উইন্ডোজ ইউজারদের জন্য
আবার
একটি
মজার
জিনিস
নিয়ে
হাজির
হলাম।
ছোটবেলায় প্রায়
সবায়
কোন
না
কোনও
দিন
বাবল
অর্থাৎ
বুদবুদ
উড়িয়েছেন।
আমি
তো
এখনও
করি…
দেখে
নিন
আমার
কম্পিউটারের একটি
ছবি…
Windows Bubble Wallpaper- itostad.blogspot.com
এটা কিন্তু জাস্ট একটা
ছবি।আবার ভাববেন না যে এগুলো এইরকম দাঁড়িয়ে থাকবে।
আপনার কম্পিউটারে এটি ইনস্টল করে দেখুন কত সুন্দর লাগে এগুলো যখন উড়ে বেড়াবে।
লিংকে ক্লিক করলে যে পেজটি ওপেন হবে তার বা পাশে দেখুন ডাউনলোড লেখা আছে, ওখানে ক্লিক করুন।
এটি মাত্র ১.৮ এমবি।
এবার যে পেজটি ওপেন হয়েছে সেখানে Download Anyway লেখাতে ক্লিক করুন।
এবার এটি ডাউনলোড হতে শুরু করবে।
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিতে ডাবল ক্লিক করে সাধারণ ভাবে ইন্সটল করুন,
শেষে ফিনিস ক্লিক করবেন।
দেখুন আপনার কম্পিউটারের ডেস্কটপে সুন্দর সুন্দর বুদবুদ উড়ে বেড়াচ্ছে।