নিজেই সমাধান করুন মোবাইলের ছোটোখাটো ঝামেলা।

ধরুন আপনার মোবাইলে কথা বলা যায়
কিণ্তু কোনও কথা শোনা যায় না।
কি এখনই যাবেন ইস্টার্ণ প্লাজা?
দরকার নেই। আপনার মোবাইলের
speaker এ সমাস্যা।
ঘরে বসে মোবাইল ঠিকঠাক
করতে হলে আপনার কয়েকটা জিনিস
লাগবে।




1.Twijer
2.Screwdiver-t4,t5,t6,t8.

এগুলো হলেই চলবে।

এখন মোবাইলের casing ,screw খুলে ফেলুন।

পুরোনো speaker খুলে ফেলুন twijer
চিমটা দিয়ে।

নতুনটি ঠিক সেই জায়গায় বসিয়ে আবার ঠিকঠাক মতো লাগিয়ে নিন।ব্যাস ঠিক
হয়ে গেলো আপনার মোবাইল ।


ঢাকা শহরে অনেক জায়গায় মোবাইল
partsপাওয়া যায় যেমন গুলিস্তান
পাতাল মার্কেট।ওখানে একটু দামদর
করতে পারলে মোটামুটি সস্তা দামেই
twijer থেকে শুরু করে সবধরনের parts
পাওয়া যায়।
ফেইসবুকে আমি

SHARE THIS

Author:

Previous Post
Next Post