আপনার মোবাইল সময় বলবে বাংলায়

আজ আমি যে টিউটোরিয়ালটি লিখছি,
এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ইউজারদের জন্য সেটা তো বুঝেই গেছেন।
অন্যান্য মোবাইল ইউজাররা এটা ট্রাই করতে জাবেন না।
Bangla Speaking Clock- Bengali Tutorial
Bangla Speaking Clock- It ostad

এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবে ইন্সটল করলে,
আপনাকে বাংলায় সময় বলে দেবে।
আপনি আপনার ইচ্ছামত সময় সেট করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১৫ মিনিট সেট করে দিলেন।
তাহলে ১৫ মিনিট পর পর আপনার মোবাইল আপনাকে সময় বলে দেবে।
আর সবথেকে মজার ব্যাপার, আপনাকে সময় বলবে সম্পূর্ণ বাংলায় এবং এটা শুনতেও খুব ভাল লাগবে।
আপনাকে ছোট একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড লিংক
যারা কম্পিউটারে ডাউনলোড করতে চান এবং কিভাবে করতে হয় না জানেন, তাহলে আগের টিউটোরিয়াল দেখতে পারেন।
যদি কারোর ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে মন্ত্যব্য করে জানাবেন।
আমি ডাইরেক্ট ডাউনলোড লিংক দিয়ে দেব।
এবার এটি কিভাবে সেট করবেন সে সম্পর্কে একটু বলি…
উপরের ডাউনলোড লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করার পর,
আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করুন এবং ওপেন করুন।
প্রথমে একটি অ্যানালগ বাংলা ঘড়ি দেখতে পাবেন।
নিচে একটা ছবিও দিয়ে দিলাম।
Bangla Speaking Clock Bengali Tutorial
Bangla Speaking Clock It ostad
আপনার মোবাইলেও এইরকম দেখতে পাবেন।
উপরে ডান দিকে About-এর পাশে সেটিং আইকন আছে, এছাড়া আপনি বাদিকে স্লাইড করলেও সেটিং দেখতে পাবেন।
নিচের ছবির মত…
Bengali Speaking Clock- Bengali Tutorial
Bengali Speaking Clock- It ostad
এখানে চারটি অপসান আছে,
আপনি ১৫ মিনিট, ৩০ মিনিট বা ১ ঘন্টা পর পর বাংলায় সময় বলার জন্য সেট করতে পারবেন।
আপনি নিজের ইচ্ছে মত সেট করে দেন।
সেট করার পর বেরিয়ে আসুন।
সঙ্গে সঙ্গে আপনি শুনতে পারবেন না, অপেক্ষা করুন, ঠিক সময়ে আপনাকে সময় বলে দেবে।

SHARE THIS

Author:

Previous Post
Next Post