- গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের
একটি প্রশাসনিক অঞ্চল। ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায়
আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা ।
মোগল - বৃটিশ - পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গাজীপুরের রয়েছে
বীরত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে
গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। গাজীপুরে রয়েছে জাতীয়
পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ ১৯টি কেপি আই, ৫টি
বিশ্ববিদ্যালয় ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহু সংখ্যক সরকারী,
স্বায়ত্বশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র/মাঝারী ও ভারী শিল্প
কারখানাসহ দেশের তৈরী পোষাক শিল্পের বিরাট অংশ। মুসলিম বিশ্বের দ্বিতীয়
বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টংগীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়।[২]
পরিচ্ছেদসমূহ
ভৌগোলিক সীমানা
গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও কিশোরগঞ্জ জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা, পূর্বে কিশোরগঞ্জ জেলা ও নরসিংদী জেলা এবং পশ্চিমে ঢাকা জেলা ও টাঙ্গাইল জেলা অবস্থিত।[৩]
প্রশাসনিক এলাকাসমূহ
গাজীপুর জেলায় ৫টি উপজেলা রয়েছে; এগুলি হলোঃ
এছাড়াও গাজীপুর শহরে গাজীপুর সিটি কর্পোরেশন আছে।
ইতিহাস
ইতিহাস খ্যাত ভাওয়াল পরগণার গহীনবনাঞ্চল আর গৈরিক মৃত্তিকাকোষের টেকটিলায় দৃষ্টিনন্দন ঐতিহাসিক এ জনপদ ১৯৮৪ সালের ১ মার্চ গাজীপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। [২]
শিক্ষা
- বিশ্ববিদ্যালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
- দারুল ইহসান ইসলামিক ইউনিভার্সিটি
- ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রত্নসম্পদ
- ভাওয়াল রাজবাড়ী, জয়দেবপুর
- ইন্দ্রাকপুর (প্রাচীন রাজধানী), শ্রীপুর
- উধুর জগন্নাথদেবের বিগ্রহ মন্দির, পূবাইল
- বলধার জমিদার বাড়ী, বাড়ীয়া
- টোক বাদশাহী মসজিদ, কাপাসিয়া
- পূবাইল জমিদার বাড়ী, পূবাইল
- সেন্ট নিকোলাস চার্চ, কালীগঞ্জ
- শ্রীফলতলী জমিদার বাড়ী, কালিয়াকৈর.
- বলিয়াদী জমিদার বাড়ী, বলিয়াদি, কালিয়াকৈর.
- ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী, জয়দেবপুর
- শৈলাট, শ্রীপুর
- কাশিমপুর জমিদার বাড়ী, গাজীপুর সদর
- দত্তপাড়া জমিদার বাড়ী, টঙ্গী
- কপালেশ্বর (ধ্বংসপ্রাপ্ত পুরাকীর্তি), রাজা শিশু পালের রাজধানী
- একডালা দুর্গ, কাপাসিয়া
- মীর জুলমার সেতু, টঙ্গী
- সাকাশ্বর স্তম্ভ, কালিয়াকৈর [৪]
দর্শনীয় স্থান
- উধুর জগন্নাথদদেবের বিগ্রহ মন্দির
- ভাওয়াল রাজবাড়ী
- ভাওয়াল জাতীয় উদ্যান
- আনসার একাডেমী, সফিপুর
- নুহাশ পল্লী
- জাগ্রত চৌরঙ্গী
- বলিয়াদী জমিদার বাড়ী
- শ্রীফলতলী জমিদার বাড়ী
- নাগবাড়ী, চান্দনা, চৌরাস্তা।
- নাগরী, পাঞ্জুরা চার্চ
- রাংগামাটিয়া, তুমিলিয়া, কালীগঞ্জ
- বঙ্গবন্ধু সাফারি পার্ক
- মন পুড়া পার্ক, কাশিমপুর,গাজীপুর
- নাগরী টেলেন্টিনুর সাধু নিকোলাসের গীর্জা
- বড় ভূঁইয়া বাড়ী, লুটিয়ারচালা, ভবানীপুর, গাজীপুর
বিখ্যাত ব্যক্তিবর্গ
- মোঃ সামসুল হক, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা সভাপতি[৬]
- তাজউদ্দিন আহমেদ [বিএল] (মৃত্যু), বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী।
- ব্রিগেডিয়ার এএসএম হান্নান শাহ [বিএনপি] (মৃত্যু), বাংলাদেশ পাটমন্ত্রী।
- মোঃ তৌফিক হোসাইন, বাংলাদেশ সমাজসেবক।
- ফকির শাহবাদিন, বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল।
- আহসানউল্লাহ মাস্টার রাজনীতিবিদ।
- এম জাহিদ হাসান - পদার্থবিদ,ভাই *আহসানউল্লাহ মাস্টার রাজনীতিবিদ।
- এম জাহিদ হাসান - পদার্থবিদ,ভাইল ফার্মিয়ন কণার আবিষ্কারক। ল ফার্মিয়ন কণার আবিষ্কারক।
- আবু জাফর শামসুদ্দীন
- আর্চবিশপ পৌলিনুস ডি কস্তা, বাংলাদেশের প্রাক্তন সর্বোচ্চ ক্যাথলিক ধর্মীয় নেতা।
- মেঘনাদ সাহা (অক্টোবর৬, ১৮৯৩ – ফেব্রুয়ারি ১৬,১৯৫৬) ছিলেন একজন জ্যোতির্পদার্থবিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞানে থার্মাল আয়নাইজেসন তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে বিখ্যাত। তার আবিষ্কৃত সাহা আয়োনাইজেসন সমীকরণ নক্ষত্রের রাসায়নিক ও ভৌত ধর্মাবলী ব্যাখ্যায় ব্যবহৃত হয়।
আরও দেখুন
- জেলা পরিষদ আইন, ২০০০
- কাপাসিয়া উপজেলা
- কাপাসিয়া ইউনিয়ন
- বারিষাব ইউনিয়ন
- নরসিংদী জেলা
- ঢাকা
- বাংলাদেশ
- এশিয়া
- ময়মনসিংহ বিভাগ
- ময়মনসিংহ জেলা
- ময়মনসিংহ
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে জেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "জেলার পটভূমি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "পুরাকীর্তির সংক্ষিপ্ত বর্ণনা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ৩০০ বছর পর নামকরণ - দৈনিক কালের কন্ঠ (২৩ মে ২০১৫)
Author: Shraban
Related Posts
Some simillar article from this label, you might also like
নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ অঞ্চল যা মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্
নরসিংদী জেলার ইতিহাস ভৌগোলিক সীমানা মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রক্ষ্মপুত্র নদীর তীর বিধৌত জেলা নরসি
কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কিশোরগঞ্জ জেলার ব্র্যান
টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর জনসংখ্যা প্র
- Blog Comments
- Facebook Comments
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)