এত শিতের ভিতর কম্পিউটারের কিবোর্ড আর মাউস টিপতেও আমাদের আসুবিধা হচ্ছে।
কিন্তু বসে থাকতেও তো আমাদের ভাল লাগেনা।
ফেসবুক না করতে পারলে তো আমাদের দিন কাটেনা!
আজ আমরা একটা মজার জিনিস শিখবো।
আমরা সাধারণত My Computer-এ রাইট ক্লিক করে Propertise-এ গিয়ে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে অর্থাৎ র্যাম, প্রসেসর, অপারেটিং সিস্টেম ইত্যাদি সম্পর্কে জানতে পারি।
তাই আপনার বন্ধুদের কাছে আপনি যদি মিথ্যে করে কিছু বলেন তাহলে ধরা পড়ে যাবেন।
কারন বেশিরভাগ লোক এভাবেই দ্যাখে।
আমরা সাধারণত My Computer-এ রাইট ক্লিক করে Propertise-এ গিয়ে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে অর্থাৎ র্যাম, প্রসেসর, অপারেটিং সিস্টেম ইত্যাদি সম্পর্কে জানতে পারি।
তাই আপনার বন্ধুদের কাছে আপনি যদি মিথ্যে করে কিছু বলেন তাহলে ধরা পড়ে যাবেন।
কারন বেশিরভাগ লোক এভাবেই দ্যাখে।
Windows Property – Bengali Tutorial
আজ আমাদের টিউটোরিয়াল এই Propertise সম্পর্কে।
আজ আমরা শিখবো কিভাবে এই Propertise মেনু মুছে ফেলা যায়।
আজ আমরা শিখবো কিভাবে এই Propertise মেনু মুছে ফেলা যায়।
এটা খুব একটা কঠিন কিছু নয়, খুবই সহজ।
যারা জানেন তাদের কিছুই বলছি না, যারা জানেন না তারা শিখে রাখুন মজার জিনিসটা।
প্রথমে, স্টার্ট – ক্লিক করে Run ক্লিক করুন।
নিচের মত উইন্ডো ওপেন হবে, আশা করি এটার কাজ সম্পর্কে সবাই জানেন।
যারা জানেন তাদের কিছুই বলছি না, যারা জানেন না তারা শিখে রাখুন মজার জিনিসটা।
প্রথমে, স্টার্ট – ক্লিক করে Run ক্লিক করুন।
নিচের মত উইন্ডো ওপেন হবে, আশা করি এটার কাজ সম্পর্কে সবাই জানেন।
Run – Bengali Tutorial
এখানে regedit লিখুন এবং এন্টার চাপুন।
এবার রেজিস্ট্রি এডিটর উইন্ডো ওপেন হবে, নিচের ছবিটা দেখুন।
এবার রেজিস্ট্রি এডিটর উইন্ডো ওপেন হবে, নিচের ছবিটা দেখুন।
Registry Editor – Bengali Tutorial
বাঁ পাশে প্লাস ক্লিক করে করে উপরের ছবির মত যায়গায় এসে Explorer ক্লিক করবেন।
প্রথমে, HKEY_CURRENT_USER – এর পাশের যোগ চিহ্ন ক্লিক করে এক্সপ্লোর করুন।
তারপর, Software > Microsoft > Windows > Current Version > Policies > Explorer – এ এসে Explorer ক্লিক করুন।
তাহলে ডান পাশে উপরের ছবির মত দেখতে পাবেন।
এবার ডান পাশে ফাকা যায়গায় রাইট ক্লিক করে New – এ গিয়ে DWORD এ ক্লিক করুন।
যে ফাইলটি তৈরি হবে তার নাম পরিবর্তন করে দেন No propertiesMycomputer নামে।
এবার ঐ ফাইলে ডাবল ক্লিক করুন।
নিচের মত দেখতে পাবেন…
Registry Editor Bengali Tutorial
Value Data 1 করে দিন এবং ওকে প্রেস করুন।
ব্যাস আপনার কাজ শেষ।
কি হল কাজ হয়নি ?
ঘবড়াবার কিছু নেই।
এখনও প্রপারটিজ অপসান দেখতে পাবেন, এবার ঠাণ্ডা মাথায় কম্পিউটারটা অফ করে অন করুন।
তারপর আশা করি আর দেখতে পাবেন না।