ওয়েব ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়েব ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়ার্ডপ্রেস এন্ড ব্লগস্পট সাইটে বাংলায় “বাংলা” দিন তারিখ দেখান।

ওয়ার্ডপ্রেস এন্ড ব্লগস্পট সাইটে বাংলায় “বাংলা” দিন তারিখ দেখান।

বাংলা আমার প্রাণের ভাষা। বর্তমানে বাংলাদেশে বাংলা ভাষায় অনেক ব্লগ খুলা হয়েছে এমন কি খুলা হচ্ছে। আর এসব বাংলা ব্লগে বাংলায় তারিখ এবং সময় দেখানোর প্রয়োজন হয়। তাই আজকে আমি দেখাবো কিভাবে একটি বাংলা ওয়েবসাইটে বাংলায় তারিখ এবং সময় দেখাবেন। বাংলাদেশের অনেক বড় বড় ওয়েব সাইট গুলোতে ঢুকলে দেখবেন বাংলায় তারিখ এবং সময় দেখনো হচ্ছে।
তা দেখে অনেকে হয়ত মনে করেন যে যদি আমার সাইটে ও দেখাতে পারতাম তাহলে ভালো হত। কিন্তু সম্ভব হয় না। আর যাদের সম্ভব হয় বা হয়েছে তাদের অভিনন্দন। যারা এখনো পর্যন্ত বাংলায় তারিখ এবং সময় দেখাতে পারেন নাই তারা ঝটপট বাংলায় তারিখ এবং সময় দেখিয়ে দিন।
আপনি একটি জাভা স্কিপ্ট কোড বসিয়ে বাংলা তারিখ এবং সময় দেখাতে পারবেন। তবে আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট চালান তাহলে আপনাকে কোড বসাতে হবে না। আপনি একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যবহার করে বাংলা সময় তারিখ দেখাতে পারবেন। নিচে সেই প্লাগইনটিও শেয়ার করবো। প্রথমে ব্লগার/ব্লগস্পট সাইট এর জন্য শেয়ার করছি।