মোবাইল অথবা কম্পিউটারে থ্রিডি লোগো বানান ইন্টারনেট থেকে

আজকের এই টিউটোরিয়ালটিতে আমি যে সাইটের কথা বলব সেখান থেকে আপনারা মোবাইল, কম্পিউটার ও অন্যান্য যেকোনো ডিভাইস থেকে সুন্দর লোগো বানাতে পারবেন।
উপরে আগুন ধরা ওই লোগোটাও এখান থেকে বানানো, এইরকম আরও অনেক লোগো বানাতে পারবেন এখান থেকে।


তাছাড়া এখান থেকে লোগো বানাতে আপনার সময়ও লাগবে একদম কম।
আমি শুধু সাইটির নাম দিয়েই বলতে পারতেম যে “আপনারা তৈরি করে নেন” কিন্তু আমি তা বলছি না।
কিভাবে লোগো তৈরি করতে হয় তা সম্পূর্ণ দেখাব আজ।
তাহলে চলুন শুরু করি…
প্রথমে এই লিংকে ক্লিক করুনঃ- এখানে
অন্য একটি ট্যাবে নিচের মত একটি পেজ ওপেন হবে।

নিজের পছন্দ মত যেকোনো একটি লোগো বেছে নিন এর মধ্যে থেকে।
যেটা পছন্দ হবে সেটার উপর ক্লিক করুন।
তাহলে নিচের মত একটা পেজ ওপেন হবে…
Online Logo Maker Bengali Tutorial
Online Logo Maker Bengali Tutorial
আমি আগুন জ্বলা টেক্সটি বেছে নিলাম।
এবার দেখুন এখানে কি কি করতে হবে…
গোল যায়গাতে Burning লেখা টেক্সটি মুছে ফেলুন এবং নিজের পছন্দ মত টেক্সট লিখুন।
নিচে লোগোর সাইজ নির্বাচন করুন অথবা যা আছে তাই রাখুন।
তারপর লোগোর রঙ সিলেক্ট করে দিন।
নিচে আরও অনেক অপসান আছে, ইচ্ছা হলে পরিবর্তন করুন নাহলে যেমন আছে তেমনই রাখুন।
শেষে Creat Logo তে ক্লিক করুন।
নিচের মত একটি পেজে আপনার দেওয়া টেক্সটের লোগো দেখতে পাবেন।

ডাউনলোড ইমেজ লেখা লিংক টি দেখতে পাবেন,
ওখানে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনার তৈরি লোগো আপনার কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।
যত খুশি তত লোগো বানান একদম ফ্রি।
ভাল লাগলে প্লিজ মন্ত্যব্য করবেন…


SHARE THIS

Author:

Previous Post
Next Post