কম্পিউটারের জন্য নিন একটা খুব সুন্দর লাঞ্চার

যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারা ভালোভাবে জানেন যে লাঞ্চার কি জিনিস।
Launcher একটি মোবাইলের চেহারা পাল্টে কত সুন্দর করে দিতে পারে তারা জানেন।
আর যাদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই তারা আজ উইন্ডোজের এই লাঞ্চারটা নিয়ে যান।
দেখুন, ভাল লাগবে…


এখান থেকে ডাউনলোড করুনঃ ক্লিক হেয়ার
২ এমবির একটা অ্যাপ ডাউনলোড হবে।
সাধারণ ভাবে ইন্সটল করুন।
যখনি এভাবে একটা উইন্ডো ওপেন হবে…
Windows Launcher Bengali Tutorial
Windows Launcher Bengali Tutorial
তখন স্কিপ ক্লিক করবেন।
শেষে লাঞ্চারটা ওপেন হলে নেক্সট বা ক্যান্সেল ক্লিক করুন।
তাহলে এভাবে দেখতে পাবেন…
Computer Launcher Bengali Tutorial
Computer Launcher Bengali Tutorial
কেমন লাগছে?
এইরকমই দেখতে পাবেন।
এই আইকন গুলো আপনি নিজের ইচ্ছামত কাস্টমাইজ করতে পারবেন।
মাঝখানের বড় আইকনটিতে ক্লিক করে বাকিগুলো হাইড ও আনহাইড করতে পারবেন।
খালি আইকন গুলোর উপর ডেস্কটপের যেকোনো আইকন মাউস দিয়ে টেনে এনে ছেড়ে দিন।
বাকিটা আপনারা নিজেরাই বুখে নিন।
Alt+Space
চেপে লাঞ্চার আর ডেস্কটপের ভিতর
আশা যাওয়া করা যাবে।

SHARE THIS

Author:

Previous Post
Next Post