একটি ভিপিএন নিয়ে নিন আর নিজেকে লুকিয়ে রাখুন

আসুন ভিপিএন দিয়ে কি কাজ হয় সে সম্পর্কে একটু জানি…
VPN মানে হল Virtual Private Network.
বুঝলেন না, তাইতো ?
কঠিন করে বলা আমার স্বভাব না , সোজা কথায় আজ আমি আপনাদেরকে একটি সফটওয়্যার দেব
যেটা দিয়ে আপনারা আপনাদের কম্পিউটারের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখতে পারবেন।
এখন,
আইপি অ্যাড্রেস কি জিনিস যারা জানেন না,
তাদের জন্য আজ আমি ডিটেইলসে কিছু বলবনা।
আপনার কম্পিউটারকে নির্দিষ্ট করে চেনার জন্য কিছু সংখ্যা দিয়ে এই আইপি অ্যাড্রেস তৈরি হয়।


আর,
কম্পিউটারের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখা মানে কেউ আপনাকে ধরতে পারবে না বা চিনতে পারবে না,
যেমন কোন সাইট খুললে তারা জানতে পারবে না যে আপনি কোথা থেকে সাইটটি খুলছেন।
আপনার কম্পিউটারে যদি কোন সাইট ব্লক থাকার কারনে ওপেন না হয়,
তাহলেও আপনি এটি দিয়ে সেই সাইট ব্রাউজ করতে পারবেন।
যারা নেবেন তারা এই লিংক থেকে ডাউনলোড করে নেন…
এটি জিপ ফাইলে আছে,
এক্সট্রাক্ট করুন।
কোন ফাইল ডিলেট করবেন না।
exe ফাইলটাতে ডাবল ক্লিক করুন, সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে।
ইন্সটল করার কোন প্রয়োজন নেই, কারন এটি পোর্টাবল।
এইরকম একটা উইন্ডো ওপেন হবে…
Free VPN-Bengali Tutorial
Free VPN-Bengali Tutorial
দেখুন তিনটে মার্ক করার যায়গা রয়েছে, যেকোনো একটা সিলেক্ট করতে পারেন।
এবার যা ইচ্ছা করুন, আপনাকে কেউ দেখতে পারবে না।
তবে এটির একটাই সমস্যা, এটাতে সাইটের উপরে আর নিচে অ্যাড থাকে।
এটি বন্ধ করতে হলে Exit ক্লিক করুন।

পোস্টটি ভাল লাগেলে Share করুন আর অন্যকে ও জানান

SHARE THIS

Author:

Previous Post
Next Post