ডাবল ক্লিক করেই লক করুন আপনার কম্পিউটার।

Lock Computer
Lock Computer
আজকে আমরা আলোচনা করবো কীভাবে ডাবল ক্লিকেই আপনার কম্পিউটার লক করবেন।


প্রথমেই উপরের চিত্রের মতো ডেস্কটপের যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে "New" থেকে "Shortcut" এ যান।
এরপর উপরের চিত্রের মতো বক্সে "rundll32.exe user32.dll,LockWorkStation" লিখে Next চাপুন।
 উপরের চিত্রের মতো বক্সে "Lock Computer" লিখে finish চাপুন।
ব্যাস, তৈরি হয়ে গেলো শর্টকাট। এখন থেকে ডেস্কটপে তৈরি হওয়া "Lock Computer" নামের শর্টকাট-টি তে ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মতো লক হয়ে যাবে আপনার কম্পিউটার।
আর হ্যা, আগে থেকে উইন্ডোজ পাসওয়ার্ড দেয়া থাকলে এরকম পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড সেট করা না থাকলে নরম্যালি লক হবে। আর পাসওয়ার্ড দিতে চাইলে  Control Panel এর "User Accounts"  এ গিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন।
সমস্যা হলে কমেন্ট বক্সে দাওয়াত রইলো :) সবাই ভালো থাকবেন।

SHARE THIS

Author:

Previous Post
Next Post