আজকের জিনিসটা একদম মজার না।
তবুও লিখছি, কারন একজন এটা চেয়েছিল আমার কাছে।
আজকের এই ছোট্ট সফটওয়্যারটা দিয়ে আপনাদের ডেস্কটপের ওয়ালপেপার অটোমেটিক্যালি পরিবর্তন চ করাতে পারবেন নির্দিষ্ট সময় পর পর।
আপনি ১ সেকেন্ড পরও পরিবর্তন করাতে পারেন আবার ৫ ঘন্টা পরও পরিবর্তন করাতে পারেন।
আজ আর বেশি লিখবো না, এই লিংক থেকে ডাউনলোড করে নেনঃ এখানে
ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।
ডাউনলোড করার পর সাধারণ ভাবে ইন্সটল করুন,
Wallpaper Slideshow Bengali Tutorial
প্রথমে দু চারটে ছবি অ্যাড করা থাকবে।
আপনি Add বাটান প্রেস করে নিজের ইচ্ছামত ছবি যুক্ত করে দিন।
যেটা রাখতে চান না সেটা সিলেক্ট করে রিমুভ করে দেবেন।
বাম পাশে কত মিনিট বা সেকেন্ড পর পর আপনি ওয়ালপেপার পরিবর্তন করতে চান সেটা ঠিক করে দিন।
সব কিছু হয়ে গেলে ok প্রেস করুন।
আপনার কাজ শেষ এবার এমনিতেই ওয়ালপেপার পরিবর্তন হতে থাকবে।