উইন্ডোজ XP ড্রাইভ আইকন করে নিন সেভেনের মত

আজ আমার মনে হচ্ছে…
যারা উইন্ডোজ এক্সপি ব্যাবহার করে তারা আজকের এই টিউটোরিয়াল টা দেখে সত্যিই খুশি হবে।
আর যাদের তেমন ভাল লাগছেনা, আমি তাদেরকেও আজকের এই ছোট্ট সফটওয়্যারটি নিতে বলব।
আর যারা এখনও পরিস্কার ভাবে বুঝতে পারেননি যে,
আজ কি নিয়ে কথা বলছি,


তাদের জন্য…
আজ আমি আপনাদেরকে একটি খুব ছোট্ট সফটওয়্যার দেব,
আর এটা দিয়ে আপনি আপনার উইন্ডোজ এক্সপির হার্ড ডিস্ক ড্রাইভের আইকন উইন্ডোজ ৭ এর মত করতে পারবেন।
নিচে একটা ছবি দেওয়া হল…
মাত্র ১০০ কেবির সফটওয়্যার এটি।
ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে আশা করি।
তাহলে চলুন ডাউনলোড করা যাক…
                                             ডাউনলোড লিংক
হয়েছে ডাউনলোড?
ওকে, তাহলে এবার সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করুন এবং নেক্সট করতে করতে ফিনিস করে ফেলুন।
ব্যাস,
এবার আপনি আপনার ডেস্কটপের মাই কম্পিউটার আইকন ক্লিক করুন আর দেখুন ড্রাইভের আইকন গুলো কত সুন্দর হয়ে গেছে।
এটি খুব ছোট তাই কম্পিউটারকে এক চুল স্লো করে না।
আশা করি এই ছোট কাজটি সবাই সফল ভাবে করতে পেরেছেন,
তবুও অসুবিধা হলে অবশ্যই জানাবেন।
আমি আছি এখানে

SHARE THIS

Author:

Previous Post
Next Post