অনেক সময় আমাদের
PC-তে DVD Drive থাকে না বা হারিয়ে/নষ্ট হয়ে যায়। তখন আমরা নতুন করে Windows
inslall করতে পারি না। এমতাবস্তায় আমাদের অন্যের সাহায্য নেওয়া ছাড়া আর কোন উপায় খাকে
না। তাই আজ আমি আপননাদের জন্যে এই পোষ্টটি করলাম। :3
এর জন্যে আপনার
লাগবে :-




প্রথমে আপনাকে
আপনার পেনড্রাইবটিকে আপনার PC-তে install করুন।
এখন আপনাকে Type করতে হবে create partition
primary এবং Enter প্রেশ করতে হবে।
আমেজকে মাউন্ড
করার পর আপনার কম্পিউটারে একটি ঔই ইমেজের ড্রাইব
তৈরি হবে।
এবার আপনাকে
CMD-তে কিছু কমান্ড লিখতে হবে।এজন্যে Start menu-তে CMD লিখে search দিলেই পেয়ে যাবেন।
এখন আপনাকে
Type করতে হবে Diskpart. এরপর Enter চাপতে হবে।
এখন আপনাকে লিখতে হবে List disk এরপর Enter.
এখন আপনাকে ডিস্ক
সিলেক্ট করতে হবে। ডিস্ক ১ হচ্ছে আপনার পেনড্রাইবটি।
এখন আপনাকে লিখতে
হবে select partition 1 এবং enter প্রেস করতে হবে।
এখন আপনাকে আপনার পারটিশনটিকে Active করতে হবে। এজন্যে আপনাকে লিখতে হবে
Active এবং enter প্রেস করতে হবে।
এখন আপনাকে আপনার
পেনড্রাইবটিকে ফরমেট করতে হবে। এজন্যে আপনাকে লিখতে হবে formate fs=ntfs quick এবং
enter প্রেস করতে হবে। কিছুক্ষনের মধ্যেই ফরমেট হয়ে যাবে।
এখন আবার লিখতে
হবে aseign এবং enter প্রেস করতে হবে।
এখন আপনাকে আপনার
পেনড্রাইবটিকে Exit করতে হবে। এজন্যে লিখতে হবে exit এবং enter প্রেস করতে হবে।
এখন আপনাকে একটু
বুদ্ধি খাটিয়ে কমান্ড লিখতে হবে। এর আগে আপনাকে আপনার মাউন্ড করা ড্রাইব ও পেনড্রাইব
এর লোকেশন দেখে নিতে হবে।
এখন নিচের চিত্রটি
লক্ষ্য করে লিখুন ।
বেছ আপনার কাজ
শেষ। এবার আপনাকে Exit করে বেরিয়ে যেতে হবে।
এবার আপনি আপনার
DVD-র ফাইলগুলো কপি করে পেনড্রাইবে পেষ্ট করুন।
কাজ শেষ। এবার
আরাছে আপনি আপনার windows install করুন
পোষ্টটি নিয়ে
কোন মতামত থাকলে অবশ্যই কনেন্ট করে জানাবেন।
ধন্যবাদ