যে কোন অবজেক্টকে পানিতে নিমজ্জিত করুন

কার্য প্রক্রিয়া নিম্নরূপ  প্রথমে ফটোশপ চালু করে নিম্ন চিত্রটি ওপেন করুন আপনাদের কাজের সুবিদার জন্য 

ইমেজটি সবার শেষে দিয়ে দিলাম
টুলস বক্স হতে টেক্সট টূল টি ক্লিক করুন তার পর আপনার পছন্দের ফন্ট নিতে পারে এবং আপনার যা খুশি লিখুন যেমন আমি আমার ব্লগ সিইটের নামটা লিখেছি। ফন্ট মোটা বা বোল্ড হলে ভালো হয়
এবার আপনি আপনার লেখার  উপর মাউসের ডান বাটন ক্লিক করুন, তারপরযে অপশন পাবেন সেখান থেকে রেস্তারাইজি এ ক্লিক করুন। এটা করার কারন আপনি টেক্সটি কে ইমেজে রূপান্তর করেছেন, তা না হলে আপনি স্বাধীন ভাবে এই টেক্সট টি কে নিয়ে কাজ করতে পারবেন না। এটা করলে আপনি টেক্সটিকে বিভিন্ন এঙ্গেলে নিতে পারবেন

এবার ctrl+t চাপনুনতাহলে আপনার ছবিটি এমন আসবে:

এবার আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে Distor ক্লিক করুনএবার টেক্সটিকে আপনার পজিশন মত বসান

টুলস বক্স হতে ইলিপস টুলসটি সিলেক্ট করুন এন্টার চাপুন ফেদারের ঘরে 20 পিএক্স দিন
এবার নিচের চিত্রের মত সিলেকশন করুন কী বোর্ড হতে ডিলিট কী চাপুন দেখুন ঝাপসা হচ্ছে কি না আস্তে আস্তে করুন বেশি ঝাপসা করবেন না
এবার দেখুন কেমন হল। ভালো লাগলে Save রাখুন।
যেকোন প্রকার সহায়তার জন্যে এখানে ক্লিক করুন। ধন্যবাদ

SHARE THIS

Author:

Previous Post
Next Post