বিরক্তিকর নটিফিকেসান বন্ধ করুন অ্যান্ড্রয়েড মোবাইলের

অ্যান্ড্রয়েড মোবাইলের এক্সপার্টদের জন্য টিউটোরিয়ালটি নয়।
যারা নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনেছে, তাদের মধ্যে অনেকেই এটা জানেন না, তাই আজকের টিউটোরিয়াল করা।
নতুন মোবাইল কিনলে
সবায় নানারকম অ্যাপ ডাউনলোড করে
কিন্তু
অনেকেই এই অ্যাপগুলোর নটিফিকেসান দেওয়া পছন্দ করেন না।


আবার আপনি এটা বন্ধ ও করতে পারেন না।
এখন এটা জেনে রাখুন, আর সমস্যা হবেনা।
প্রথমে…
আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিং ওপেন করুন এবং অ্যাপস এর ভিতর যান।
Settings>Apps
এবার যে অ্যাপটির নটিফিকেসান বন্ধ করতে চান, সেটি সিলেক্ট করুন।
এবার নিচের মত দেখতে পাবেন…
Disable Apps Notifications – Bengali Tutorial
Show Notification লেখার পাশে যে টিক চিহ্ন দেওয়া আছে, ওটা উঠিয়ে দিন।
যদি ওকে প্রেস করতে বলে তাহলে করে দিন।।
ব্যাস, আপনাকে আর ওই অ্যাপটি জালাতে পারবেনা।


SHARE THIS

Author:

Previous Post
Next Post