গান থেকে মিউজিক আলাদা করুন

আজ আমরা খুব সহজ কিন্তু বেশ সুন্দর একটা জিনিস শিখতে চলেছি।
কি শিখবো আমরা আজ?
আজ আমরা গান থেকে ভোকাল রিমুভ করা শিখবো।
অর্থাৎ গানের থেকে গানের কথা গুলো মুছে ফেলব এবং শুধু মিউজিকটাকে রেখে দেব।
কিভাবে করব?
এটা অনেক ভাবেই করা যায়।
আজ আমরা শুধুমাত্র একটা পদ্ধতি শিখবো।
পরবর্তীতে আরও কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব।
তাহলে, এখন আজকের পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করা যাক…


প্রথমে,
এই লিংকে ক্লিক করুনঃ-  ক্লিক হেয়ার
Karaoke Maker Online
Karaoke Maker Online
উপরের মত পেজ ওপেন হবে।
এখানে আপনি দুটি অপসান পাবেন।
একটা হল, আপনার কম্পিউটার থেকে অডিও ফাইল আপলোড করে।
আর দ্বিতীয় হল, যেকোনো ইউটিউব ভিডিও থেকে মিউজিক তৈরি করে।
ছবিতে দেখুন, আমি একটা ইউটিউব ভিডিও লিংক দিয়েছি।
আপনিও একটা ইউটিউব ভিডিও লিংক দিয়ে দিন, তারপর ক্রিয়েট কারাওক ট্রাক ক্লিক করুন।।
কিছুক্ষনের ভিতরেই,
আপনার গানের ভোকাল রিমুভ হয়ে যাবে।
নিচের মত পেজ দেখতে পাবেন।
Vocal Remover Online
Vocal Remover Online
এখান থেকে আপনি আপনার গানের কারাওক অনলাইনে শুনতে পারবেন।
ডাউনলোড কোরতে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রাইবার হতে হবে।
কিন্তু আপনার যদি আইডিএম ঠিকঠাক ভাবে ব্রাউজারে ইন্ট্রিগেট করা থাকে, তালে আপনাকে ডাউনলোড করার একটা অপসান দেখাবে।

SHARE THIS

Author:

Previous Post
Next Post