ফুল ভারসান অডিও এডিটর ১ এমবিতে

প্রতিদিনের মত আজও আপনাদের জন্য দারুন একটা সফটওয়্যার নিয়ে আসলাম।
আর এটাতেও পাবেন ফুল ভারসানের মজা।
যারা এমপিথ্রি অডিও গান এডিট করতে, রিংটোন বানাতে বা অডিও ফাইল নিয়ে ঘাটতে চান তারা কোন কিছু না ভেবে ডাউনলোড করে ফেলুন।
সবার কাছেই ভাল লাগবে।
নিচে একটা স্ক্রিনশট দেখুন সফটওয়্যারটির।


Wavepad Audio Editor Full Bengali Tutorial
এটা এত ছোট হলেও এর কাজ ও এর এত অপসান দেখে আপনাকে অবাক হতেই হবে।
কিন্তু এটা দিয়ে কাজ করা আজ আমি দেখাব না।
ডাউনলোড করে কাজ শুরু করুন, আশা করি সবাই পারবেন।
যারা ডাউনলোড করতে চান, নিচের লিংক থেকে ডাউনলোড করে নেন।
এক এমবিও না, তাই সবাই ডাউনলোড করুন।
জিপ ফাইলে আছে, এক্সট্রাক্ট করুন।
wpsetup.exe ফাইলটা ডাবল ক্লিক করে ইন্সটল করুন।
ইন্সটল শেষে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে, ক্লোজ করুন।
কাজ গুলো করার আগে, নেট ও অ্যান্টিভাইরাস অফ করে রাখুন।
সফটওয়্যারটি ক্লোজ করার পর, এক্সট্রাক্ট করা ফোল্ডারের ভিতর আসুন।
দেখুন ক্র্যাক নামক একটা ফাইল আছে ওটা ডাবল ক্লিক করুন।
Wave Pad Crack Bengali Tutorial
উপরের ছবির মত ওপেন হবে।
নেক্সট ক্লিক করুন।
তারপর এইরকম দেখতে পাবেন।
Wave Pad Crack Bengali Tutorial
WavePad Crack Bengali Tutorial
স্টার্ট ক্লিক করবেন।
তাহলে নিচের মত সাকসেসফুল ম্যাসেজ দেখতে পাবেন।
WavePad Audio Editor Crack Bengali Tutorial
ব্যাস, এবার এক্সিট করে দেন।
আপনার কাজ শেষ।
এবার সব কিছু অন করে দিতে পারেন।
সফটওয়্যারটি ওপেন করুন এবং কাজ শুরু করুন।
সমস্যা হলে জানাবেন।
পরে সময় পেলে এর কাজ কিভাবে করতে হয় সেটাও দেখাব।

SHARE THIS

Author:

Previous Post
Next Post