Lock Computer
আজকে আমরা আলোচনা করবো কীভাবে ডাবল ক্লিকেই আপনার কম্পিউটার লক করবেন।
প্রথমেই উপরের চিত্রের মতো ডেস্কটপের যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে "New" থেকে "Shortcut" এ যান।
এরপর উপরের চিত্রের মতো বক্সে "rundll32.exe user32.dll,LockWorkStation" লিখে Next চাপুন।
ব্যাস, তৈরি হয়ে গেলো শর্টকাট। এখন থেকে ডেস্কটপে তৈরি হওয়া "Lock Computer" নামের শর্টকাট-টি তে ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মতো লক হয়ে যাবে আপনার কম্পিউটার।
সমস্যা হলে কমেন্ট বক্সে দাওয়াত রইলো
সবাই ভালো থাকবেন।