পৃথিবীর সবথেকে ভাল কনভার্টার প্লাস থ্রিডি সাপোর্ট

আজ যে একটা কনভার্টার সম্পর্কে টিউটোরিয়াল হবে সেটা সবায় বুঝে গিয়েছ
কিন্তু এটা কত সুন্দর হবে সেটা কেউ বুঝতে পারছোনা হয়ত
আমি আজ পর্যন্ত যত কনভার্টার দেখেছি তার মধ্যে এটিই সব থেকে ভাল লেগেছে আমার কাছে
আজ আমি এটা সম্পর্কে সম্পূর্ণ টিউটোরিয়াল করবো
আশা করি সবায় এটা নিতে চাইবেন
এটার নামঃ- Xilisoft Video Converter Ultimate


এটার দামঃ- ৩৭২২ টাকা (২০ নভেম্বর, ২০১৪)
সম্পর্কে অল্প কিছু কথাঃ- এইচডি, থ্রিডি, ভিডিও, অডিও মিলে ১৬০ এর বেশি ফরম্যাটের কারনে আপনি এটি যেকোনো ডিভাইসের জন্য ব্যাবহার করতে পারবেন
এটি উইন্ডোজ এবং ম্যাক এর জন্য পাওয়া যায়
আমি শুধু উইন্ডোজের টা ফ্রিতে দেব
আর,
আপনার যদি কেনার ইচ্ছা হয় তো কিনতে পারেন, আমার কোন সমস্যা নেই
যারা কিনতে পারবেন না তারা শুরু করুন
এই লিংক থেকে ডাউনলোড করুঃ Click Hare
ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করুন ফাইলটাতে
ওকে করে সাধারণ সফটওয়্যারের মত ইন্সটল করুন
Video Converter- itostad.blogspot.com
শেষে এই মার্কটা উঠিয়ে দিয়ে ফিনিস ক্লিক করুন
ইন্টারনেট কানেকশান একদম অফ করুন
ডেস্কটপে দেখুন এটির একটি আইকন চলে এসেছে
আইকনটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন
নিচের মত একটি উইন্ডো ওপেন হবে

Video Converter itostad.blogspot.com
দেখুন আমি একটি ইউজার নেম আর লাইসেন্স কোড টাইপ করেছি
আপনারাও টাইপ করুন এবং রেজিস্টার ক্লিক করুন
উপরের লিংক থেকে দেখে নিয়ে সঠিক ভাবে টাইপ করুন এবং রেজিস্টার ক্লিক করুন
একটি সাকসেসফুল ম্যাসেজ দেখতে পারবেন, ওকে করুন
এবার এইরকম দেখতে পারবেন
Xilisoft HD Video Converter itostad.blogspot.com
একটি ভিডিও এর উপর এনে ছেড়ে দিন, দেখুন আমি একটি ভিডিও এনেছি
আপনি দুটো তিনটেও আনতে পারেন, একবারে সবগুলো কনভার্ট করতে বা পাশে মার্ক করে দেবেন সবগুলো
মাঝখানে গোল করা যায়গাতে ক্লিক করে নিজের ইচ্ছামত ফরম্যাট পরিবর্তন করতে পারবেন, সিলেক্ট করলেই তার পাশে দেখা যাবে কনভার্ট করার পর কত এমবি হবে
ডান পাশে চারকোনা করে যেখানে দেখানো হয়েছে,
ওখানে আপনি আপনার ভিডিওর জন্য সাইজ, ভিডিওর কুয়ালিটি, অডিওর কুয়ালিটি নির্বাচন করে দিতে পারবেন
এছাড়া এটি দিয়ে অডিও, ভিডিও কাটতে জোড়া লাগাতে পারবেন
বিভিন্ন ধরেন এফেক্ট দিতে পারবেন
ব্রাইটনেস কমানো বাড়ানো ইত্যাদি করতে পারবেন
থ্রিডি ভিডিওতেকনভার্ট করতে পারবেন
ভিডিওর উপর নিজের ইচ্ছামত নাম লিখতে পারবেন
ভিডিও ক্রপ অন্যান্য কাজ করতে পারবেন
এটি এমনিতেই অনেক বড় হয়ে গেল তাই আর বিস্তারিত লিখলাম না
যদি কারর আরও বিস্তারিত টিউটোরিয়ালের প্রয়োজন হয় তাহলে নিচে মন্ত্যব্য করে বলবেন
কনভার্ট করা ভিডিও যদি খুজে না পান, তাহলে উপরের Tools মেনুতে যান তারপর Open Output Folder ক্লিক করুন
এখানে আপনার কনভার্ট করা ভিডিও পেয়ে যাবেন

SHARE THIS

Author:

Previous Post
Next Post