টিউটোরিয়াল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টিউটোরিয়াল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কিভাবে PDF File কে ইডিট করা যায়

কিভাবে PDF File কে ইডিট করা যায়

Hi Friends,

সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি পিডিএফ ফাইল নিয়ে আলোচনা করবো।
আমরা মো্টামোটি সবাই জানি পিডিএফ ফাইল কিভাবে বােনানো হয়। মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড, ফটোশফ,ইলাস্ট্রেটর ইত্যাদি অনেক সফটওয়্যার দিয়েই পিডিএফ ফাইল বানানো যায়।

আমরা অফিমিয়াল ডকুমেন্ট, বিভিন্ন অনলাই ফাইল, স্কেন করা ডকুমেন্ট ইত্যাদি মূলত সবই পিডিএফ এ হয়ে থাকে।
অনেক সময় দেখা যায় এই ফাইলগুলি আমাদের ইডিট করার প্রয়োজন পরে। কিন্তু আমরা তা পারি না।

আপনাদের কারো এরকম হয়, তাহলে নিচের ভিডিওটি দেখুন।
এবার আপনি নিজেই আপনার কম্পিউটার এর প্রোপারটিজ হাওয়া করে ফেলুন খুব সহজে ।

এবার আপনি নিজেই আপনার কম্পিউটার এর প্রোপারটিজ হাওয়া করে ফেলুন খুব সহজে ।

আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে My computer এর Propertiesঅপশন Remove করে দেওয়া যায়। যদি এ বিষয়ে জেনে থাকেন তবে দুঃখিত । যারা জানেন না তাদের জন্য এ পোস্ট ।
চলুন এবার শুরু করা যাক।
০১. প্রথমে Run এ যান
০২. regedit লিখে Enter বাটন চাপুন ।
০৩. এবার রেজিস্ট্রি এডিটর উইন্ডো খুলবে
০৪. এবার বাম পাশ থেকে current user=>Software=>Microsoft=>Windows=>Current Version=>policies=>explorer এ যান
০৫. এবার ডান পাশে Right button ক্লিক করে new=>DWORD এ ক্লিক করুন০৬. এবার ফাইল টির নাম পরিবরতন করুন No propertiesMycomputer নামে।
KM Player এর বিরক্তিকর অ্যাড থেকে চিরমুক্তি।

KM Player এর বিরক্তিকর অ্যাড থেকে চিরমুক্তি।

বন্ধুগণ, আপনারা যারা কম্পিউটার ব্যাবহার করেন তারা অনেকেই KM Player ব্যাবহার করেন। কম্পিউটার ব্যাবহার করেন অথচ KM Player ব্যাবহার করেন না, এরকম লোক খুব কম এ আছে। যাইহোক, যারা ব্যাবহার করেন তারা নিশ্চয় KM Player এর বিরক্তিকর অ্যাড এর যন্ত্রণায় ভুগতেছেন।




আজকে আমি দেখাবো কিভাবে এই বিরক্তিকর অ্যাড বন্ধ করতে হয়।
প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এ যাবেন। জানি অনেকেই এই ব্রাউজার টি ব্যাবহার করেন না। তবে এটা আপনার কম্পিউটার এ ইন্সটল করা আছে। খুঁজে না পেলে স্টার্ট মেন্যু তে গিয়ে সার্চ দিবেন। ব্রাউজার এর ডান দিকে টুলস এ ক্লিক করেন। একদম নিচে ইন্টারনেট অপশন এ ক্লিক করবেন।