ফটোতে ওয়াটারমার্ক দিন ফ্রি

নিজে কষ্ট করে একটা ফটো তৈরি করে ফেসবুকে আপলোড করলেন,
আর অন্য লোকেরা ডাউনলোড করে নিজের নামে চালিয়ে দিলেন।
তখন নিশ্চয় খারাপ লাগে আপনার।
কিন্তু আজ এই ১৮০০ টাকার সফটওয়্যার বিনামূল্যে নেওয়ার পর আপনার খারাপ লাগা আশা করি অনেকটাই কুমে যাবে।
কারন আপনি একটা ফটো এডিট বা তৈরি করে সেটাই জলছাপ বা ওয়াটারমার্ক দিয়ে রাখবেন।
Photo Watermarker - Bengali Tutorial


নিচের অফিশিয়াল সাইট থেকে এই সফটওয়্যারটি ফ্রিতে ডাউনলোড করে নেন।
আমি একদম ডাইরেক্ট লিংক দিয়ে দিচ্ছি।
এটা ট্রায়াল ভারসান, এখন এটা আমরা ফুল ভারসান করবো।
নেট কানেকশানটা একটু অফ করে রাখবেন।
এবার সফটওয়্যারে রিজিস্ট্রেসান অপসানে যান।
তারপর নিচের মত লিখে দিন।
নামঃ Bengali Tutorial
সিরিয়াল কিঃ  DFBBC4DCDF4ABAE1D5DD
ব্যাস, ফুল ভারসান হয়ে যাবে।
এবার মজা করে জলছাপ দিন।
কাজ গুলো আশা করি আপনারাই পারবেন, তাই আর লিখছি না।
তবে না পারলে জানাবেন, কিভাবে কাজ করতে হয় জানিয়ে দেব।

SHARE THIS

Author:

Previous Post
Next Post