আমি আজ একটা নতুন পর্বভিত্তিক চেইন টিউন শুরু করতে যাচ্ছি যার মূল বিষয়বস্তু হবে বিভিন্ন বাইক ও এর বিভিন্ন পার্টস নিয়ে । আশা করি আপনারা অনেকেই এটার থেকে অনেক কিছু জানতে পারবেন আশা করি । নতুন বাইক হোন্ডা ট্রিগার ১৫০ এর রিভিউ ।
হোন্ডা সিবি ট্রিগার বাইকটি হোন্ডার একটি নতুন বাইক যেটি ১৫০ সিসি ইন্জিন বিশিষ্ঠ । এটি মূলত একটি ইন্ডিয়ান বাইক । এটাকে হোন্ডার আগের একটি মডেল হোন্ডা ইউনিকর্ন ডাজলার এর একটি নতুন সংস্করণ বা একটি রিপ্লেসমেন্ট ও বলা যেতে পারে । এটি বাংলাদেশে একটি নতুন বাইক । তাই আজ এটার একটি ছোট রিভিউ বাইক কিডস দের জন্য । এর একটি ভিউ আমরা প্রথমেই দেখে নিই :
ফিচারসমূহ :
| peedometer | Digital |
| Tachometer | Yes |
| Tachometer Type | Digital |
| Shift Light | -- |
| Electric Start | Yes |
| Tripmeter | Yes |
| No Of Tripmeters | 2 |
| Tripmeter Type | Digital |
| Low Fuel Indicator | Yes |
| Low Oil Indicator | Yes |
| Low Battery Indicator | Yes |
| Fuel Gauge | Yes |
| Digital Fuel Gauge | Yes |
| Pillion Seat | -- |
| Pillion Footrest | Yes |
| Pillion Backrest | No |
| Pillion Grabrail | Yes |
| Stand Alarm | Yes |
| Stepped Seat | No |
| Antilock Braking System | No |
| Killswitch | No |
| Clock | Yes |
ইন্জিন টেকনোলজি :
এটিতে একটি ১৪৯সিসির এয়ার কুলড স্পার্ক ইগনিশন সিস্টেমসমৃদ্ধ ইন্জিন রয়েছে যেটা বর্তমানে একটি ভাল ইন্জিন হিসেবে ধরা হয় । ইন্জিনের ফুল স্পেসিফিকেশনটি নীচে দেখুন :
| Displacement (cc) | 149 |
| Cylinders | 1 |
| Max Power | 14 bhp @ 8500 rpm |
| Maximum Torque | 12.5 Nm @ 6500 rpm |
| Bore (mm) | 63 |
| Stroke (mm) | 47 |
| Valves Per Cylinder | 2 |
| Fuel Delivery System | Carb |
| Fuel Type | Petrol |
| Ignition | Spark-Ignition |
| Spark Plugs (Per Cylinder) | 1 |
| Cooling System | Air Cooled |
ট্রান্সমিশন এবং ব্রেকিং সিস্টেম :
এটিতে রয়েছে একটি ম্যানুয়াল গিয়ারবক্সসহ ৫ স্পিড গিয়ার এর ইন্জিন । এর সামনের ও পেছনের দুই চাকাতেই ডিস্কব্রেকিং সিস্টেম ইনটিগ্রেট করা যেটি একটি বাইকের কন্ট্রোল অনেক ইচু পর্যায়ে নিয়ে যায় এবং বাংলাদেশে শুধুমাত্র R15 ও দুই একটি বাইকি ডুয়াল ডিস্ক ব্রেক রয়েছে ।
| Gearbox Type | Manual |
| No Of Gears | 5 |
| Transmission Type | Constant Mesh, 5 Speed Gear |
| Clutch | Wet Multiplate Type |
| Brake Type | Disc |
| Front Disc | Yes |
| Front Disc/Drum Size (mm) | 240 |
| Rear Disc | Yes |
| Rear Disc/Drum Size (mm) | 220 |
| Calliper Type | -- |
ডাইমেনশন ওজন ও চাকা :
| Kerb Weight (Kg) | 137 |
| Overall Length (mm) | 2045 |
| Overall Width (mm) | 757 |
| Overall Height (mm) | 1060 |
| Wheelbase (mm) | 1325 |
| Ground Clearance (mm) | 175 |
| Seat Height (mm) | 780 |
| Wheel Size (inches) | 17 |
| Front Tyre | 80/100-17 |
| Rear Tyre | 110/80-17 |
| Tubeless Tyres | Yes |
| Radial Tyres | No |
| Alloy Wheels | Yes |
লাইট ও ব্যাটারী :
এই বাইকটিতে ১২ ভোল্টের একটি শক্তিশালী ব্যাটারীর সাথে রয়েছে ৩৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন স্টাইলিশ একটি হেডলাইট এবং পেছনে রয়েছে একটি এলইডি টেইল লাইট ।
| Electric System | -- |
| Battery | 12V - 4 Ah |
| Headlight Type | Multi-Reflector Type |
| Headlight Bulb Type | 35/35 W |
| Brake/Tail Light | LED Light |
| Turn Signal | Yes |
| Pass Light | Yes |
জ্বালানী :
এটিতে ১২ লিটার ক্ষমতা সম্পন্ন একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে এবং রিজার্ভ এ প্রায় ১.৩ লিটার তেল রাখা যায় । এটি ১ লিটার পেট্রোলে প্রায় ৫৫-৬০ কিলোমিটার চলতে পারে ।
| Fuel Tank Capacity (Litres) | 12 |
| Reserve Fuel Capacity (Litres) | 1.3 |
| FuelEfficiency Overall (Kmpl) | 60 |
| Fuel Efficiency Range (Km) | 720 |
পারফরমেন্স :
এই বাইকটিতে ৬ সেকেন্ডে ৬০কিমি/ঘন্টা স্পীড আপ করা সম্ভব । এটার টপ স্পিড হল ১১০ কিলোমিটার পার আওয়ার ।
| 0 to 60 kmph (Seconds) | 6 | |
| Top Speed (Kmph) | 110 | |
| 60 to 0 Kmph (Seconds, metres) | -- | |
কালার :
এটি বর্তমানে বাজারে ৩ টি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাচ্ছে । সেগুলো হল :
Black, Meteor Green Metallic, Pearl Siena Red
সবমিলিয়ে বাইকটিকে ভালই বলা যায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে । কারণ , এটির জ্বালানী খরচ অন্যান্য ১৫০ সিসি বাইকের তুলনায় অনেক কম । তাছাড়া এটি বেশ স্টাইলিশও ।