যেকোনো ব্যাঙ্কের সমস্ত তথ্য জানুন অনলাইনে

নানারকম কারনে বর্তমানে ব্যাংক আমাদের অনেক কাছে চলে এসেছে।
তবুও কোথাও টাকা পাঠানো বা অন্য কোনও দরকারি সময়ে আমরা প্রয়োজনীয় তথ্য খুজে পাই না।
যারা মাঝে মধ্যেই টাকা পয়সা লেনদেন করেন তাদের আজকের এই টিউটোরিয়ালটি অবশ্যই দেখা উচিত।
এখনও বেশিরভাগ লোক তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে আছে,
সেই ব্যাংক সম্পর্কেও জানেন না।
আজ আমি আপনাদের এমন একটা অনলাইন পরিষেবার কথা জানাব,
যেখান থেকে আপনি যেকোনো সময়ে ভারতের যেকোনো ব্যাংকের সমস্ত তথ্য পাবেন।
তাছড়া এটা জানতে আপনার ১ মিনিট সময়ও লাগবে না!
তাহলে,
চলুন শুরু করি।

প্রথমে,
এখানে ক্লিক করুনঃ- এখানে
নিচের মত একটা ওয়েবসাইট ওপেন হবে…
Indian Bank Details Finder- Bengali Tutorial
Indian Bank Details Finder- Bengali Tutorial
তীর চিহ্ন দিয়ে দেখানো যায়গা থেকে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করুন।
তার নিচের মেনু থেকে আপনার রাজ্য সিলেক্ট করুন।
এবার ৩ নাম্বার মেনু থেকে জেলা সিলেক্ট করুন।
এবং সব শেষে আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চ অর্থাৎ কোন শাঁখা সেটা সিলেক্ট করুন।
আরও ভাল করে বোঝার জন্য নিচের ছবিটা দেখে নিন…
Indian Bank Details Finder Bengali Tutorial
Indian Bank Details Finder Bengali Tutorial
ছবিতে দেখুন,
আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করেছি।
তারপর ওয়েস্ট বেঙ্গল এবং তার নিচে জেলা কলকাতা সিলেক্ট করেছি।
এবং সব শেষে কালীঘাট শাখা সিলেক্ট করেছি।
সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তার নিচে দেখুন,
ঐ ব্যাংকের সমস্ত তথ্য এসে হাজির হয়েছে।
এটি যেকোনো মোবাইল এবং কম্পিউটার থেকে দেখতে পারবেন।
ফলে যেকোনো সময় যেকোনো ব্যাংকের সমস্ত তথ্য থাকবে আপনার হাতের মুঠোই।

SHARE THIS

Author:

Previous Post
Next Post