আজ আপনাদের কম্পিউটারের জন্য সুন্দর একটা ঘড়ি নিয়ে এলাম।
এটি একদম হালকা এবং খুব স্মুথ।
আপনার কম্পিউটারকে একটুও স্লো করবে না।
Windows Clock Bengali Tutorial
ঘড়িতে বিভিন্ন রঙের যে দাগ দেখা যাচ্ছে, ওগুলো হল ঘড়ির কাঁটা।
ভিতরে টেক্সট হিসাবেও দেখাবে।
নিচে আর একটা ফটো দিচ্ছি, দেখুন…
Windows Clock-Bengali Tutorial
যাদের এটি পছন্দ হয়েছে,
তারা নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নেন।
ডাউনলোড করার পর ডাবল ক্লিক করুন।
দেখুন ঘড়িটি ওপেন হয়ে গিয়েছে।
ঘড়ির উপর মাউস নিয়ে গেলে তার পাশে একটি সেটিং বাটান দেখতে পাবেন।
সেটিং এর ভিতর আপনি অনেক আপসান পাবেন, সাথে অ্যালার্ম দিতে পারবেন।
ঘড়ির ব্যাকগ্রাউন্ড আপনি ট্রান্সপারেন্ট করতে পারবেন।
এছাড়া আপনি ঘড়িতে যা যা দেখতে পারছেন, সব কিছুর রঙ আপনি নিজের ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন।
Desktop Clock-Bengali Tutorial
প্রথম যেটা No রয়েছে, ওটা Yes করলে ঘড়িটি সবসময় যেকোনো উইন্ডোর উপরে থাকবে আর No করলে শুধু ডেস্কটপের উপরেই থাকবে।
Auto Start With Windows যদি Yes করা থাকে তাহলে প্রতিবার আপনার কম্পিউটার অন করলে, এটিও তার সাথে অন হবে।
উপরে আরও চারটি ট্যাব রয়েছে।
আশা করি বাকিটা আপনি নিজেই পারবেন।