ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যেভাবে ফেসবুকে ‍সিঙ্গেল নাম ব্যবহার করুন

যেভাবে ফেসবুকে ‍সিঙ্গেল নাম ব্যবহার করুন

প্রথমে আপনাকে মজিলা চালু করতে হবে। extantion এরপর tools মেনু থেকে add one-এ ক্লিক করতে হবে। তারপর hola নামে  add one খুজে বের করতে হবে এবং ইনস্টল করে মজিলা রিস্টার করতে হবে।

Image result for hola extension
এবার ফেসবুকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর মজিলার ডানপাশে উপরের কোণায় hola এর আইকন দেখতে পাবেন। ওখানে ক্লিক করতে হবে।

আপনার ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করুন

আপনার ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করুন

আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি । ফেসবুক বর্তমান যুগের অন্যতম একটি পপুলার সোশ্যাল সাইট । নেট এ প্রতিনিয়ত কাজ করেন কিন্তু ফেসবুক চালান না এমন লোক আসলে খুজে পাওয়া কঠিন । অনেকে আবার একটির বেশি ফেসবুক প্রোফাইল ও চালিয়ে থাকেন । যাই হোক ধরুন আপনার দুই টা ফেসবুক প্রোফাইল আছে । একটি তে আপনি আপনার পরিচিত দের সাথে কানেক্ট এবং অপরটিতে আপনি বিভিন্ন রকম মানুষের সাথে এড আছেন । আপনি যে দুটো প্রোফাইল চালান তার মধ্যে ধরা যাক একটি তে ৩০০-৬০০ ফ্রেন্ড এবং পরের টি তে ৩০০০-৪০০০ মত ফ্রেন্ আছে ।  এখন আপনি চিন্তা করলেন যে আপনি আপনার নিজের নামে একটি পেজ খুলবেন ফেসবুকে  কিন্তু সমস্যা হল শুধু পেজ ওপেন করলেই তো হবে না !!! পেজ টিকে সবার সাথে শেয়ার করা , ফ্রেন্ড দের ইনভাইট করা , পেজ এর লিঙ্ক ঠিক করা আরও অনেক ঝামেলা ।
এই ঝামেলার কথা মাথায় রেখেই ফেসবুক তাদের ইউজার দের জন্য একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে আর তা হল আপনার যে কোন একটিভ প্রোফাইল কে আপনি সরাসরি পেজ এ কনভার্ট করতে পারবেন !!! হম কথা সত্যি । এতে লাভ হল আপনার কোন প্রোফাইল এ যত জন ফ্রেন্ড থাকবে তারা সবাই পেজ এর লাইক এ কনভার্ট হয়ে যাবে । বিষয় তা আসলেই দারুন ।
ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করার নিয়ম
প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল থেকে লগিন করে নীচের লিঙ্ক এ যান  https://www.facebook.com/pages/create.php?migrate
এর পরে নীচের মত একটি ছবি আসবে
Facebook-এ অনাকাঙ্ক্ষিত বিব্রতকর পরিস্থিতি এড়াতে Likes লুকিয়ে রাখুন।

Facebook-এ অনাকাঙ্ক্ষিত বিব্রতকর পরিস্থিতি এড়াতে Likes লুকিয়ে রাখুন।

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো।
ফেসবুক তো সবাই ব্যবহার করেন। যদিও প্রশ্নটা নিতান্তই অযৌক্তিক। কারণ, এমনো পাবলিক আছেন যারা Activity’র Tag লাগিয়ে ফেসবুক ব্যবহার করেন যে দৈনিক এতো ঘন্টা Active. এ্যারিস্টটল বেঁচে থাকলে হয়তো মতবাদ টা এভাবে দিতেন, ‘‘যে ফেসবুক ব্যবহার করেনা, সে হয় পশু, না হয় দেবতা।’’ :P
যাইহোক ফেসবুক ব্যবহারের পাশাপাশি এর কিছু বিষয় সম্পর্কে সতর্ক থাকাটাও জরুরী।
আপনারা জানেন যে ফেসবুকে Likes নামক একটা অপশন আছে যেখানে আপনার পছন্দের কিছু পেজ অন্তর্ভুক্ত থাকে। একবার লাইক দিয়ে সেই পেজটি সম্পর্কে আর জ্ঞান রাখিনা। কিন্তু আমাদের অন্তরালে সেই পেজগুলো রীতিমত তাদের পরিবর্তন ঘটাচ্ছে। বুঝিয়ে বলছি।
বছরখানেক আগে এক প্রিয় বন্ধুর এক পেজে লাইক দেখেছিলাম। পেজটির নামে 18+ শব্দটা থাকলেও দেখেছিলাম যে পেজটা খুব সুন্দর সুন্দর বিনোদনমূলক পোস্ট উপহার দিচ্ছে। গতকাল আবার সেই বন্ধুটির Likes-এ গেলাম। গিয়ে দেখি সেই পেজটা এখনো আছে। সেইসাথে দেখলাম আমার ৪ টা পুরাতন বন্ধুরও লাইক আছে। কিন্তু পোস্টগুলো দেখে আমি রীতিমতো অবাক! শুধু Adult আর Sexual Content. সঙ্গে সঙ্গে তাদের বিষয়টা জানালাম।
চলুন ফেসবুক আইডি কে Page বানাই।

চলুন ফেসবুক আইডি কে Page বানাই।

আজকের টিউন টাইটেল দেখে বুঝতে পারছেন যে কি নিয়ে আলোচনা করব। যাই হোক এই সময়য়ে এসে কারো ফেসবুক আইডি নেই এই কথাটা একদম মানা যায় না। কিন্তু যেটা মানা যায় সেটা হল পেজ নেই? কি ভাবছেন সত্যি এটা মানা যায় কি। এই কথাটাও মানা যায় না। তাহলে কোন কথাটা মানা যায়? এই কথাটা মানা যায় যে আপনার পেইজ আছে কিন্তু লাইক কম। এখন আপনি চাইলে আপনার আইডি কে পেইজ বানিয়ে ফেলতে পারেন। কি অবাক হচ্ছেন? হ্যা আপনার যে আইডিতে বদ্ধুর সংখ্যা বেশি আপনি যদি সেই আইডি কে পেইজ বানান তাহলে আপনার আইডিতে যত গুলো বন্ধু ছিল ঠিক তত গুলো লাইক হয়ে যাবে।
কি বিশ্বাস হচ্ছে না?  তাহলে এই লিংক এ যানঃ এখান থেকে
এই লিংক  এ গেলে নিচের মত একটা পেইজ আসবে
যত খুশি লাইক নিন আপনার ফেসবুক পেজে সম্পূর্ণ বিনামূল্যে

যত খুশি লাইক নিন আপনার ফেসবুক পেজে সম্পূর্ণ বিনামূল্যে

কিছুদিন আগের গণনা হিসাবে আমাদের দেশের ১০ কোটি ফেসবুক আইডি ছিল।
এখন হয়ত সংখ্যাটা আরও অনেক বেশি হবে।
আর আমাদের অনেকেরই নানারকম জিনিস সম্পর্কে ফেসবুক পেজ আছে।
ফলে আমরা আমাদের পেজে অবশ্যই লাইক নিতে চাইব।
কিন্তু অনেকেই আছে যারা শত চেস্টা করেও লাইক বাড়াতে পারছেন,
তাদের জন্য আজ এই টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।