যে কনো ঘোলা বা অন্ধকার ছবিকে চকচকে করে নিন

ছবি সম্পাদনার জন্য এডোবি ফটোশপ এক কথায় দারুন একটি সফটওয়্যার। বাজারে ফটো এডিটিং এর জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায় তবে সহজ ব্যবহার বিধি আর নানান ফিচারের সুবাদে ফটোশপের মত এতোটা জনপ্রিয়তা পাইনি অন্য কোন সফটওয়্যার।

লাইট অ্যাডজাস্ট করুন: অনেক সময় ক্যামেরায় কোন ছবি তোলার পর দেখা যায় ছবিতে আলোর পরিমাণ কম থাকায় একটা অপূর্ণতা দেখা যায়। এ ধরনের ছবিতে আমরা এডোবি ফটোশপ দিয়ে খুব সহজে লাইট অ্যাডজাস্ট করে নিতে পারি। এজন্য আপনি কোন ছবি ফটোশপ দিয়ে ওপেন করুন
তারপর Image>Adjustments>shadow/highlight সিলেক্ট করেন; এখান থেকে amount 65% দেন( ছবির উপরে নির্ভর করে কত পারসেন্টেজ দিতে হবে)। দেখুন আপনার ছবিতে অন্ধকার ভাবটি অনেকটা দূর হয়েছে।
ঘোলা ছবি স্পষ্ট করুন: অনেক সময়ই আমাদের তোলা ছবি আশানুরুপ হয়না সাধারণত ঠিক মত ফোকাস না হবার কারনে৷ ক্যামেরায় ফোকাস একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ দেখা যায়, যার ছবি তুলতে গেছেন তাকে ফোকাস না করে পাশের মানুষটিকে ফোকাস করেছেন৷ ডেপথ অব ফিল্ড-এর কারণে ওই মানুষটির ছবি ঘোলা হয়ে গেছে৷ এমন অবস্থায় ছবিটি অনেকটাই নিয়ন্ত্রণ করে আনতে পারেন৷ এডোবি ফটোশপে ছবিটি ওপেন করুন৷ ছবির জন্য Brightness/Contrast ওপেন করুন৷ এটি করতে Image->Adjustments->Brightness/ Contrast এ ক্লিক করুন৷ ছবির কনট্রাস্ট বাড়িয়ে দিন৷ যার কারণে ছবির edge গুলো সহজেই ধরা পড়বে৷ এবার একটু ব্রাইটনেস বাড়িয়ে দিন৷ এর সমন্বয় ছবিটিকে অনেকটা পূর্ণতা দেবে৷ এবার ছবির যে অংশে ভুল ফোকাস হয়েছে সে অংশে Gaussian Blur প্রয়োগ করে সে অংশটি আরো ঘোলা করে দিন৷ ফোকাস হওয়া অংশ ঘোলা করার ফলে অন্য অংশগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে৷ এভাবে সবশেষে অটো লেভেল প্রয়োগ করে আলোর উজ্জ্বলতা সমন্বয় করতে পারেন৷ এটি ছবির অন্যান্য অংশের সাথে সাবজেক্টের আলোর সমন্বয় করবে বা ছবির ফিনিশিংয়ে সহায়তা করে ছবিকে দৃষ্টি নন্দন করে তুলবে৷

SHARE THIS

Author:

Previous Post
Next Post