উইন্ডোজ ৭ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
উইন্ডোজ ৭ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এবার যেকোন Windows-এ তৈরি করুন tree

এবার যেকোন Windows-এ তৈরি করুন tree



যারা উইন্ডোজ ১০ ব্যবহার করেন এবং পিসিতে কাজ করতে করতে পিসিকে রিফ্রেশ করতে Tree তৈরি করতে চান, কিন্তু পারেন না, আজকের এই পোস্ট শুধু তাদের জন্য।

tree
কম্পিউটার ব্যবহার করতে করতে আমাদের পিসিটি প্রায়ই স্লো হয়ে যায়। এর জ্য আমরা খুভ সহজেই tree শর্টকাট তৈরি করে পিসিকে রিফ্রেশ করতে পারি। উইন্ডোজ এক্সপি, ৭ এ এটা খুভ সহজেই পারা গেলে উইন্ডোজ ১০ এ সেটা অনেকেই করতে পারেন না।
তাই আজকে দেখাবো উইন্ডোজ ১০ এ কি করে শর্টকাট tree তৈরি করবেন।
এর জন্য প্রথমেই আপানাদের কম্পিউটার থেকে নোটপেটটি ওপেন করতে হবে।
এরপর লিখবো

echo/off
cd/
tree
c:
tree
d:
tree
e:
tree

Windows 10 tree
এরপর এটিকে আপনার পছন্দের নাম দিয়ে সেভ এস এর মাধ্যমে আপনি যেখানে সেভ করতে চান, সেই লোকেশন এ সেভ করতে পারেন।
সেভ করার সময় .bat দিয়ে সেভ করতে হবে।
(যেমনঃ tree.bat)

tree ছাড়াও আরো বেশ কিছু উপায়ে কম্পিটাকে ফাস্ট করা যায়। পরবর্তি পোট এ সে ব্যাপারে বিস্তারিত জানাবো।
tree in w10
windows 7 এ নিজের বয়স বের করুন (softwer ছারা )

windows 7 এ নিজের বয়স বের করুন (softwer ছারা )

 হতে পারে সেই ভুল টি কে ছোট ভাই হিসাবে ক্ষমার চখে দেখবেন ও উপদেশ দেবেন । :lol:
মার মতো কাজ করুন