নিজের ফটো দিয়ে বানিয়ে নিন ২০১৫ সালের ক্যালেন্ডার

আর বেশি দিন নেই ২০১৫ সাল আসতে।
এখন থেকেই নতুন একটা বছরের আগমনের গন্ধ পাওয়া যাচ্ছে।
আজকে কি সম্পর্কে টিউটোরিয়াল হচ্ছে সেটা হয়ত আর বলা লাগবে না আপনাদের।
চলুন সরাসরি কাজ শুরু করি…
টিউটোরিয়ালের টাইটেলে লেখা আছে,

২০১৫ সালের ক্যালেন্ডার বানানোর কথা।
কিন্তু আপনি চাইলে যেকোনো বছরের, যেকোনো মাসের ক্যালেন্ডার বানাতে পারেন,
এমনকি এই নভেম্বর মাসের ক্যালেন্ডারও বানাতে পারেন।

আজ আমরা দুই ধরণের ক্যালেন্ডার বানানো শিখবো,

তাও আবার নিজের ফটো দিয়ে।
 
নিচে প্রথম যে ক্যালেন্ডারটি তৈরি করব তার একটা ডেমো দেখুন…
এটা আমি আমার নিজের ছবি দিয়ে বানিয়েছি…

2015 Calender Maker
ছবিটা ইচ্ছা করে ছোট করে দিলাম, হয়ত তারিখ দেখতে পারছেন না।
কোন সমস্যা নেই, আপনারা বড় করেই বানাতে পারবেন, সাইজ নিজেই ঠিক করতে পারবেন।
এমনকি আপনি মোবাইলের জন্যও বানাতে পারবেন।
তাহলে এবার শুরু করুন…
প্রথমে এই লিংকে যান – ক্লিক হেয়ার
2015 Calender Maker Online
উপরের ছবির মত একটা ওয়েবসাইট ওপেন হবে।
এবার কি করতে হবে সংক্ষেপে বলছি।
প্রথমে ক্যালেন্ডারে যে ছবিটা দিতে চান সেটা সিলেক্ট করুন।
তার নিচে মাস ও সাল সিলেক্ট করে দেন।
এবার সপ্তাহ যদি সোমবারে শুরু করতে চান তাহলে টিক দিন নাহলে টিক দিতে হবেনা।
তারপর India সিলেক্ট করে দেন।
এবার ওয়ালপেপারের অর্থাৎ ছবির সাইজ ঠিক করে দেন।
এবার আপনি More Option-এ চাইলে পরিবর্তন করতে পারেন,
নাহলে যেরকম আছে সেভাবেই রেখে Create Wallpaper ক্লিক করুন।
কিছুক্ষনের মধ্যে আপনার ছবি আপলোড হয়ে যাবে,
এবং একটি নতুন পেজ ওপেন হবে।
সেখানে একটি Save বাটান দেখতে পাবেন,
সেটি ক্লিক করে দেন, আপনার ক্যালেন্ডার ডাউনলোড হয়ে যাবে।
আর একটা শেখানোর কথা ছিল,
সেটি আপনারা নিজেরাই শিখে নেন, আই সাইটেই আছে।
আমাকে পেতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ

SHARE THIS

Author:

Previous Post
Next Post