ফেসবুকে যে কাজগুলো করলে আপনি নিচ্চিত ব্লক হবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুকআধুনিক এই  যুগে ফেসবুকের বিকল্প নেই



 তবে আমরা যারা নতুন ফেসবুক ব্যবহার করিসামান্য কিছু ভুলের কারনে ফেসবুক আমাদেরকে ব্লক করে দেই
 এজন্য আমাদের ফেবু বাবহারের সময় একটু সচেতন হতে হবে
যাহাতে ফেসবুক ব্লক হওয়া থেকে আমরা রক্ষা পায়
এই নিয়ম গুলো মেনে চলুন-
  • ভুল তথ্য-
আপনার আকাউন্টে ভুল তথ্য দিলে আপনার আকাউন্ট টি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে
তাই নিজের নাম থেকে শুরু করে সকল তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করুন
  • অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো-
নতুন আকাউন্ট খুলে অনেকে অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। এটা আপনার ফেসবুক ব্লক হওয়ার মূল কারণ
যারা আপনার পরিচিত  তাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর চেষ্টা করুন। না হলে ৫০ টির বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে ভেরিফিকেশন করতে বলবে;
না পারলে ব্লক খাবেন

  • অবৈধ ছবি আপলোড করলে-
যে ছবি দৃষ্টি কটু, এরকম ছবি আপনি আপলোড করলে ব্লক খাবেন নিচ্চিত
  • ফটো ট্যাগ-
অপিরিচিত কোন বন্ধু আপনার অয়ালে ফটো ট্যাগ করতে চাইলে, আপনি করতে দিবেন না
শুধুমাত্র পরিচিতদের ফটো ট্যাগ পারমিশন দিবেন
না হলে ব্লক থেকে বাঁচতেও পারবেন না
  • তাছাড়া খারাপ ভাষা ব্যবহার করলে, কেউ সেটা রিপোর্ট করলেও আপনি ব্লক হবেন

  • তাছাড়া স্প্যামিং করলে, বন্ধুদের অতিরিক্ত ম্যাসেজ করলে, বাজে কথা বললে
  • কাউকে হুমকি দিলে আপনার আকাউন্ট ব্লক হতে পারে


যেকোন প্রকার সহায়তার জন্যে এখানে ক্লিক করুন। ধন্যবাদ

SHARE THIS

Author:

Previous Post
Next Post