অচেনা নম্বর থেকে বিরক্ত করছে? দেখে নিন ৩টা পদ্ধতিতে নম্বরের ইনফরমেশন বের করার ট্রিক ।

অচেনা নম্বর থেকে বিরক্ত করছে? দেখে নিন ৩টা পদ্ধতিতে নম্বরের ইনফরমেশন বের করার ট্রিক ।

 আজকাল দেখা যায় বেশির ভাগ মেয়ে দের ফোন অচেনা নম্বর দেকে ফোন কল করে বিরক্ত করে ।
আসলে যারা এসব কাজ করে তারা এক কথায় অমানুষ । আরে ভাই এভাবে প্রেম হয় না রে মদন । ১টা ফুল নিয়ে গিয়ে একটা মেয়েকে প্রোপজ করো । যাক বাদ দেন ওসব কথা । যেটা শেয়ার করতে এসেছি সেটা শেয়ার করি ।
এখন আমারা কিভাবে খুজবো উক্ত নম্বরের বিস্তারিত ।
কম্পিউটারে নিজের তৈরী Calculator ব্যবহার করুন খুব সহজে

কম্পিউটারে নিজের তৈরী Calculator ব্যবহার করুন খুব সহজে

আজ আপনাদের একটা সিম্পল Batch প্রোগ্রাম দেখাবো যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে Calculator  তৈরী করতে পারবেন নিজে নিজে।
কিভাবে করবেন তা নিম্নে দেয়া হল১ম এ নোটপ্যাড ওপেন করুন।এবার নিচের দেয়া কোড গুলো কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন ।
  • ১ম এ নোটপ্যাড ওপেন করুন।
  • এবার নিচের দেয়া কোড গুলো কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন ।
নিয়েনিন কিছু শর্টকার্ট

নিয়েনিন কিছু শর্টকার্ট

হাই !!! সবাই কেমন আছেন? আসাকরি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, শিখতে থাকেন এই কামনা নিয়ে শুরু করছি । মানুষ মাত্রই ভুল, তাই আমারও ছোট-খাটো ও বড় ধরনের ভুল হতে পারে। ভুল গুলো ধরিয়ে দিয়ে সাহায্য করবেন।
আজ আমি আপনাদের কম্পিউটার এর "command Prompt" এই কিছু দরকারি কমান্ড দিব। আপনারা অনেকই হয়তো যানেন, আবার অনেক এ হয়েত যানেন না। যারা যানেন না এই পোস্ট তাদের জন্য।
কম্পিউটার এর দ্রুত চালনা করার জন্য আপনি এই অপশন টি ব্যাবহার করতে পারেন।
শিক্ষার্থীদের জন্য টেলিটক নিয়ে এলো মাত্র ৫০ টাকায় বিশেষ সুবিধা সম্বলিত ‘বর্ণমালা’ সিম

শিক্ষার্থীদের জন্য টেলিটক নিয়ে এলো মাত্র ৫০ টাকায় বিশেষ সুবিধা সম্বলিত ‘বর্ণমালা’ সিম

অমর একুশে বই মেলা উপলক্ষ্যে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মাত্র ৫০ টাকায় ‘বর্ণমালা’ নামে বিশেষ সুবিধা সম্বলিত এক নতুন সিম বিক্রির ঘোষণা দিয়েছে টেলিটক। আগামী সিম এর মত এই সিমেও থাকছে বিশেষ কিছু সুবিধা। চলুন দেখে আশা যাক কি কি সুবিধা থকাছে ‘বর্ণমালা’ সিমেঃ Bornomala SIM
যেভাবে রাউটার দিয়ে ব্যান্ডউইথ/স্পিড লিমিট করবেন

যেভাবে রাউটার দিয়ে ব্যান্ডউইথ/স্পিড লিমিট করবেন

 আজকে আমি আমার লেখায় বর্ননা করবো কিভাবে রাউটারে স্পিড লিমিট করা যায়। যতই দিন যাচ্ছে ওয়ারলেস ডিভাইস বেড়েই চলেছে। তাই নানা কারনে ডিভাইসে স্পিড লিমিট দেয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেকেই জানেন না কিভাবে এটি করতে হয়। আজকে আমি এটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার লেখাটি পড়ার পর আপনি নিজে অনেক সহজেই স্পিড লিমিট/ ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন।
আসুন দেখি কিভাবে এটি করা যায়।
ধাপ ১- প্রথমে রাউটারের এডমিন পেজ এ যাবেন। ১৯২.১৬৮.০.১ সাধারনত রাউটারের আইপি এমন হয়। আপনারটা অন্যরকমও হতে পারে। আমি টিপি লিংক রাউটার ব্যবহার করেছি।
জিপি মামার নতুন অফার (যারা জানেন না তাদের জন্য)

জিপি মামার নতুন অফার (যারা জানেন না তাদের জন্য)

প্রথম পোস্ট করছি কোথাও ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । যারা নতুন নতুন বিভিন্ন ইন্টারনেট অফার পাওয়ার জন্য জিপি সিম কিনে ফেলে রেখেছেন তাদের জন্য সুখবর। এখন সময় এসেছে এই সিম গুলো ব্যবহার করার।
কারন জিপি দিচ্ছে টার্গেট পূরণ করলেই দিচ্ছে ১০০% বোনাছ সাথে সাপ্তাহিক ইন্টারনেট ও sms বোনাছ । কিন্তু আমাদের তো বেশী বড় বড় টার্গেট পূরণ করে জিপিকে বড়লোক বানানোর কোন ইচ্ছা নেই। অনেকেই হয়ত জিপি অফার থেকে আসা sms  থেকে আগেই জেনেছেন । কিন্তু যারা জানেন না শুধু তাদের জন্যই আমার এই পোস্ট ।
ব্যবহারকারীদের জন্য দারুন সুখবর ! বিনা মূল্যে পাওয়া যাবে উইন্ডোজ ১০!

ব্যবহারকারীদের জন্য দারুন সুখবর ! বিনা মূল্যে পাওয়া যাবে উইন্ডোজ ১০!

উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের বিনা মূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপগ্রেড করার সুবিধা দেওয়া হবে জানিয়েছে মাইক্রোসফট।
Microsoft_10
যে কোন হিডেন পার্সওয়ার্ড বের করুন খুব সহজে ।

যে কোন হিডেন পার্সওয়ার্ড বের করুন খুব সহজে ।

আমরা অনেক সময় ব্রাউজারে সেভ করা পাসওয়ার্ড দেখার প্রয়োজন অনুভব করি। কিন্তু পাসওয়ার্ড সরাসরি দেখা যায় না। *** চিহ্ন দিয়ে হিডেন করা থাকে। যা দেখতে নিছের ছবির মত হয়ঃ
goo1
নিয়ে নিন Grammenphone এর ধামাকা ২ টা অফার।

নিয়ে নিন Grammenphone এর ধামাকা ২ টা অফার।

Offer 1: dial করুন *77# এতে আপনি একবারে যেকোনো নাম্বার এ ৭ টাকার বেশি কথা বল্লেই পাবেন 7mb internet ।মনে রাখবেন এক নাম্বারেই 7 টাকার বেশি কথা বলতে হবে।
Offer 2: dial *999*2# এটা dial করার সাথে সাথেই পাবেন 5mb,5sms,5mms এবং এখন থেকে আপনি Recharge target পূরণ করলেই পাবেন ১০০% বোনাস। enjoy this 2 offer!!!
দেয়ালের আড়ালের ছবি উঠবে মোবাইলে!

দেয়ালের আড়ালের ছবি উঠবে মোবাইলে!

positivenews24.com_.a.tec_-300x168নিরেট দেয়ালের ওপাশে কী হচ্ছে, তা-ও জানা যাবে সহজেই। ওয়াই-ফাই সংকেতযুক্ত নতুন একটি প্রযুক্তির সাহায্যে আড়ালের তথ্য সংগ্রহ করা যাবে। মার্কিন গবেষকেরা ওয়াই-ফাই সংকেত ব্যবহার করে রোবটের সাহায্যে নিরেট দেয়ালের অন্য পাশের দৃশ্য দেখার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। পিটিআইয়ের এক খবরে এ তথ্য জানানো হয়।
positivenews24.com.a.tec
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, শান্তা বারবারার গবেষকেরা রোবটে এক্সরে ভিশন যুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। এতে রেডিও ফ্রিকোয়েন্সি সংকেত ব্যবহার করে পুরু দেওয়ারের পাশে থাকা বস্তু বা মানুষের কার্যকলাপ দেখা সম্ভব হবে তাঁরা দাবি করেছেন।
Viber সরকার বন্ধ করে দিলেও আপনি নিশ্চিন্তে Viber/Tango ব্যবহার করুন!!!!! (অ্যান্ড্রয়েড)

Viber সরকার বন্ধ করে দিলেও আপনি নিশ্চিন্তে Viber/Tango ব্যবহার করুন!!!!! (অ্যান্ড্রয়েড)

অনলাইনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো, জনপ্রিয় যোগাযোগ মাধ্যম Viber/Tango.....
উল্লেখ্য যে, সরকার নিরাপত্তা জনিত কারনে বাংলাদেশে ভাইবার এবং ট্যাংগো বন্ধ করে দিয়েছে।
আবার অনেকেই বলছেন, এটা আসলে অনির্দৃষ্টকালের জন্যেই বন্ধ করা হয়েছে।
কথা যাই হোক.......যদি বন্ধই করে তবে কোন চিন্তার কারণ নেই!
আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ব্লক করা সাইট গুলো চালাবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে :evil:
প্রথমে ডাউনলোড করে নিন SuperVPN নামের Apps
বন্ধ বাংলালিংক এ ১৯ টাকা রিচার্জ এ ২ জিবি ইন্টারনেট 3G ডাটা ও ২২০০ SMS একদম ফ্রী।

বন্ধ বাংলালিংক এ ১৯ টাকা রিচার্জ এ ২ জিবি ইন্টারনেট 3G ডাটা ও ২২০০ SMS একদম ফ্রী।

সকল বাংলালিংক গ্রাহকদের জন্য একটি অত্যন্তআনন্দের খবর। বাংলালিংক বন্ধ সংযোগ চালু করলেই আপনি পাচ্ছেন ২জিবি 3G ইন্টারনেট ও ২২০০ এস,এম,এস সহ আকর্ষনীয় কলরেট । সকল বাংলালিংক নাম্বারে ৫ পয়সা ১০ সেকেন্ড।
কিভাবে জানবেন আপনি এই অফার পাবেন কিনাঃযে কোন একটি বাংলালিংক সিম থেকে ফ্রিতে sms করুন
আপনার বন্ধ সংযোগ নাম্বার and send to 4343
ex:0193702XXXX send 4343
যদি অফার এর আওতায় থাকেন।পরে একই সাথে ১৯টাকা রিচার্জ করবেন।
MB চেক করার জন্য dial=*124*55#
SMS চেক করার জন্য dial=*124*31#
২ সেকেন্ডে দেখে নিন ফ্রেন্ডের এন্ড্রয়েড ফোনের সকল একাউন্টের পাসওয়ার্ড

২ সেকেন্ডে দেখে নিন ফ্রেন্ডের এন্ড্রয়েড ফোনের সকল একাউন্টের পাসওয়ার্ড

রেডি হয়ে যান আজকের এক্সট্রিম শর্টকাট ট্রিক্সের জন্য,কারন গোপনে কারো পাসওয়ার্ড জেনে ফেলার থেকে মজার কিছু হয় না
মানুষ যতদিন ধরে একাউন্ট রেজিস্ট্রেশন করা শিখছে,ততদিন ধরেই একাউন্ট হ্যাক করার ইচ্ছা পোষন করছে।
আর সেই হ্যাকিং যদি হয় পানির মত সোজা, তাহলে তো কোন কথাই নাই।
চলতে ফিরতে আড্ডা দিতে অনেক সময়ই বন্ধু / পাড়া প্রতিবেশির এন্ড্রয়েড ফোন হাতে চলে আসে,তো আসেন- ফুট করে দেখে নেই সেইসব ফোনের লগইন করা সকল একাউন্টের পাসওয়ার্ড।
এই কাজের জন্য আগে থেকে ফোনে অবশ্যই রিদ্মিক কী-বোর্ড ইন্সটল করা থাকতে হবে ।
প্রথমেই ALL APPS থেকে রিদমিক কী-বোর্ড ওপেন করুন।
windows 7 এ নিজের বয়স বের করুন (softwer ছারা )

windows 7 এ নিজের বয়স বের করুন (softwer ছারা )

 হতে পারে সেই ভুল টি কে ছোট ভাই হিসাবে ক্ষমার চখে দেখবেন ও উপদেশ দেবেন । :lol:
মার মতো কাজ করুন
আইপি অ্যাড্রেস পরিবর্তন করার সবথেকে সহজ নিয়ম

আইপি অ্যাড্রেস পরিবর্তন করার সবথেকে সহজ নিয়ম

আজ আমি যে জিনিস সম্পর্কে আপনাদের বলতে জাচ্ছি,
এটি শুধুমাত্র তাদের কাজেই লাগবে, যারা ইন্টারনেটে অনেক সময় ধরে ভ্রমন করে বেড়ায়।
তবে আপনি শুধু ফেসবুক করলে আইপি সম্পর্কে আপনার কোন ধারনা নাও থাকতে পারে।
যাদের এটা সমপরকে তেমন কিছু জানা নেই, তাদের এটা দরকারও নেই।
যাদের প্রয়োজন তারা দেখুন…
এখান থেকে এই সফট টা ডাউনলোড করুনঃ- এখানে
ডাউনলোড করার প সাধারণ ভাবে ইন্সটল করুন এবং ওপেন করুন।
এটির নামঃ Free Ip Switcher
জেনে নিন কি ভাবে আপনার পিসির ওয়েলকাম স্ক্রীন পরিবর্তন করবেন…….

জেনে নিন কি ভাবে আপনার পিসির ওয়েলকাম স্ক্রীন পরিবর্তন করবেন…….

সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট সুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে কি নিয়ে আলোচনা করবো তা হয়তো নাম দেখেই বুঝে গেছেন। আমরা যারা পিসি চালাই তাদের বেশির ভাগ মানুষেই উইন্ডোজ চালাই।
তাই সবাই এই উইন্ডোজ এর সাথে ভালো ভাবে পরিচিত। আমাদের পিসি যখন ওপেন করি তখন উইন্ডোজ এর ডিফল্ট টেক্সট দেখতে পাই ওয়েলকাম। আপনি চাইলে এটি পরিবর্তন করে আপনার নাম বা যেকোনো কিছু দিতে পারেন। কি করে পরিবর্তন করবেন আজকে সেটাই নিয়ে আলোচনা করবো।
প্রথমে স্টার্ট মেনু থেকে রান এ জান। এরপর Regedit টাইপ করে এন্টার প্রেস করুন।
এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন। এবার ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন।
ফ্রেন্ডদের করুন সর্বকালের সেরা বার্থডে উইশ একেবারে মাগনা,জটিল সব ছবির উপর লিখুন আপনার নাম

ফ্রেন্ডদের করুন সর্বকালের সেরা বার্থডে উইশ একেবারে মাগনা,জটিল সব ছবির উপর লিখুন আপনার নাম

বর্তমান সময়ে টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষজনকে কাছে টেনে আনার অন্যতম বড় মাধ্যম ফেসবুক,টেকনাফ তেতুলিয়া বললে বরং কমই বলা হয়।
এই ভার্চুয়াল ফ্রেন্ডরা বিশেষ বিশেষ দিনে ,যেমন জন্মদিনে একে অন্যের কাছ থেকে একটু ইউনিক শুভেচ্ছা আশা করতেই পারেন ।
অনেকে আছে Happy Birthday To …….. পুরোটুক লেখার ধৈর্য রাখেন না, HBD লিখেই ক্ষান্ত হয়ে যান।
আমরা চাইলেই কিন্তু খুব অল্প পরিশ্রমেই খুবই সুন্দরভাবে শুভেচ্ছা জানাতে পারি ফ্রেন্ডদের।
কি করবেন বলছি,
প্রথমে ইন্টারনেটে সার্চ দিয়ে একটা কেকের ছবি ডাউনলোড করেন,
এবার কেকের উপর ওই বন্ধুর নাম লিখে তাকে পাঠিয়ে দেন, দেখেন কত খুশি হয়।
[যারা মনে মনে আমাকে গালি দেওয়া শুরু করছেন তাদের জন্যও আছে আরো সহজ পদ্ধতি]
চলে যান www.mynamepix.com 
জিপিতে ৫০ টাকায় ১ জিবি আর এয়ারটেলে ১০০ টাকায়, জলদি করুন

জিপিতে ৫০ টাকায় ১ জিবি আর এয়ারটেলে ১০০ টাকায়, জলদি করুন

স্মার্টফোন বাড়ার পাশাপাশি বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। আগে যখন জাভা ফোন দিয়ে ইন্টারনেট ইউজ হতো, তখন ১৫ মেগাবাইট দিয়ে অনেকদিন পার করে দিতেন অনেকেই! মনে আছে সবার? জিপি ১৫ মেগাবাইট ইন্টারনেটের দাম নিতো ৩৫ টাকা......১৫ দিন মেয়াদ দিতো!
ঐ দিন শেষ, এখন জিপিতে মাত্র ৫০ টাকায়  নিন ১০২৪ মেগাবাইট , মানে ১ জিবি!!!  (ভ্যাটসহ ৫৭ টাকা ৫০ পয়সা)
আর এয়ারটেলে ১০০ টাকা যা ভ্যাটসহ ১১৫ টাকায় নিন ১ জিবি!!!
মেয়াদ= ৩০দিন
ব্রাউজিং টাইম= দিন রাত ২৪ ঘন্টা!!!
আপনার নাম ব্যবহার করে কেউ ক্রাইম করলে আপনি কি করবেন? এবং আইপি অ্যাড্রেস এর ম্যাধ্যমে জেনে নিন হ্যাকারের অবস্থান!

আপনার নাম ব্যবহার করে কেউ ক্রাইম করলে আপনি কি করবেন? এবং আইপি অ্যাড্রেস এর ম্যাধ্যমে জেনে নিন হ্যাকারের অবস্থান!

আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি যে বিষয়ে টিউন করতে যাচ্ছি সে বিষয়ে হয়তো আগে টিউন করা হয়নি।
আজকের বিষয় হল আইপি অ্যাড্রেস।
আমরা সবাই আইপি অ্যাড্রেস এর বেপারে কম বেশি যানি।
ধরুন কেউ একজন ইন্টারনেট ব্যবহার করে ভার্চুয়াল জগৎ এ ক্রাইম করছে।
এখন তাকে কিভাবে খুজে বের করা যাবে?
আইপি অ্যাড্রেস এর মাধ্যমেই তাকে খুজে বের করা সম্ভব।
কিভাবে চলুন দেখা জাক।
ধরুন আপনার নাম ব্যবহার করে কেউ ক্রাইম করছে অথবা ধরুন একজন হ্যাকার আপনার আইডি হ্যাক করেছে।
এখন আপনার ইমেইল এ একটা মেইল আসবে জেটি তে ঐ হ্যাকার এর অবস্থান এর একটি আইপি অ্যাড্রেস থাকবে।
আইপি অ্যাড্রেস টি থাকবে এইরকম '177.66.53.5' জা কয়েকটি সংখামাত্র!
জা থেকে আপনি কখনোই বুঝতে পারবেন না এটি কোন জায়গা।
তাই আমাদের একটি ওয়েবসাইট এর সাহায্য নিতে হবে আইপি অ্যাড্রেস থেকে ঠিকানা জানতে।
তারপর নিচে দেখুন একটি বক্স আছে।
সেখানে ওই আইপি অ্যাড্রেস টিই বসিয়ে Trace IP With IP Track এ ক্লিক করুণ।
তারপর দেখুন ঐ আইপি অ্যাড্রেস এর সব ডিটেইলস চলে আসছে।
ক্যালেন্ডার তৈরি করার বেস্ট সফটওয়্যার

ক্যালেন্ডার তৈরি করার বেস্ট সফটওয়্যার

আজ শুধুমাত্র একটা সফটওয়্যার দেব আপনাদের।
এটা দিয়ে আপনারা যেকোনো বছরের, যেকোনো মাসের ক্যালেন্ডার তৈরি করতে পারবেন।
আর সবকিছুই করতে পারবেন একদম নিজের মত করে।
নিচে সফটওয়্যারটির কিছু স্ক্রিনশট দিলাম…
Calender Maker Software Bengali Tutorial
মানব বর্জ্য থেকে প্রক্রিয়াজাত পানি পান করলেন বিল গেটস

মানব বর্জ্য থেকে প্রক্রিয়াজাত পানি পান করলেন বিল গেটস


bill-gatesবিজ্ঞান ও প্রযুক্তি: মানব বর্জ্য থেকে প্রক্রিয়াজাত পানি পান করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বের অন্যতম এই ধনী ব্যক্তি মানুষের বর্জ্য থেকে বিশুদ্ধ পানি প্রক্রিয়াজাত প্রযুক্তিকে অনুপ্রাণিত করতেই এ পানি পান করেন।
আপনার ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করুন

আপনার ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করুন

আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি । ফেসবুক বর্তমান যুগের অন্যতম একটি পপুলার সোশ্যাল সাইট । নেট এ প্রতিনিয়ত কাজ করেন কিন্তু ফেসবুক চালান না এমন লোক আসলে খুজে পাওয়া কঠিন । অনেকে আবার একটির বেশি ফেসবুক প্রোফাইল ও চালিয়ে থাকেন । যাই হোক ধরুন আপনার দুই টা ফেসবুক প্রোফাইল আছে । একটি তে আপনি আপনার পরিচিত দের সাথে কানেক্ট এবং অপরটিতে আপনি বিভিন্ন রকম মানুষের সাথে এড আছেন । আপনি যে দুটো প্রোফাইল চালান তার মধ্যে ধরা যাক একটি তে ৩০০-৬০০ ফ্রেন্ড এবং পরের টি তে ৩০০০-৪০০০ মত ফ্রেন্ আছে ।  এখন আপনি চিন্তা করলেন যে আপনি আপনার নিজের নামে একটি পেজ খুলবেন ফেসবুকে  কিন্তু সমস্যা হল শুধু পেজ ওপেন করলেই তো হবে না !!! পেজ টিকে সবার সাথে শেয়ার করা , ফ্রেন্ড দের ইনভাইট করা , পেজ এর লিঙ্ক ঠিক করা আরও অনেক ঝামেলা ।
এই ঝামেলার কথা মাথায় রেখেই ফেসবুক তাদের ইউজার দের জন্য একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে আর তা হল আপনার যে কোন একটিভ প্রোফাইল কে আপনি সরাসরি পেজ এ কনভার্ট করতে পারবেন !!! হম কথা সত্যি । এতে লাভ হল আপনার কোন প্রোফাইল এ যত জন ফ্রেন্ড থাকবে তারা সবাই পেজ এর লাইক এ কনভার্ট হয়ে যাবে । বিষয় তা আসলেই দারুন ।
ফেসবুক প্রোফাইল কে পার্সোনাল পেজ এ কনভার্ট করার নিয়ম
প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল থেকে লগিন করে নীচের লিঙ্ক এ যান  https://www.facebook.com/pages/create.php?migrate
এর পরে নীচের মত একটি ছবি আসবে
যার কাছে মেসেজ, ছবি বা ভিডিও পাঠিয়েছেন, তার মোবাইল থেকে সে সবই ডিলিট করে দিন

যার কাছে মেসেজ, ছবি বা ভিডিও পাঠিয়েছেন, তার মোবাইল থেকে সে সবই ডিলিট করে দিন

কাউকে ভুল করে মেসেজ, ছবি বা ভিডিও পাঠালে সেজন্য আর বিব্রত হতে হবে না। ভুল শোধরানোর সুযোগ দেবে নতুন একটি অ্যাপ। 
এই অ্যাপ মোবাইল ইনস্টল করা থাকলে অন্যের মোবাইলেও নিয়ন্ত্রণ রাখা যাবে। নিজের পাঠানো মেসেজ, ছবি বা ভিডিও ইচ্ছামতো ডিলিট করতে পারবেন আপনি। অ্যাপটির নাম ‘স্ট্রিংকস’।
ফোন থেকে ডিলিট করুন অন্যের ফোনের মেসেজ-ছবি
জীবন পাল্টানোর জন্য কিছু মজার উক্তি ।

জীবন পাল্টানোর জন্য কিছু মজার উক্তি ।

অনুপ্রেরণামূলক এবং উৎসাহদায়ক উক্তির একটি বিশেষ ক্ষমতা রয়েছে আপনি হয়তো খুব খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছেনকি করবেন বুঝতে পারেছেন না অথবা আপনি আপনার লক্ষ হারিয়ে হতাশ হয়ে গেছেন এরকম অবস্থায় হয়তো একটি শক্তিশালী প্রেরণাদায়ক উক্তিই পারে আপনাকে আবার নতুন উৎসাহ জোগাতে আজকে আপনাদের সাথে এরকমই বেশ কিছু বিখ্যাত প্রেরণামূলক উক্তি শেয়ার করছি আশা করি আপনাদের সবারই উক্তিগুলো উৎসাহ জোগাতে সাহায্য করবে
#জীবনটা আসলে কোনো কিছু পাওয়ার এবং থাকার জন্যে নয় বরং এটা হল বিলিয়ে দেয়ার জন্যে। কেভিন ক্রুস
# একটি মানুষ যেটা কল্পনা এবং বিশ্বাস করতে পারে সেতা অর্জনও করতে পারে। নেপোলিয়ন হিল
# সাফল্যের জন্যে নয় বরং সমান্যের জন্যে চেষ্টা কর। আলবার্ট আইনেস্টাইন
# একটি রাস্তা বনের মধ্যে দুই ভাগ হয়ে গেছে এবং আমি জেটিতে কম যাওয়া হয়েছে সেটিই বেছে নিলাম এবং এটিই আসলে সব কিছু পরিবর্তন করে দিলো। রবার্ট ফোর্স্ট
# আমার সফলতার ক্ষেত্রে ধর্ম হচ্ছে আমি কখনই কোনো অজুহাত দেই না এবং নেই না। ফ্লরেন্স নাইটেঙ্গেল
# আপনি যেই সুযোগটি গ্রহন করেননি তার শতভাগ আপনি হারালেন। ওয়েন গ্রেটজকি
# প্রত্যেকটি শট আমাকে পরের হোম রানের কাছে নিয়ে যায়। বেব রুথ
দেখে নিন জিপি সিমের মজার কিছু জরুরী টিপস ।

দেখে নিন জিপি সিমের মজার কিছু জরুরী টিপস ।

প্রিয় বন্ধুরা  আজ আমি জিপি সিমের মজার কিছু টিপস দিলাম হয়ত আপনাদের কাজে আসতে পারে………..

 আপনার ফোন থেকে জিপি কার্ড রিচার্জ করে দিন বন্ধুর মোবাইলে :

অনেক সময় প্রিয়জনের মোবাইলে টাকা দেয়ার প্রয়োজন হয়। কিন্তু তখন যদি দেখেন ফ্লেক্সিলোড দেওয়া যাচ্ছে না –তাহলে তো সমস্যা।

এখন আপনি আপনার স্ক্র্যাচকার্ড  দিয়েই বন্ধুর মোবাইলে রিচার্জকরে  দিতে পারবেন।  আপনাকে যা করতে হবে:
জিপি গ্রাহকদের জন্য: ডায়াল *৫৫৫*কার্ডের গোপন নাম্বার* বন্ধুর নাম্বার#
রবি গ্রাহকদের জন্যঃ ডায়াল *১১১*কার্ডের গোপন নাম্বার*বন্ধুরন াম্বার#
এয়ার্টেল গ্রাহকদের ডায়াল *৮০১*কার্ডেরগোপন নাম্বার *বন্ধুর নাম্বার#
পাথরবৃষ্টির ফলেই বিলুপ্তি হবে মানুষের

পাথরবৃষ্টির ফলেই বিলুপ্তি হবে মানুষের

জানা-অজানাঃ কী ভাবে অন্ত ঘটবে মানুষের? কী ঘটতে পারে শেষের সেই ভয়ানক দিনে? এতদিন বিজ্ঞানীরা অনুমান করেছেন দু’ধরনের সম্ভাবনার কথা৷ বলেছেন, হয় বড় মাপের কোনও গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে মানুষের অস্তিত্ব বিলুপ্ত হবে৷ এই ভাবেই বিলুপ্ত হয়েছিল ডাইনোসররা৷ অন্য ধারণা, একদিন সব জ্বালানি শেষ হয়ে গিয়ে নিভে যাবে সূর্য৷ তাতেই বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব৷

এ বার বিজ্ঞানীদের একাংশ তৃতীয় আরও একটি সম্ভাবনার কথা জানিয়েছেন৷ এই ধারণায় বিশ্বাসী বিজ্ঞানীরা বলছেন, অসংখ্য ধূমকেতুর আঘাতে প্রাণ বিলুপ্ত হবে পৃথিবী থেকে৷ আগামী কয়েক লক্ষ বছরের মধ্যে সৌরজগতের খুব কাছে আসবে বেশ কয়েকটি নক্ষত্র৷ এর মধ্যে দু’টি বামন নক্ষত্রও থাকবে৷
হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলা যাবে স্কাইপে

হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলা যাবে স্কাইপে

ইন্টারনেটঃ জনপ্রিয়তা ধরে রাখতে ‘কল ভায়া স্কাইপ’ নামে নতুন ফিচার যোগ করতে যাচ্ছে ইন্টারনেট ভিত্তিক মেসেঞ্জার অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। ফিচারটি যোগ হলে হোয়াটসঅ্যাপের সাহায্যে স্কাইপে কল করা যাবে। সম্প্রতি ম্যাকটেকব্লগ নামের একটি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, শিগগিরই হোয়াটসঅ্যাপে ভয়েস কলিং ফিচারও যোগ করা হবে। এছাড়া কল হোল্ড, কল মিউট, কল ব্যাক, কল ব্যাক ম্যাসেজ ফিচারও যোগ করা হবে।skype-whatsapp-wp7
এবার আপনি নিজেই আপনার কম্পিউটার এর প্রোপারটিজ হাওয়া করে ফেলুন খুব সহজে ।

এবার আপনি নিজেই আপনার কম্পিউটার এর প্রোপারটিজ হাওয়া করে ফেলুন খুব সহজে ।

আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে My computer এর Propertiesঅপশন Remove করে দেওয়া যায়। যদি এ বিষয়ে জেনে থাকেন তবে দুঃখিত । যারা জানেন না তাদের জন্য এ পোস্ট ।
চলুন এবার শুরু করা যাক।
০১. প্রথমে Run এ যান
০২. regedit লিখে Enter বাটন চাপুন ।
০৩. এবার রেজিস্ট্রি এডিটর উইন্ডো খুলবে
০৪. এবার বাম পাশ থেকে current user=>Software=>Microsoft=>Windows=>Current Version=>policies=>explorer এ যান
০৫. এবার ডান পাশে Right button ক্লিক করে new=>DWORD এ ক্লিক করুন০৬. এবার ফাইল টির নাম পরিবরতন করুন No propertiesMycomputer নামে।
অ্যান্ড্রয়েড মোবাইলে উইন্ডোজ ৮ এর মজা

অ্যান্ড্রয়েড মোবাইলে উইন্ডোজ ৮ এর মজা

অ্যান্ড্রয়েড মোবাইল কে বানিয়ে নিন

উইন্ডোজ এইট এর মত।

আজকের টিউটোরিয়াল টা খুব সাদামাটা কিন্তু কাজের।
কিভাবে কাজের?
যারা অনেক দিন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাবহার করছেন তারা হয়ত না না রকম লাঞ্ছার ব্যাবহার করেছেন।
অনেকের মোবাইল খুব স্লো হয়ে যায় এর কারনে।
কিন্তু আমি আজ যে লাঞ্ছার টি আপনাদের দেব এটা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলকে স্লো করবে না।
নিচে একটা ডেমো দিয়ে দিলাম…
Home 8 Launcher Bengali Tutorial
টেলিটক ও জিপির নতুন কিছু নেট প্যাকেজ

টেলিটক ও জিপির নতুন কিছু নেট প্যাকেজ

আজ আমি আবার ফিরে এলাম আমার নতুন পোস্ট নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি সম্প্রতি টেলিটক এবং জিপির ঘোষণাকৃত কিছু নতুন প্যাকেজ সম্পর্কে সবাইকে জানাবো। প্রথমেই টেলিটকের প্যাকেজগুলি জেনে নিইঃ
১) ৩০০ টাকায় ৫ জিবি। নিঃসন্দেহে অসাধারণ একটি প্যাকেজ! আমি নিজেই ব্যাবহার করছি। ব্যাবহার করতে পারবেন দিনে ১৮ ঘণ্টা, মানে রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্যাকেজটি কিনতে D63 লিখে 111 এ সেন্ড করুন। প্যাকেজের মেয়ার ১ মাস। 
২) আগেরটার মতই এটাও টেলিটকের অসাধারণ একটি প্যাকেজ বলা যায়। মাত্র ৫০০ টাকায় ১০জিবি! হ্যা, ঠিকই দেখেছেন আপনি। কিনতে চাইলে ডায়াল করুন D61 লিখে 111 এ। ব্যাবহার করতে পারবেন ১৮ ঘন্টা। প্যাকেজের মেয়ার ১ মাস। 
৩) ২৫ জিবি ৩জি ডেটা মাত্র ১১০০ টাকা। (১ এমবিপিস/৩০ দিন) – কোড D65 লিখে 111 এ সেন্ড করুন। প্যাকেজের মেয়ার ১ মাস বা ৩০ দিন। 
Android এর জন্য কিছু Important Apps ডাউনলোড করে নিন।

Android এর জন্য কিছু Important Apps ডাউনলোড করে নিন।

আপনারা সবাই কেমন আছেন অামি ভাল আছি  আসা করি আপনারাও ভাল আছেন।
আজকে আমি আপনাদের  Android এর জন্য কিছু Important Apps নিয়ে এসেছি।
তাহলে এখনই ডাউনলোড করে নিন।

WiFi Manager Premium v3.2.0 

Download From Here


ফ্রী ফেসবুক ব্যবহার করুন ছবি সহ সকল অপারেটরে

ফ্রী ফেসবুক ব্যবহার করুন ছবি সহ সকল অপারেটরে

ফ্রী ইন্টারনেট এর অভাবে অনেকেই হয়তো ফ্রী ফেসবুক বা 0.faecebook.com চালান... তবুও সমস্যা ছবি দেখতে পারেন না
আজ নিয়ে এলাম সমাধান যার মাধ্যমে আপনি ফ্রী ফেসবুকেও যেকোন ছবি দেখতে পারবেন
তাহলে কাজ শুরু করি...
প্রথমেই নিচের লিংক থেকে এন্ড্রয়েড এর জন্য ওপেরা মিনি নামান
Opera mini.apk
জাবা বা অন্যন্য ব্যবহার কারীরা Opera handler.jar ফাইল টা নামান
তারপর এন্ড্রয়েড ব্যবহারকারীরা নিচের মতো সেটিংস তৈরী করুন
Name: ahsancy.com
proxy:141.0.11.241
port:80
apn:internet
[সেটিংস না তৈরী করলেও ফ্রী চলবে কিন্তু ফোনে টাকা থাকলে টাকা কাটতে পারে তাই আমরা সেটিংস তৈরী করে নিচ্ছি ]
Java ব্যবহারকারীরা হ্যন্ডেলার টা নিচের মতো সেটিংস করুন
Front query: 141.0.11.241/
তারপর যদি আপনি রবি ব্যবহার কারী হোন *8444*0# ডায়াল করে ফ্রী ফেসবুক প্যক টা এক্টিভ করে নিন
জিপি,বাংলালিংক ব্যবহারকারীদের P1 active করলেই হবে ...
তারপর ওপেরা টা ইনষ্টল করে নিন উপরের সেটিংস দিয়ে...
ফ্রি মোবাইল ব্যালেন্স রিচার্জ একাউন্টিং সফটওয়্যার

ফ্রি মোবাইল ব্যালেন্স রিচার্জ একাউন্টিং সফটওয়্যার

1066252
মোবাইলে ব্যালন্স রিচার্জ এর হিসাব-নিকাশ রাখার জন্য এটি খুব ভাল কাজ করবে। গ্রামীণ, রবি, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল, সিটিসেল সকল অপারেটরের জন্য প্রযোজ্য, এটি ব্যবহারের কোন রকম ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন নেই। এই সফটওয়্যার ব্যবহারে কোন প্রকার বাড়তি হিসাব রাখার প্রয়োজন পড়বে না। ব্যালন্স গ্রহণ, রিচার্জ, নিয়মিত কাস্টমারদের নম্বর সংরক্ষণ, ইনস্ট্যান্ট ব্যালন্সে , ভুল নম্বর ক্ষেত্রে নির্দেশনা সহ আরো বেশ কিছূ ফিচার নিয়ে সফটওয়্যারটি সাজানো হয়েছে। আশা করি মোবাইল ব্যালেন্স রিচার্জ ব্যবসাহীদের কাজে আসবে।
KM Player এর বিরক্তিকর অ্যাড থেকে চিরমুক্তি।

KM Player এর বিরক্তিকর অ্যাড থেকে চিরমুক্তি।

বন্ধুগণ, আপনারা যারা কম্পিউটার ব্যাবহার করেন তারা অনেকেই KM Player ব্যাবহার করেন। কম্পিউটার ব্যাবহার করেন অথচ KM Player ব্যাবহার করেন না, এরকম লোক খুব কম এ আছে। যাইহোক, যারা ব্যাবহার করেন তারা নিশ্চয় KM Player এর বিরক্তিকর অ্যাড এর যন্ত্রণায় ভুগতেছেন।




আজকে আমি দেখাবো কিভাবে এই বিরক্তিকর অ্যাড বন্ধ করতে হয়।
প্রথমে আপনার কম্পিউটারের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এ যাবেন। জানি অনেকেই এই ব্রাউজার টি ব্যাবহার করেন না। তবে এটা আপনার কম্পিউটার এ ইন্সটল করা আছে। খুঁজে না পেলে স্টার্ট মেন্যু তে গিয়ে সার্চ দিবেন। ব্রাউজার এর ডান দিকে টুলস এ ক্লিক করেন। একদম নিচে ইন্টারনেট অপশন এ ক্লিক করবেন।
টেলিটকের গরম গরম 3G ডাটা মাসিক ১০জিবি মাত্র ৫০০টাকায়! কি অবাক হচ্ছেন?

টেলিটকের গরম গরম 3G ডাটা মাসিক ১০জিবি মাত্র ৫০০টাকায়! কি অবাক হচ্ছেন?

এই শীতের সকালে কে কে খেজুর রস দিয়ে শীত পিঠা খেয়েছেন? এই শীতে যাদের ১/২জিবিতে কিছুই হয়না তাদের জন্য টেলিটকের গরম গরম 3G ডাটা মাসিক ১০জিবি মাত্র ৫০০টাকায়! কি অবাক হচ্ছেন?
হা! প্রিয় ইন্টারনেট গ্রাহক, সাশ্রয়ী রেটে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে প্রি-পেইড গ্রাহকদের জন্য TELETALK নিয়ে এলো নতুন অফ-পিক 3G ডাটা প্ল্যান মাসিক ১০জিবি ৩জি ডাটা মাত্র ৫০০টাকায়। ভ্যাটসহ প্যাকটির দাম ৫৭৫টাকা। প্যাকটি ক্রয় করতে প্রি-পেইড গ্রাহকগণ D64 লিখে 111–এ SMS করুন। SMS চার্জ ফ্রি। আরও গরম গরম লোভনীয় ডাটা প্ল্যান পেতে ভিজিট করুন www.teletalk.com.bd ।
Facebook-এ অনাকাঙ্ক্ষিত বিব্রতকর পরিস্থিতি এড়াতে Likes লুকিয়ে রাখুন।

Facebook-এ অনাকাঙ্ক্ষিত বিব্রতকর পরিস্থিতি এড়াতে Likes লুকিয়ে রাখুন।

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো।
ফেসবুক তো সবাই ব্যবহার করেন। যদিও প্রশ্নটা নিতান্তই অযৌক্তিক। কারণ, এমনো পাবলিক আছেন যারা Activity’র Tag লাগিয়ে ফেসবুক ব্যবহার করেন যে দৈনিক এতো ঘন্টা Active. এ্যারিস্টটল বেঁচে থাকলে হয়তো মতবাদ টা এভাবে দিতেন, ‘‘যে ফেসবুক ব্যবহার করেনা, সে হয় পশু, না হয় দেবতা।’’ :P
যাইহোক ফেসবুক ব্যবহারের পাশাপাশি এর কিছু বিষয় সম্পর্কে সতর্ক থাকাটাও জরুরী।
আপনারা জানেন যে ফেসবুকে Likes নামক একটা অপশন আছে যেখানে আপনার পছন্দের কিছু পেজ অন্তর্ভুক্ত থাকে। একবার লাইক দিয়ে সেই পেজটি সম্পর্কে আর জ্ঞান রাখিনা। কিন্তু আমাদের অন্তরালে সেই পেজগুলো রীতিমত তাদের পরিবর্তন ঘটাচ্ছে। বুঝিয়ে বলছি।
বছরখানেক আগে এক প্রিয় বন্ধুর এক পেজে লাইক দেখেছিলাম। পেজটির নামে 18+ শব্দটা থাকলেও দেখেছিলাম যে পেজটা খুব সুন্দর সুন্দর বিনোদনমূলক পোস্ট উপহার দিচ্ছে। গতকাল আবার সেই বন্ধুটির Likes-এ গেলাম। গিয়ে দেখি সেই পেজটা এখনো আছে। সেইসাথে দেখলাম আমার ৪ টা পুরাতন বন্ধুরও লাইক আছে। কিন্তু পোস্টগুলো দেখে আমি রীতিমতো অবাক! শুধু Adult আর Sexual Content. সঙ্গে সঙ্গে তাদের বিষয়টা জানালাম।
Free কথা বলুন সারা দেশে Android দিয়ে ।

Free কথা বলুন সারা দেশে Android দিয়ে ।

তো আসুন একটা জিনিস শেয়ার করছি মানে একটা এপস।
এই অ্যাপস দিয়ে আপনি ফ্রিতে বিদেশে কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।
প্রতি মাসে ব্যবহার করতে পারবেন এটি আপনি তাও ফ্রিতে।
কীভাবে-
অ্যাপসটির নাম হলো DINGALING. প্লে ষ্টোরেই ফ্রী’তে পাবেন এপসটি।
অথবা নিচের থেকে ডাউনলোড করুন ।
ওয়ার্ডপ্রেস এন্ড ব্লগস্পট সাইটে বাংলায় “বাংলা” দিন তারিখ দেখান।

ওয়ার্ডপ্রেস এন্ড ব্লগস্পট সাইটে বাংলায় “বাংলা” দিন তারিখ দেখান।

বাংলা আমার প্রাণের ভাষা। বর্তমানে বাংলাদেশে বাংলা ভাষায় অনেক ব্লগ খুলা হয়েছে এমন কি খুলা হচ্ছে। আর এসব বাংলা ব্লগে বাংলায় তারিখ এবং সময় দেখানোর প্রয়োজন হয়। তাই আজকে আমি দেখাবো কিভাবে একটি বাংলা ওয়েবসাইটে বাংলায় তারিখ এবং সময় দেখাবেন। বাংলাদেশের অনেক বড় বড় ওয়েব সাইট গুলোতে ঢুকলে দেখবেন বাংলায় তারিখ এবং সময় দেখনো হচ্ছে।
তা দেখে অনেকে হয়ত মনে করেন যে যদি আমার সাইটে ও দেখাতে পারতাম তাহলে ভালো হত। কিন্তু সম্ভব হয় না। আর যাদের সম্ভব হয় বা হয়েছে তাদের অভিনন্দন। যারা এখনো পর্যন্ত বাংলায় তারিখ এবং সময় দেখাতে পারেন নাই তারা ঝটপট বাংলায় তারিখ এবং সময় দেখিয়ে দিন।
আপনি একটি জাভা স্কিপ্ট কোড বসিয়ে বাংলা তারিখ এবং সময় দেখাতে পারবেন। তবে আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট চালান তাহলে আপনাকে কোড বসাতে হবে না। আপনি একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যবহার করে বাংলা সময় তারিখ দেখাতে পারবেন। নিচে সেই প্লাগইনটিও শেয়ার করবো। প্রথমে ব্লগার/ব্লগস্পট সাইট এর জন্য শেয়ার করছি।
আসুন এবার আপনার কম্পিউটারে 3D ছবি আঁকি

আসুন এবার আপনার কম্পিউটারে 3D ছবি আঁকি

SketchUP 3D Bengali Tutorial


হাই…
কেমন আছো সবাই?
ভাল থাকলেই ভাল, তালে চলো আজকের বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক।
আজ কি বিষয় নিয়ে আলোচনা করব তা হয়ত তোমরা সবাই আগেই বুঝে গিয়েছ।
আজ আমি আপনাদেরকে যে সফটওয়্যার টা দেব, এটা দিয়ে আপনি থ্রিডি ছবি আঁকতে পারবেন।
আমি ভাল ছবি আঁকতে পারিনা, তবুও মোটামুটি হয়।
যারা ভাল ছবি আঁকতে পারেন তাদের হাতের ছোয়াই অনেক সুন্দর ছবি হবে আশাকরি।
এখন যার মনে হবে, আমার দরকার।
যদি দরকার হয় নিচের স্টেপ গুলো ফলো করুন…
প্রথমে এই লিংকে ক্লিক করুনঃ- ক্লিক হেয়ার
আসুন শক্তিশালী একটি বোম Virus তৈরী করে উরিয়ে দেই যে কারো কম্পিউটার

আসুন শক্তিশালী একটি বোম Virus তৈরী করে উরিয়ে দেই যে কারো কম্পিউটার

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের Fork Boam Virus তৈরীর পদ্ধতি শেখাব ।
অনেকে হয়ত জানেন । কিন্তু সকলে সবকিছু জানেন না তাই এই টিউনটা করলাম । এইটা খুব-খুব সহজ । বলতে পারেন পানির মতো সহজ । অতিরিক্ত কথা না বলে চলুন সরাসরি টিউনে যাওয়া যায় ।
শুধুমাত্র নিচের পদ্ধতি অনুসরন করুনঃ
.
»» »» কার্যপদ্ধতি «« ««
১। প্রথমে আপনার আপনার কম্পিউটারের নোটপ্যাড ওপেন করুন এবং এই কোডগুলো লিখুন (%0|%0)
টেলিটকে ৫ গিগাবাইট ৫১২ কেবিপিএস থ্রিজি ডাটা কিনুন মাত্র ৩০০ টাকায়

টেলিটকে ৫ গিগাবাইট ৫১২ কেবিপিএস থ্রিজি ডাটা কিনুন মাত্র ৩০০ টাকায়

টেলিটক তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য নিয়ে এলো ৫ গিগাবাইট ৫১২ কেবিপিএস থ্রিজি মাত্র ৩০০ টাকায়।
প্যাকেজের বিস্তারিতঃ
Data: 5GB (3G 512kbps)
Price: Tk. 300 (+vat)
Validity: 30 Days
Usable Time: প্রতিদিন রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত (১৮ ঘণ্টা)
How To Activate: Type D63 and send sms to 111
Data Balance Check: Type U and send sms to 111
আইকন পরিবর্তন করুন আপনার এন্ড্রোয়েড এ আপনার পছন্দের ইমেজ বা ছবিকে আইকন হিসেবে সেট করুন।

আইকন পরিবর্তন করুন আপনার এন্ড্রোয়েড এ আপনার পছন্দের ইমেজ বা ছবিকে আইকন হিসেবে সেট করুন।

***সবার ইচ্ছা থাকে আমার নিজের
পিসি বা হ্যান্ডসেট টি যেন হয়
অন্যের থেকে একটু
আলাদা ভাবভঙ্গি দিয়ে সাঝানোর
আর এতেই ফুটে উঠে আসল সৌন্দয্য।
তাই আপনি চাইলে খুব সহজেই বদল
করে নিতে পারেন আপনার
এন্ড্রোয়েড এর আইকন
গুলি এবং বর্তমান আইকন গুলিকে রিমুভ
বা পরিবর্তন করে সেখানে সেট
করে দিন নিজের ছবিকে বা অন্য
কোন পছন্দের ইমেজকে।
আপনার এন্ড্রয়েডে ব্যাবহার করুন Windows XP এর theme

আপনার এন্ড্রয়েডে ব্যাবহার করুন Windows XP এর theme

আজ আপনাদের জন্য নিয়ে এলাম জটিল একটি Launcher

একেবারে পিসির মত ইউস করতে পারবেন আপনার এন্ড্রয়েড ফোনটি..

সত্যিই জটিল একটি Launcher যা আপনাদের মন কেড়ে নিবে..

কিছু স্কিনসর্ট দেখেনিন..
XP-Mod-Launcher-Explorer
আপনাকে কী কেও অপরিচিত নাম্বার থেকে কল করে বিরক্ত করে ?? তাহলে তার তথ্য জেনে নিন একটি অ্যাপ এর মাধ্যমে

আপনাকে কী কেও অপরিচিত নাম্বার থেকে কল করে বিরক্ত করে ?? তাহলে তার তথ্য জেনে নিন একটি অ্যাপ এর মাধ্যমে

মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন কল আসে।
কারও কারও মোবাইলে কেবল হয়রানি মূলক কলও আসে। আগে এই অপরিচিত নম্বরটি সম্পর্কে জানতে হয়রানির শেষ ছিলো না। কিন্তু এখন চাইলেই জানা যাবে ছোট একটি অ্যাপের মাধ্যমে, খুব সহজে। অ্যান্ড্রয়েড উপযোগী অ্যাপটির নাম “হু কলস – ফোন ডিরেক্টরি”।
এক নজরে অ্যাপটির ফিচার সমূহ:
১.অ্যাপটি ফোন নম্বর ও ইমেইল আইডি দ্বারা অনুসন্ধান করে সঠিক তথ্য জানায়।

২.এতে রয়েছে আনলিমিটেড সার্চ কোয়েরি অপশন

৩. সর্বশেস সার্চ করা তথ্য কিংবা ফোন নম্বরগুলো সিনক্রোনাইজ করা যাবে।
উইন্ডোজ ৮.১ এর জন্য দ্য বেস্ট স্টার্টমেনু ।

উইন্ডোজ ৮.১ এর জন্য দ্য বেস্ট স্টার্টমেনু ।

উইন্ডোজ ৮.১ ইউজারদের স্টার্টমেনু থেকে বঞ্চিত করেছে আর অনেকেই উইন্ডোজের নতুন ফিচার স্টার্টস্ক্রীন পছন্দ করে না! এর অন্যতম কারণ স্টার্টস্ক্রীন দ্রুত কাজ করায় বাধা সৃষ্টি করে। এই সমস্যা সমাধানের জন্য বাজারে অনেক সফটওয়ার আছে যেগুলো এই সমস্যা সমাধান করে একটি কাস্টম স্টার্টমেনু দিয়ে। কিন্তু বেশিরভাগ সফটওয়ারগুলোই বিভিন্ন ধরনের বাগে আক্রান্ত, যেমন সফটওয়ারটি কোন কাস্টম থিম এর সাথে খাপ খাওয়াতে পারেনা অথবা বেশি রিসোর্‌স্ ব্যবহার করে যা উইন্ডোজ পার্ফরমেন্সের উপর প্রভাব ফেলে। অনেকেই এই সকল অসুবিধার সম্মুখীন হয় তবে, এসব সমস্যার সমাধান করার জন্য একটি ভাল সফটওয়ার আছে ‘StartISBack’ এটি কোন ফ্রিওয়ার নয়! আপনাকে $2.99 খরচ করতে হবে এটির জন্য। কিন্তু আমি এখানে ফুল ভার্সন শেয়ার করব।
windows8-start-menu-techsroot
আপনি ও পারবেন গান রিমিক্স করে ডিজে হয়ে যেতে

আপনি ও পারবেন গান রিমিক্স করে ডিজে হয়ে যেতে

চরম একটি মজার অ্যাপ আপনাদের
মাঝে সেয়ার করলাম ।
এটা অনেকেই
ইউজ করে আপনার জদি দরকার হয়
ডাউনলোড করে নিন । ভাল লাগবে ।
অ্যাপটি অনেক ভাল আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করি ।
240
খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফু দিয়ে লক খুলুন

খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফু দিয়ে লক খুলুন

কেমন আছেন প্রিয়
পাঠক বৃন্দ। আসা করি ভালই আছেন।
আমিও ভাল আছি।
যা হোক আজকেও
আমি আপনাদের মাঝে একটি অ্যাপ
শেয়ার করতে চলেছি।
এই
অ্যাপটি দিয়ে আপনি ফু দিয়েই আপনার অ্যন্ড্রয়েড এর লক
খুলতে পারবেন।