কম্পিউটিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কম্পিউটিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কিভাবে PDF File কে ইডিট করা যায়

কিভাবে PDF File কে ইডিট করা যায়

Hi Friends,

সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি পিডিএফ ফাইল নিয়ে আলোচনা করবো।
আমরা মো্টামোটি সবাই জানি পিডিএফ ফাইল কিভাবে বােনানো হয়। মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড, ফটোশফ,ইলাস্ট্রেটর ইত্যাদি অনেক সফটওয়্যার দিয়েই পিডিএফ ফাইল বানানো যায়।

আমরা অফিমিয়াল ডকুমেন্ট, বিভিন্ন অনলাই ফাইল, স্কেন করা ডকুমেন্ট ইত্যাদি মূলত সবই পিডিএফ এ হয়ে থাকে।
অনেক সময় দেখা যায় এই ফাইলগুলি আমাদের ইডিট করার প্রয়োজন পরে। কিন্তু আমরা তা পারি না।

আপনাদের কারো এরকম হয়, তাহলে নিচের ভিডিওটি দেখুন।
 বজ্রপাত থেকে কম্পিউটার বাঁচান

বজ্রপাত থেকে কম্পিউটার বাঁচান

How to safe my device
দেশে বজ্রপাত আগের চেয়ে অনেক বেড়ে গেছে। বজ্রপাতের কারণে অনেকের কম্পিউটার, টিভিসহ নানা প্রযুক্তিপণ্যের ক্ষতি হচ্ছে। তবে কিছু কৌশল জানলে এবং সতর্ক থাকলে বজ্রপাতের কবল থেকে প্রযুক্তিপণ্যকে রক্ষা করা যায়।
১. বজ্রপাতের আভাস পেলেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ রাখতে হবে। বাসার বাইরে থাকার সময়ও বজ্রপাত হতে পারে। সে ক্ষেত্রে বাইরে যাওয়ার আগেই কম্পিউটার, রাউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের সুইচ অফ করে দিলে বজ্রপাতে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়ানো যাবে।
২. বজ্রপাতের কারণে বেশি নষ্ট হয় টেলিভিশন। কেননা টেলিভিশনের সঙ্গে ডিশের লাইনের সংযুক্ত থাকে। ফলে  কোনো এলাকায় বজ্রপাত হলে ডিশের লাইনের মাধ্যমে সহজেই টিভির ক্ষতি করে। অনেকেই কম্পিউটারে টিভি কার্ড ব্যবহার করেন। ফলে বজ্রপাতের সময় ডিশ লাইন সংযোগ থাকায় কম্পিউটারেরও ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে বজ্রপাতের সময় ডিশের সংযোগটি খুলে রাখুন। এতে প্রযুক্তিপণ্যগুলো নিরাপদ থাকবে।
৩. বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় রাউটার ডিভাইসগুলোর। বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটারের লাইন বন্ধ করলেই চলবে না, রাউটার থেকে ইন্টারনেট সংযোগের ল্যান কেবলটিও খুলে রাখতে হবে। তবে যদি আপনার ইন্টারনেট সংযোগে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয়, তাহলে বজ্রপাতের ক্ষতির আশঙ্কা কম থাকে। কেননা এসব কেবলে ধাতব তারের ব্যবহার হয় না।
৪. ভালোমানের মাল্টিপ্লাগ ব্যবহার করতে হবে। যে মাল্টিপ্লাগগুলো সেলফ কন্ট্রোল অটোমেটিক সিস্টেমে বিদ্যুত্প্রবাহ নিয়ন্ত্রণ করে, সেগুলো ব্যবহার করাই ভালো। ফলে হাই ভোল্টেজ বা বজ্রপাতের সময়ও মাল্টিপ্লাগের সঙ্গে সংযুক্ত থাকা ডিভাইসে প্রভাব পড়বে না। বাজারে এমন নানা ব্র্যান্ডের মাল্টিপ্লাগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘হান্টকি ব্র্যান্ড’। দেশের বাজারে ব্র্যান্ডটির মাল্টিপ্লাগ মডেলভেদে দাম ৫০০ থেকে তিন হাজার টাকা।
৫. বজ্রপাত থেকে বাসাবাড়ি ও যন্ত্রাংশ রক্ষা করতে আর্থিং করতে হবে। বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার সময় একটা মেইন লাইন থাকে এবং অন্যটি থাকে নিউট্রাল লাইন। এই নিউট্রাল লাইনটা রড বা তার দিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়, যাকে বলে আর্থিং। এটি বজ্রপাতের পর বিদ্যুেক নিরাপদে মাটিতে নিয়ে যেতে ব্যবহৃত হয়। বজ্রপাতের কারণে অতিরিক্ত ভোল্টেজ বা কারেন্ট প্রবাহিত হলে আর্থিংয়ের মাধ্যমে তা নিরাপদ পথে মাটিতে নেমে আসে। ফলে বহু মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়।
যেভাবে রাউটার দিয়ে ব্যান্ডউইথ/স্পিড লিমিট করবেন

যেভাবে রাউটার দিয়ে ব্যান্ডউইথ/স্পিড লিমিট করবেন

 আজকে আমি আমার লেখায় বর্ননা করবো কিভাবে রাউটারে স্পিড লিমিট করা যায়। যতই দিন যাচ্ছে ওয়ারলেস ডিভাইস বেড়েই চলেছে। তাই নানা কারনে ডিভাইসে স্পিড লিমিট দেয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না কিভাবে এটি করতে হয়। আজকে আমি এটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার লেখাটি পড়ার পর আপনি নিজে অনেক সহজেই স্পিড লিমিট/ ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন।
আসুন দেখি কিভাবে এটি করা যায়।
ধাপ ১- প্রথমে রাউটারের এডমিন পেজ এ যাবেন। ১৯২.১৬৮.০.১ সাধারনত রাউটারের আইপি এমন হয়। আপনারটা অন্যরকমও হতে পারে। আমি টিপি লিংক রাউটার ব্যবহার করেছি।
আইপি অ্যাড্রেস পরিবর্তন করার সবথেকে সহজ নিয়ম

আইপি অ্যাড্রেস পরিবর্তন করার সবথেকে সহজ নিয়ম

আজ আমি যে জিনিস সম্পর্কে আপনাদের বলতে জাচ্ছি,
এটি শুধুমাত্র তাদের কাজেই লাগবে, যারা ইন্টারনেটে অনেক সময় ধরে ভ্রমন করে বেড়ায়।
তবে আপনি শুধু ফেসবুক করলে আইপি সম্পর্কে আপনার কোন ধারনা নাও থাকতে পারে।
যাদের এটা সমপরকে তেমন কিছু জানা নেই, তাদের এটা দরকারও নেই।
যাদের প্রয়োজন তারা দেখুন…
এখান থেকে এই সফট টা ডাউনলোড করুনঃ- এখানে
ডাউনলোড করার প সাধারণ ভাবে ইন্সটল করুন এবং ওপেন করুন।
এটির নামঃ Free Ip Switcher
জেনে নিন কি ভাবে আপনার পিসির ওয়েলকাম স্ক্রীন পরিবর্তন করবেন…….

জেনে নিন কি ভাবে আপনার পিসির ওয়েলকাম স্ক্রীন পরিবর্তন করবেন…….

সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট সুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে কি নিয়ে আলোচনা করবো তা হয়তো নাম দেখেই বুঝে গেছেন। আমরা যারা পিসি চালাই তাদের বেশির ভাগ মানুষেই উইন্ডোজ চালাই।
তাই সবাই এই উইন্ডোজ এর সাথে ভালো ভাবে পরিচিত। আমাদের পিসি যখন ওপেন করি তখন উইন্ডোজ এর ডিফল্ট টেক্সট দেখতে পাই ওয়েলকাম। আপনি চাইলে এটি পরিবর্তন করে আপনার নাম বা যেকোনো কিছু দিতে পারেন। কি করে পরিবর্তন করবেন আজকে সেটাই নিয়ে আলোচনা করবো।
প্রথমে স্টার্ট মেনু থেকে রান এ জান। এরপর Regedit টাইপ করে এন্টার প্রেস করুন।
এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন। এবার ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন।