ওয়েবপেজকে পিডিএফ হিসেবে সেভ করুন এ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজেই…….

আজকে আপনাদের সামনে তুলে ধরব খুবই সাধারণ অথচ খুবই জরুরী একটা বিষয়। আমরা অনেকেই ইন্টারনেটে ব্লগ অথবা বিভিন্ন টিউটোরিয়াল পড়ি। অনেক সময় এসব ব্লগ অথবা টিউটোরিয়াল সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেক্ষেত্রে আমি আজ আপনাদের দেখাবো কিভাবে অতি সহজে প্রয়োজনীয় ব্লগ অথবা টিউটোরিয়াল সেভ করা যায় আপনার এ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই।\
প্রথমে একটি Mozilla Firefox ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
Mozilla Firefox প্লে স্টোরেই পাবেন।


Mozilla Firefox থেকে কাংখিত ব্লগ অথবা টিউটোরিয়ালটি ব্রাউজ করুন। ওয়েবপেজটি ওপেন হলে অপশনে ক্লিক করুন।
অপশন মেনু থেকে টুলস এ ক্লিক করুন।
এইবার এখান থেকে Save as PDF অপশনে ক্লিক করুন।
এবার ওয়েবপেজটি পিডিএফ আকারে ডাউনলোড হবে। ডাউনলোড কম্প্লিট হলে ওপেন করুন। ব্যাস হয়ে গেল কাজ।
ফেসবুকে আমি

SHARE THIS

Author:

Previous Post
Next Post