মিসড কল দিলেই যদি কাজ হয় তাহলে আর কল দিবো কেন? অ্যান্ড্রোয়েড ব্যবহার কারীদের জন্য দারুন একটি মিসড কল দেওয়ার এপস। এবার বাদ যাবেনা কোন টিউডার মিস কল দেওয়া থেকে!

টিউনটির শুরুতেই বলে রাখছি এটা কেবল মজা করার জন্য। কাউকে মিস কল দিয়ে বিরক্ত করা আমার টিউনের উদ্দেশ্য নয়। যাহোক এবার কাজের কথায় আসি, মোবাইল ফোন কম্পানিগুলো যখন বাংলাদেশে নতুন আসে তখন মানুষের মাঝে মিস কল দেওয়ার একটা বাতিক ছিল। অনেকেই বলতো মিস কল না দিলে মিস করা হয়না। আপনি যে কাউকে মিস করছেন সেটা নাকি মিস কল দিয়ে প্রকাশ করতে হবে! কতোবার যে সেই কাঙ্খিত মিস কল দিতে গিয়ে ধরা খেয়েছি তার কোন ইয়াত্তা নেই। আমার জানা মতে এখন কেউ কাউকে মিস করলে মিস কল অন্তত প্রকাশ করেনা। তবে কেউ যদি স্রেফ মজা করার জন্য কাউকে ছোট্ট ছোট্ট মিস কল দিতে চান তাহলে আমার টিউনটি আপনার জন্যই। চলুন তাহলে শুরু করি।

Missed Call Maker Free




প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটার প্রো ভার্সন আপনাদেরকে দিতে পারলাম না বলে। যাহোক ডাউনলোড শুরু করার আগে আপনাদের বলে দেই এই এপসটির অল্প কিছু সুবিধা সম্পর্কে।
  • একটি নাম্বারে একবারে একটি মিস কল দিতে পারবেন
  • একটি নাম্বারে একের পর এক একাধিক মিস কল দিতে পারবেন
  • অনেক গুলো নাম্বারে একবার করে একটার পর একটা করে মিস কল দিতে পারবেন
এবার তাহলে কিছু স্ক্রিন শট দেখে নিন।

ডাউনলোড

এবার আপনাদের প্রত্যাশিত ডাউনলোডের পালা। খুবই ছোট একটি এপস। তাই ডাউনলোড করতে কষ্ট হবেনা। নিচের ডাউনলোড লিংক থেকে এপসটির ফ্রি ভার্সন ডাউনলোড করে নিন। কারো কাছে যদি প্রো ভার্সনটা থেকে থাকে তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাতে অনুরোধ করছি।
টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংকথেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........

SHARE THIS

Author:

Previous Post
Next Post