চলুন ফেসবুক আইডি কে Page বানাই।

আজকের টিউন টাইটেল দেখে বুঝতে পারছেন যে কি নিয়ে আলোচনা করব। যাই হোক এই সময়য়ে এসে কারো ফেসবুক আইডি নেই এই কথাটা একদম মানা যায় না। কিন্তু যেটা মানা যায় সেটা হল পেজ নেই? কি ভাবছেন সত্যি এটা মানা যায় কি। এই কথাটাও মানা যায় না। তাহলে কোন কথাটা মানা যায়? এই কথাটা মানা যায় যে আপনার পেইজ আছে কিন্তু লাইক কম। এখন আপনি চাইলে আপনার আইডি কে পেইজ বানিয়ে ফেলতে পারেন। কি অবাক হচ্ছেন? হ্যা আপনার যে আইডিতে বদ্ধুর সংখ্যা বেশি আপনি যদি সেই আইডি কে পেইজ বানান তাহলে আপনার আইডিতে যত গুলো বন্ধু ছিল ঠিক তত গুলো লাইক হয়ে যাবে।
কি বিশ্বাস হচ্ছে না?  তাহলে এই লিংক এ যানঃ এখান থেকে
এই লিংক  এ গেলে নিচের মত একটা পেইজ আসবে


fb

এখান থেকে আপনি যে কোন একটা অপশন বেছে নিবেন মানে যে গুলোতে ঠিক চিন্থ দেওয়া আছে। তার পর এরকম আসবে…।
fb2
উপরের লাল বৃত্তটিকে লক্ষ্য করুন। এখন সেই অনুযায়ি কাজ করবেন। তাহলেই কাজ শেষ।
[বি.দ্রঃ পেইজ থেকে আইডিতে ফিরতে পারবেন না। তাই আপনি আইডির সকল ইনফরমেশান ডাউনলোড করে নিবেন।]

আপনি যদি উপরের কাজ গুলো ঠিক ঠাক মত করে থাকেন তাহলে আপনি success……….আর আমিও ……………।
আসা করছি বুঝতে আরো কোন প্রববলেম হবে না……যদি হয় তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ।

SHARE THIS

Author:

Previous Post
Next Post