার Get Started ক্লিক করুন।
এবার যদি Subcategory সিলেক্ট করতে বলে, তাহলে করে দেন এবং Get Started ক্লিক করুন।
Page Create On Mobile Bengali Tutorial
উপরের ছবির মত পেজ দেখতে পাবেন।
উপরের বড় খোপটিপে আপনার পেজ সম্পর্কে কিছু লিখে দেন।
না লিখলেও ক্ষতি নেই, পরবর্তীতে লিখতে পারবেন।
তার নিচে আপনার পেজের যদি কোন ওয়েবসাইট থাকে তাহলে সেটা লিখতে পারেন, না থাকলে ফাকা রাখে দিন।
তারপর তীর চিহ্ন দিয়ে দেখানো যায়গায় মার্ক করুন এবং Save Info ক্লিক করুন।
তারপর,
যদি Fan Page বা Official Page সিলেক্ট করতে বলে।
তাহলে আপনার কেমন পেজ সেটা বুঝে নিয়ে সিলেক্ট করুন এবং Save Info ক্লিক করুন।
আপনার পেজ তৈরি হয়ে যাবে।
আপনাকে আপনার পেজে ল্যান্ড করাবে।