ভুল হইলে মাফ করবেন। এইটা আমার প্রথম পোস্ট না। আমি আগেও পোস্ট করছিলাম কিন্তু তা কেন জানি প্রকাশিত হয়নি।
আমাদের অনেক সময় একে অপরের ফোন হতে বিভিন্ন ডাটা বা ফাইল পাঠাতে হয়, ফাইল পাঠানোর সহজ এবং পরিচিত মাধ্যম হিসেবে আমরা ব্লু-টুথকে চিনি। কিন্তু বর্তমান এন্ড্রইয়েড এর যুগে ব্লু-টুথ এর মত স্লো ফাইল ট্রান্সফারের ব্যাবহার ধীরে ধীরে কমে আসছে। তাই দ্রুত ফাইল পাঠাতে এখন Wi-Fi অধিক হারে ব্যাবহার করা হয়। এইরকম একটি Wi-Fi ফাইল Transferar হল Zapiya । এর মাধ্যমে আপনি অতি দ্রুত যেকোনো ফাইল পাঠাতে পারবেন কয়েক সেকেন্ডে!
এরপর সফটওয়্যারটি ওপেন করুন Connect and Share এ ক্লিক করুন। এরপর আপনার ফ্রেন্ড এর মোবাইল এ Search and Join আর আপনার মোবাইল এ Create group দিন। অথবা এর উল্টাটা দিলেও হবে। তবে দুইটাতে দুইরকম দিতে হবে।এরপর যে গেম বা ফাইল টা পাঠাতে চান ওইটা চেপে ধরে রাখুন আর সেন্ড করে দেখুন কত দ্রুত যাচ্ছে। এই অ্যাপটির মাধ্যমে আপনি Android থেকে I Phone এ ফাইল পাঠাতে পারবেন।
Play Store থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া সরাসরি ডাউনলোড লিঙ্ক