ক্যালেন্ডার তৈরি করার বেস্ট সফটওয়্যার

আজ শুধুমাত্র একটা সফটওয়্যার দেব আপনাদের।
এটা দিয়ে আপনারা যেকোনো বছরের, যেকোনো মাসের ক্যালেন্ডার তৈরি করতে পারবেন।
আর সবকিছুই করতে পারবেন একদম নিজের মত করে।
নিচে সফটওয়্যারটির কিছু স্ক্রিনশট দিলাম…
Calender Maker Software Bengali Tutorial


অন্য একটি স্টাইলে…
Calender Maker Software- Bengali Tutorial
আলাদা আলাদা বিভিন্ন ধরণের স্টাইল আছে।
যখন ওপেন হবে, তখন নিচের দেখানো যায়গা থেকে স্টাইল পরিবর্তন করতে পারবেন।
Calender Maker Bengali Tutorial
তারপর নিচের মত একটা ছোট উইন্ডো ওপেন হবে।
Calender Maker -Bengali Tutorial
কোন সালের ক্যালেন্ডার বানাতে চান সেটা সিলেক্ট করবেন।
যদি যেকোনো একটি মাসের ক্যালেন্ডার বানাতে চান, তাহলে সেই মাসটাও সিলেক্ট করতে হয়।
সপ্তাহের শুরু কোন বার দিয়ে হবে সেটাও সিলেক্ট কোরে দিতে পারবেন।
ছবি পরিবর্তন করতে হলে,
ছবির উপর ডাবল ক্লিক করুন।
তাহলে নিচের মত একটা উইন্ডো ওপেন হবে।
Calender Maker-Bengali Tutorial
রিপ্লেস ইমেজ ক্লিক করুন এবং নিজের পছন্দের ইমেজ অর্থাৎ ছবি সিলেক্ট করে দেন।
তারপর কোথা থেকে কতটুকু নিতে চান, সেটাও দেখিয়ে দিয়ে ওকে প্রেস করুন।
এইভাবে যেকোনো লেখা বা তারিখের উপর ক্লিক করে রঙ ও অন্যান্য সমস্ত কিছু নিজের ইচ্ছা মত পরিবর্তন করতে পারবেন।
আরও অনেক অপসান আছে, সেগুলো আপনারাই বুঝতে পারবেন।
আমি এখানেই শেষ করছি।
আর হ্যাঁ, এটাও কিন্তু অনেক দামি সফটওয়্যার।
আমি বিনামূল্যে দিচ্ছি বলে অবহেলা করার কোন মানে হয় না!
নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
ডাউনলোড করে এক্সট্রাক্ট করবেন,
তারপর এক্সট্রাক্ট করা ফোল্ডারের ভিতর সেটাপ ফাইলের মত যেটা থাকবে,
সেটা ডাবল ক্লিক করলেই সফটওয়্যার টি ওপেন হয়ে যাবে।
ইন্সটল করার কোন প্রয়োজন হবে না, কারন এটা পোর্টেবল সফটওয়্যার।
ভালো থাকবেন।
ভালো লাগলে মন্ত্যব্য করবেন, আমাদের সাইটে রেজিস্ট্রেসান করা খুব সহজ করে দেওয়া হয়েছে।

SHARE THIS

Author:

Previous Post
Next Post