প্রথমে আপনাকে মজিলা চালু করতে হবে। extantion এরপর tools মেনু থেকে add one-এ ক্লিক করতে হবে। তারপর hola নামে add one খুজে বের করতে হবে এবং ইনস্টল করে মজিলা রিস্টার করতে হবে।

এবার ফেসবুকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর মজিলার ডানপাশে উপরের কোণায় hola এর আইকন দেখতে পাবেন। ওখানে ক্লিক করতে হবে।
এবার ফেসবুকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর মজিলার ডানপাশে উপরের কোণায় hola এর আইকন দেখতে পাবেন। ওখানে ক্লিক করতে হবে।
এখান থেকে মোর এ ক্লিক করে ইন্ডোনেসিয়া সিলেক্ট করতে হবে। এবার ফেসবুকের Setting মেনুতে যেতে হবে। এখান থেকে ফেসবুকের নেমও ইন্ডোনেসিয়া করে নিতে হবে। (Bahasa Indonesia লিখা থাকবে। )
তারপর ok করে Name যেতে হবে। এবার আপনি আপনার ফাস্ট নেম যা লিখতে চান তা লিখুন। লাস্ট নেম আর মিঢল নেম না দিলেও কোন সমস্যা নেই, এবার ok সবাইকে দেখিয়ে দিন।
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন।