ফোনে আসা সকল বিজ্ঞাপন বদ্ধ করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়াই

ফোন ব্যবহারের সময় আমাদেরকে প্রায় সমই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় ফোনে আসা বিরক্তিকর এডগুলি।

মাঝেমধ্যে এমনকিছু এড আসে, যা না দেখা যায়, না কাউকে দেখানো যায়। 

অথবা দেখা গেলো জরুরি মুহূর্তে এইসব এড এর কারণে সময়ও নষ্ট হয়।

এইসব এড আসা অনেকাংশেই কমিয়ে আনতে পারেন, মোবাইলের সেটিংস এর কিছু সামান্য পরিবর্তন করে।

তাহলে চলুন দেখি কিভাবে সেটিংস সেট করবেন আপনার ফোনের।

প্রথমেই আপনাকে যেতে হবে আপনার ফোনে থাকা সেটিং অপশনে।

সেখানে খুজলেই পেয়ে যাবেন Connection and Sharing

androide add blocker
কানেকশন এন্ড শেয়ারিং এ ক্লিক করে প্রবেশ করুন। 

তারপর এখানেও বেশ কিছু অপশন দেখতে পাবে 

add block
আগে থেকে Auto অথবা off সিলেক্ট থাকতে পারে। আপনি এখান থেকে Private DNS সিলেক্ট  করুন।

add blocksettings
সিলেক্ট করলে এখন খালি ঘর পাবেন, যেখানে আপনি লেখার অপশন পাবেন।
এবার সেই খালি ঘরে লিখে দিন dns.adguard.com
dns.adguard.com


এবার Save এ ক্লিক করে সেভ করে বেড়িয়ে যান। এবার আপনার কাজ শেষ। এবার ফোনের Flight mod অফ করে একবার অন করুন। পারলে ফোন বদ্ধ করে চালু করুন।
এখন দেখুন জাদু। 
এবার বলে নেই, এই পদ্ধতিটি কোন কোন ক্ষেত্রে কাজ করবেঃ
Shareit, MX Player এর মত কিছু এপসের ক্ষেত্রে এই পদ্ধতিটি কার্যকরি।
কিন্তু YouTub,  Facebook এ ভিডিও দেখার সময় যেসকল এড আসে, তার ক্ষেত্রে প্রযোজ্য নয়..

এই পদ্ধতিটি সব ফোনে প্রয়োগ নাও হতে পারে। তবে যে সকল ফোনের সেটিংস এর সাথে মিলে যাবে তাদের ফোনে অবশ্যই কাজ করবে।


SHARE THIS

Author:

Previous Post
Next Post