আজ আমি আপনাদেরকে যে সফটওয়্যার টা দেব, এটা খুব সাধারণ।
মাত্র ৭ এমবি এবং ভাল।
আমি লক্ষ করেছি,
বেশির ভাগ লোক কোন ভিডিও কাটতে বা জোড়া লাগাতে ভিডিও কনভার্টার সফটওয়্যার ব্যাবহার করে।
ফলে সময় লাগে প্রচুর।
তার কারনে অনেকেরই অস্বস্তি হয়।
এখন থেকে ভিডিও কাটতে
বা
জোড়া লাগাতে আর একটুও সময় নষ্ট হবেনা।
যারা ডাউনলোড করতে চান, নিচের লিংকে যান।
নিচের মত একটা পেজ ওপেন হবে।
Download Page Bengali Tutorial
তীর চিহ্ন দিয়ে দেখানো Direct Download Link লেখার উপর ক্লিক করুন।
ডাউনলড শুরু হয়ে যাবে। মাত্র ৭ এমবি, তাই ডাউনলড হতে দেরি লাগবে না।
ডাউনলড করার পর সাধারণ ভাবে ইন্সটল করুন।
এর কাজটা খুব সহজ।
তবুও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের।
সফটওয়্যারটি ওপেন করলে নিচের মত উইন্ডো ওপেন হবে।
Video Cutter Bengali Tutorial
উপরের Video Cutter আর Video Joiner বলে লেখা আছে দেখছেন।
যেটা করতে চান সেটা ক্লিক করুন, এমনিতে ভিডিও কাটার থাকবে।
নিচে যোগ চিহ্নতে ক্লিক করে যে ভিডিও টা কাটতে চান, সেটা অ্যাড করুন।
আমি একটা ভিডিও অ্যাড করেছি দেখতে পারছেন।
এবার যোগ চিহ্নের পাশে দেখুন দুটো ব্রাকেট আছে।
ভিডিওর যেখান থেকে কাঁটা শুরু করতে চান সেখানে এসে প্রথম ব্রাকেট [ ক্লিক করবেন।
তাহলে নিচে Start Point লেখার পাশের ঘরে সময় দেখতে পাবেন।
এবার
যে পর্যন্ত কাটতে চান সেখানে দ্বিতীয় ব্রাকেট ] ক্লিক করুন।
তবে,
শুধু Start Point ও End Point ঘরে সময় লিখে দিয়েও ভিডিও কাটতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন।
না বুঝলে মন্ত্যব্য করে জানাবেন।