Facebook name change

নির্দিষ্ট সংখ্যাকবার নাম পরিবর্তনের পরে ফেসবুক নাম পাল্টাতে দিতে চায় না। কারণ তারা চায় জাতীয় পরিচয়পত্রের নাম সবাই ব্যবহার করুক। তাতে কার লাভ আর কার ক্ষতি তা অবশ্য মার্ক দোস্ত বলতে চায় না। আপনি কেন নাম পাল্টাতে পারবেন না তা ফেসবুক আপনাকে এই পাতায় বলে দিয়েছে
কষ্ট করে যাওয়ার দরকার নেই। আমি পাতাটিই কপি করে দিচ্ছি
Why can't I change my name?
Facebook is a community where people use their real identities. We require everyone to provide their real names, so you always know who you're connecting with. This helps keep our community safe.
You may not be able to change your name if:
  • You changed your name in the last 60 days
  • You were asked to verify your name on Facebook
  • You had a Facebook representative change your name
আমি জানি টেকটিউনসসসের পাঠকেরা শিক্ষিত। তাই এই ইংরেজীর অনুবাদ করার প্রয়োজন বোধ করলাম না। দেখা যায় আপনি অনেক নাম ব্যবহার করে লিমিট ক্রস করে ফেলেছেন। সাধারণ নিয়মে আর আসল নাম ব্যবহারের উপায় নেই।  এরপরে ফেসবুক আপনাকে হতাশ করতে রাজী নয়। আপনি ফার্স্ট নেম অথবা লাস্ট নেমে ভূল সংশোধন করতে পারবেন। আপনাকে এই লিংকে যেতে হবে
উক্ত লিংকে যাওয়ার পর আপনাকে একটি ফর্ম ধরিয়ে দেবে। প্রথম নাম দ্বিতীয় নাম মাঝখানের নাম সব লিখুন। কেন নাম পরিবর্তন করতে চান সেই কারণটি ড্রপ ডাউন মেন্যু থেকে নির্বাচন করুন

সেই সাথে আপনাকে সত্যিকারের আইডির একখানা ছবি সংযুক্ত করে প্রেরণ করতে হবে

SHARE THIS

Author:

Previous Post
Next Post