নরসিংদী জেলার ইতিহাস

  1. ভৌগোলিক সীমানা

    মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়াল খাঁ ও পুরাতন ব্রক্ষ্মপুত্র নদীর তীর বিধৌত জেলা নরসিংদী। জেলাটির আয়তন ১,১১৪.২০ বর্গ কি:মি:। এ জেলাটি বাংলাদেশের মধ্য পূর্বাংশে অবস্থিত। এটি ২৩°৪৬’ হতে ২৪°১৪’ উত্তর অক্ষরেখা এবং ৯০°৩৫’ ও ৯০°৬০’ পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত। এ জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা অবস্থিত।

    জেলার ইতিহাস

    পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল।।ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে রাজা নরসিংহ নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেন।[৩] নরসিংদী নামটি রাজা নরসিংহের নাম অনুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন ইতিহাসবিদরা।এক সময়ে নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অর্ন্তভূক্ত ছিল।এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ঈশা খা। তারপরে জমিদার ছিলেন দেওয়ান শরীফ খা ও আয়শা আক্তার খাতুন। জমিদারী প্রথা বিলুপ্তির পর একসময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়নগঞ্জ মহকুমার একটি থানা। ১৯৭৭ সালে ঢাকা জেলার একটি মহকুমায় উন্নীত করা হয়। ১৯৮৪ সালে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব এবং রায়পুরা এ ০৬ টি উপজেলা এবং নরসিংদী পৌরসভা নিয়ে নরসিংদীকে জেলা ঘোষণা করে সরকার।[৩]

    উপজেলা সমুহ

    1. নরসিংদী সদর উপজেলা
    2. রায়পুরা উপজেলা
    3. বেলাবো উপজেলা
    4. পলাশ উপজেলা
    5. মনোহরদী উপজেলা
    6. শিবপুর উপজেলা
    7. মাধবদী থানা

    জনসংখ্যার উপাত্ত

    জনসংখ্যা = ১৮,৯৫,৯৮৪ জন (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)।
    প্রতি বর্গকিলোমিটারে লোকসংখ্যা= ১৭০০ জন

    শিক্ষা

    এখানকার প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি বালক উচ্চ বিদ্যালয়

    অর্থনীতি

    প্রাচীনকাল থেকেই নরসিংদী অর্থনীতিতে সমৃদ্ধশালি ছিল। তাত শিল্প এর প্রধান হাতিয়ার।পলাশ থানায় আছে অসংখ্য শিল্প কারখানা। ডাংগা থেকে শুরু করে কাউয়াদী পর্যন্ত শীতলক্ষা নদীর তীর ঘেষে রয়েছে একচাপে শিল্প কারখানা। সামগ্রিক ভাবেই নরসিংদী জেলাটি প্রাচীনকাল থেকেই এতটাই উন্নত যে এ জেলার মাধবদীকে বলা হয় প্রাচ্যের ম্যানচ্যাস্টার।

    চিত্তাকর্ষক স্থানসমূহ

    • উয়ারী-বটেশ্বর - বেলাব উপজেলার অমলাব ইউনিয়ন;
    • বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর - রায়পুরা উপজেলার রামনগর গ্রাম;
    • সোনাইমুড়ি টেক - শিবপুর উপজেলা;
    • ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা পাঁচদোনা বাজার সংলগ্ল বুড়ারহাট গ্রাম।
    • আশরিনগর মিনি পার্ক -নরসিংদী রেল স্টেশনের সাথেই।
    • ড্রীম হলিডে পার্ক- পাচদোনাn
    • বালাপুর জমিদার বাড়ি
    • ডাংগা জমিদার বাড়ি/জমিদার লক্ষন সাহার বাড়ী (Laxman Saha zamindar Bari) চারদিকে সবুজ বেস্টনির মাঝে এক টুকরো স্বর্ণ মহলই বলা চলে! কাছ থেকে এই বাড়ীর কারুকাজ দেখলে আপনি কিছুটা হলেও বিস্মিত হবেন! সেই সময়ের জমিদারেরা কতটা বিলাসী আর আরাম প্রিয় ছিলো!
    এই মোহনীয় সৌন্দর্য দেখতে হলে আপনাকে নরসিংদীর ডাংগা গ্রামে যেতে হবে।
    স্থানীয় লোকজন এই বাড়ীকে উকিলের বাড়ী বলেও জানে।
    ডাংগা গ্রামে ৩ টা জমিদার বাড়ী আছে: ১) লক্ষন সাহা (এটি কারুকার্জের দিক থেকে সবচেয়ে সুন্দর)
    ২) সুদান সাহা (একটি পরিবার থাকে বর্তমানে)
    ৩) কুন্ডু সাহা (যা বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় আছে, এবং আয়তনে সবচেয়ে বড়)
    • ঘোড়াশাল মিঞা বাড়ি
    • ঘোড়াশাল দোতলা রেলওয়ে স্টেশন (যা বাংলাদেশের প্রথম দ্বিতলবিশিষ্ট রেলওয়ে স্টেশন)
    • চরসিন্দুর ব্রিজ

    প্রখ্যাত ব্যক্তিত্ব

    • বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
    • আফসার উদ্দিন সরকার , বর্তমান নরসিংদী পৌরসভার জনক ও প্রথম চ্যায়াম্যান, নরসিংদী পৌরসভা
    • কবি দ্বিজদাস,
    • কবি শামসুর রাহমান,
    • ড. আলাউদ্দিন আল আজাদ (৬ মে, ১৯৩২ - ৩ জুলাই, ২০০৯) সাহিত্যিক
    • ভাই গিরিশ চন্দ্র সেন - অনুবাদক।
    • সতীশচন্দ্র পাকড়াশী (১৮৯৩-৩০ ডিসেম্বর, ১৯৭৩) বাঙালী স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী।
    • মিঞা মোঃ সুন্দর আলী গান্ধী সমাজ সংস্কারক অবিভক্ত বাংলার কৃষক-প্রজা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, বিদ্যুৎসাহী ও নরসিংদীর সিংহপুরুষ
    • মুসলেহ উদ্দিন ভূঁইয়া,প্রথম সংসদ সদস্য, নরসিংদী সদর।
    • আপেল মাহমুদ,
    • স্যার কে,জি,গুপ্ত,
    • সাবেক সেনাবাহিনী প্রধান মো: নূরউদ্দিন খান।
    • জনাব সাদত আলী সরকার,,ব্রিটিশ আমলে নরসিংদী জেলার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন।
    • জনাব কাশেম আলী সরকার (টেলু মিয়া),পাকিস্তান আমলে নরসিংদী জেলার সবচেয়ে ধনী ব্যক্তি,এবং ততকালিন সময় সমগ্র এশিয়ার মধ্যে সর্ব বৃহৎ তালিকা ভুক্ত ধান ও চাউলের ব্যবসায়ীদের মধ্যে এক জন ছিলেন।
    [৪]
    • প্রফেসর ড.রসিদ উদ্দিন আহমেদ। উপমহাদেশের অন্যতম নিউরোসার্জন এবং বাংলাদেশের প্রথম নিউরোসার্জন।[তথ্যসূত্র প্রয়োজন] নরসিংদী,আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রাম। ২০১৬ ইংরেজি সনের মার্চের উনিশ তারিখ ইন্তেকাল করেন।
    • অধ্যক্ষ আবদুল হামিদ এম.এসসি সাহেব (যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৩৬ সালে ব্রিটিশ-ভারতে বাঙ্গালী মুসলমানদের মধ্যে সর্বপ্রথম প্রথম শ্রেণী প্রাপ্ত হন। এবং অজপাড়া গায়ে তিনি স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।)

    তথ্যসূত্র


  2. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। .gov.bd/node/97975 "এক নজরে নরসিংদী" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

  3. http://www.dcnarsingdi.gov.bd/index.php?option=com_content&view=article&id=198&Itemid=84&limitstart=1[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

  4. http://www.narsingdi.gov.bd/site/page/e7de4142-2012-11e7-8f57-286ed488c766-নরসিংদী জেলা

  5. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "প্রখ্যাত ব্যাক্তিত্ব"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৪ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

SHARE THIS

Author:

Previous Post
Next Post