যত খুশি লাইক নিন আপনার ফেসবুক পেজে সম্পূর্ণ বিনামূল্যে

কিছুদিন আগের গণনা হিসাবে আমাদের দেশের ১০ কোটি ফেসবুক আইডি ছিল।
এখন হয়ত সংখ্যাটা আরও অনেক বেশি হবে।
আর আমাদের অনেকেরই নানারকম জিনিস সম্পর্কে ফেসবুক পেজ আছে।
ফলে আমরা আমাদের পেজে অবশ্যই লাইক নিতে চাইব।
কিন্তু অনেকেই আছে যারা শত চেস্টা করেও লাইক বাড়াতে পারছেন,
তাদের জন্য আজ এই টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।


কিভাবে ফেসবুক পেজে লাইক পাবো?
আমি আজ যা সম্পর্কে বলব, সেই পদ্ধতিতে আপনি লাইকের বিনিময়ে লাইক পাবেন।
মানে আপনি অন্যকে লাইক দেবেন তার পরিবর্তে অন্যরা আপনাকে লাইক দেবে।
আর আপনি যদি লাইক দিয়ে নিজের আইডি ভারি না করতে চান তাহলে একটা ফেক আইডি তৈরি করে নিতে পারেন।
এটি শুধুমাত্র কম্পিউটার ইউজারদের জন্য।
যারা মোবাইল ব্যাবহার করেন তাদের জন্য দুঃখিত।
Free Facebook Like Bengali Tutorial
তাহলে এবার শুরু করুন
প্রথমে এই লিংকে ক্লিক করুন – ক্লিক হেয়ার
যে সাইট টি ওপেন হবে, সেখানে রেজিস্টার লিংক পাবেন।
ক্লিক করুন, রেজিস্টার ফর্ম দেখতে পাবেন।
ইউজারনেম, ইমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন, আপনার ইমেইল আইডি তে একটি কনফার্মেসান ইমেইল যাবে।
মেইল টি ওপেন করে অ্যাকাউন্ট কনফার্ম করুন।
ব্যাস, আপনার অ্যাকাউন্ট তৈরি করা শেষ।
লগিন করুন, আপনার ফেসবুক পেজর লিংক অ্যাড করুন।
এবার
আপনি আপনি Earn Points/Money মেনু থেকে ফেসবুক পেজ, ফটো, টুইটার ফলো, ওয়েবসাইট ভিউ ইত্যাদি করুন।
তাহলে আপনি পয়েন্ট পাবেন, এই পয়েন্টর বিনিময়ে আপনি আপনার পেজে লাইক পাবেন।
আজকের এই টিউটোরিয়ালে এই পর্যন্তই থাকছে।
এবার চেস্টা করুন, যারা পারবেন তারা করুন আর যারা না পারবেন তারা কমেন্ট করে বলুন।
পরবর্তীতে লাইকস প্লানেটে কিভাবে কাজ করতে হয় সেসব নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল করব অবশ্যই।
ভাল থাকবেন…

SHARE THIS

Author:

Previous Post
Next Post