ইউটিউব সম্পর্কে এটা প্রথম টিউটোরিয়াল,
তাই প্রথমে এর সম্পর্কেই কিছু কথা বলব।
ইউটিউব কি
বাংলা কথায় ইউটিউব হল, একটা ভিডিও শেয়ার ও লাইভ দেখার ওয়েবসাইট।
এখানে সবাই ভিডিও আপলোড করতে পারবেন বিনামূল্যে এবং সকলকে দেখানোর জন্য উন্মুক্ত করতে পারবেন।
একই ভাবে অন্যের আপলোড করা ভিডিও আপনিও বিনামূল্যে দেখতে পারবেন।
ইউটিউব তৈরির ইতিহাস ও বর্তমান মালিক
২০০৫ সালে তিন জন লোক মিলে এটা তৈরি করেন।
ঐ তিন জন লোক বর্তমানে পেপাল-এ কাজ করেন।
২০০৬ সালে এটি গুগল কিনে নেয় ১.৬৫ বিলিয়ান ইউএস ডলারে।
বর্তমানে এটা গুগলের অধিনেই আছে।
এটার প্রধান কার্যালয় ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
ইউটিউবের প্রথম ভিডিও
উপরের ছবিতে তৃতীয় ব্যাক্তি অর্থাৎ জাভেদ করিম ২০০৫ সালে এপ্রিল মাসের ২৩ তারিখে প্রথম ভিডিও আপলোড করেন।
ভিডিওটি নিচে দিয়ে দিলাম।
ইউটিউব ভিডিও দেখতে কি কি প্রয়োজন
আপনার ব্রাউজারে যদি অ্যাডোব ফ্লাশ প্লেয়ার থাকে, তাহলে আপনি সমস্ত ইউটিউব ভিডিও দেখতে পারবেন।
আর যদি না থাকে তাহলে কিছু কিছু ভিডিও দেখতে পারবেন, সমস্ত ভিডিও দেখতে পারবেন না।
ইউটিউব আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ
যাদের নিজেদের ওয়েবসাইট আছে তাদের তো অবশ্যই ইউটিউব কে সাথে নিয়ে চলতে হবে।
আর যাদের নিজেদের সাইট নেই তাদের ও ইউটিউব সম্পর্কে এখনও অনেক কিছু জানতে হবে।
কারন,
ইউটিউব থেকে এখন অনেক অনেক টাকা আয় করা যায়।
কিভাবে কি করতে হয় সে সব ব্যাপার নিয়ে পরে আলোচনা করা যাবে।
আজ এই পর্যন্তই থাকছে।