উইন্ডোজ ৮ এর অনাকাঙ্খিত মেট্রো এপস রিমুভ করুন সহজেই

আজ উইন্ডোজ ৮ এর মেট্রো এপসগুলো কিভাবে রিমুভ করতে হয় তা আপনাদের শেখাবো। আমরা যারা উইন্ডোজ ৮ ব্যবহার করেছি তারা অনেকেই এখন উইন্ডোজ এক্সপি ও উইন্ডোজ ৭ কে ভুলে উইন্ডোজ ৮ কে ভালবাসতে শুরু করেছি। কিন্তু এই উইন্ডোজ ৮ এ একটি অন্যতম বিরক্তির বিষয় হয়ে দাড়ায় ঐ মেট্রো এপস গুলো (যেগুলো মেট্রো স্ক্রীণে দেখা যায়)। আজ আমরা এইসব বিরক্তিকর মেট্রো এপস গুলো আনইন্সটল করার পদ্ধতি দেখাবো। যদিও এই এপসগুলো মোটেই অকাজের কিছু নয়। কিন্তু এগুলো প্রতিটিই ইন্টারনেট নির্ভর। তাই আমাদের দেশে এগুলোর ব্যবহার ১০ জনে ১ জনও করে বলে আমার মনে হয় না। তাই আসুন জেনে নিই কিভাবে এগুলো রিমুভ করবেন-

১। প্রথমে স্ক্রীণের ডান পাশের উপরের কোণায় মাউস নিয়ে যান আর Powershell লিখে সার্চ করুন।


২। এবার কী বোর্ড এর Ctrl+Alt+Enter চেপে Powershell এপ্লিকেশনটি (এডমিনিস্ট্রেটর হিসেবে) রান করুন।

৩। এবার টাইপ করুন     Get-AppxPackage -AllUsers

৪। তাহলে একটি লম্বা লিস্ট দেখা যাবে। এবার টাইপ করুন- Get-AppXPackage | Remove-AppxPackage

৫। এখন একটি লাল স্ক্রীণে আনইন্সটল এর কাজ শুরু হবে।


৬। কাজ শেষ হবার পর আপনি আপনার মেট্রো স্ক্রীণে কোন মেট্রো এপস দেখতে পারবেন না।

SHARE THIS

Author:

Previous Post
Next Post