কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো।
ফেসবুক তো সবাই ব্যবহার করেন। যদিও প্রশ্নটা নিতান্তই অযৌক্তিক। কারণ, এমনো পাবলিক আছেন যারা Activity’র Tag লাগিয়ে ফেসবুক ব্যবহার করেন যে দৈনিক এতো ঘন্টা Active. এ্যারিস্টটল বেঁচে থাকলে হয়তো মতবাদ টা এভাবে দিতেন, ‘‘যে ফেসবুক ব্যবহার করেনা, সে হয় পশু, না হয় দেবতা।’’

যাইহোক ফেসবুক ব্যবহারের পাশাপাশি এর কিছু বিষয় সম্পর্কে সতর্ক থাকাটাও জরুরী।
আপনারা জানেন যে ফেসবুকে Likes নামক একটা অপশন আছে যেখানে আপনার পছন্দের কিছু পেজ অন্তর্ভুক্ত থাকে। একবার লাইক দিয়ে সেই পেজটি সম্পর্কে আর জ্ঞান রাখিনা। কিন্তু আমাদের অন্তরালে সেই পেজগুলো রীতিমত তাদের পরিবর্তন ঘটাচ্ছে। বুঝিয়ে বলছি।
বছরখানেক আগে এক প্রিয় বন্ধুর এক পেজে লাইক দেখেছিলাম। পেজটির নামে 18+ শব্দটা থাকলেও দেখেছিলাম যে পেজটা খুব সুন্দর সুন্দর বিনোদনমূলক পোস্ট উপহার দিচ্ছে। গতকাল আবার সেই বন্ধুটির Likes-এ গেলাম। গিয়ে দেখি সেই পেজটা এখনো আছে। সেইসাথে দেখলাম আমার ৪ টা পুরাতন বন্ধুরও লাইক আছে। কিন্তু পোস্টগুলো দেখে আমি রীতিমতো অবাক! শুধু Adult আর Sexual Content. সঙ্গে সঙ্গে তাদের বিষয়টা জানালাম।