এক ক্লিকে যেকোন টেক্সটকে রূপান্তরিত করূন QR কোডে। সাথে ব্রাউজার এক্সটেনশন তো থাকছেই।

QR code মানে হলো Quick Response Code। QR code এর অনেকগুলো ব্যবহার থাকলেও আমরা কেবল বিভিন্ন টেক্সট বা লিংক কে QR code এ রূপান্তরিত করি। QR code সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন। আজকের টিউনে আমি দেখাবো কিভাবে QR code তেরী করতে হয়। তাহলে চলুন শুরু করি।
QR code তৈরী করার জন্য আপনি ২টা পদ্ধতি বেছে নিতে পারেন। প্রথমে পদ্ধতি হলো এখান থেকে মজিলা ফায়ারফক্স এর জন্য QR Code Image Generator এডনটি ডাউনলোড করে নিন। তারপর নিচের চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন এবং বক্সে আপনি যে টেক্সটটি থেকে QR code তৈরী করবেন সেটা লিখুন। তারপর Create QR Code অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার QR Code টি তৈরী হয়ে গিয়েছে। এখন শুধু ইমেজটা ডাউনলোড করুন।


দ্বিতীয় পদ্ধতি হলো এখান থেকে QR Code Image Generator ওয়েব সাইটে প্রবেশ করুন। তারপর চিত্রে দেখানো নির্দেশনা অনুসরন করুন। এই পদ্ধতিটি সার্বজনিন। যেকোন ব্রাউজারের সাহায্যে আপনি কাজটি করতে পারবেন।
টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংকথেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........

SHARE THIS

Author:

Previous Post
Next Post