হ্যাকিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হ্যাকিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফোনে আসা সকল বিজ্ঞাপন বদ্ধ করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়াই

ফোনে আসা সকল বিজ্ঞাপন বদ্ধ করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়াই

ফোন ব্যবহারের সময় আমাদেরকে প্রায় সমই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় ফোনে আসা বিরক্তিকর এডগুলি।

মাঝেমধ্যে এমনকিছু এড আসে, যা না দেখা যায়, না কাউকে দেখানো যায়। 

অথবা দেখা গেলো জরুরি মুহূর্তে এইসব এড এর কারণে সময়ও নষ্ট হয়।

এইসব এড আসা অনেকাংশেই কমিয়ে আনতে পারেন, মোবাইলের সেটিংস এর কিছু সামান্য পরিবর্তন করে।

তাহলে চলুন দেখি কিভাবে সেটিংস সেট করবেন আপনার ফোনের।

প্রথমেই আপনাকে যেতে হবে আপনার ফোনে থাকা সেটিং অপশনে।

সেখানে খুজলেই পেয়ে যাবেন Connection and Sharing

androide add blocker
কানেকশন এন্ড শেয়ারিং এ ক্লিক করে প্রবেশ করুন। 

তারপর এখানেও বেশ কিছু অপশন দেখতে পাবে 

add block
আগে থেকে Auto অথবা off সিলেক্ট থাকতে পারে। আপনি এখান থেকে Private DNS সিলেক্ট  করুন।

add blocksettings
সিলেক্ট করলে এখন খালি ঘর পাবেন, যেখানে আপনি লেখার অপশন পাবেন।
এবার সেই খালি ঘরে লিখে দিন dns.adguard.com
dns.adguard.com


এবার Save এ ক্লিক করে সেভ করে বেড়িয়ে যান। এবার আপনার কাজ শেষ। এবার ফোনের Flight mod অফ করে একবার অন করুন। পারলে ফোন বদ্ধ করে চালু করুন।
এখন দেখুন জাদু। 
এবার বলে নেই, এই পদ্ধতিটি কোন কোন ক্ষেত্রে কাজ করবেঃ
Shareit, MX Player এর মত কিছু এপসের ক্ষেত্রে এই পদ্ধতিটি কার্যকরি।
কিন্তু YouTub,  Facebook এ ভিডিও দেখার সময় যেসকল এড আসে, তার ক্ষেত্রে প্রযোজ্য নয়..

এই পদ্ধতিটি সব ফোনে প্রয়োগ নাও হতে পারে। তবে যে সকল ফোনের সেটিংস এর সাথে মিলে যাবে তাদের ফোনে অবশ্যই কাজ করবে।

ধাপে ধাপে ছবি সহ ওয়াইফাই হ্যাকিং টিউটোরিয়াল

ধাপে ধাপে ছবি সহ ওয়াইফাই হ্যাকিং টিউটোরিয়াল

বর্তমানে ওয়াইফাই সন্দেহাতীত ভাবে একটি প্রয়োজনীয় বস্তু। ওয়াইফাই এর মাধ্যমে এনক্রিপ্টেড তথ্য বাতাসের মধ্যে দিয়ে চলে যায়। কিন্তু আপনি তা জানতেও পারেন না । WEP (Wired Equivalent Privacy) ছিল প্রথম নিরাপদ এনক্রিপশন পদ্ধতি। কিন্তু WPA , WPA-PSK (Works Progress Administration) ইত্যাদি পদ্ধতি এর জায়গা দখল করে নিয়েছে । সাধারনত WEP wifi হ্যাক করতে 5-6 ঘণ্টা সময় লাগে। কিন্তু ভাল সিগন্যাল পেলে আর ও কম সময় এর মধ্যে করা যায় ।
যা যা লাগবে:
আমরা ওয়াইফাই হ্যাক করতে ২ টি টুল ব্যবহার করব।

আপনি কি নিশ্চিত যে আপনার ই-মেইলের পাসওয়ার্ড কেউ জানে না? আসুন পরিক্ষা করে দেখে নেই

আপনি কি নিশ্চিত যে আপনার ই-মেইলের পাসওয়ার্ড কেউ জানে না? আসুন পরিক্ষা করে দেখে নেই

আপনার মেইলের পাসওয়ার্ড কেউ হয়তো জেনে গেছে এবং সে মাঝেমধ্যে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করে। অথবা আপনার মেইল ঠিকানাটি হ্যাকিং হয়ে গিয়েছিল, কোনোভাবে হয়তো পুনরায় উদ্ধার করতে পেরেছেন। এখন কীভাবে জানবেন কে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল অর্থাৎ কোন আইপি ঠিকানা থেকে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করা হয়েছিল?
  • জিমেইলের ক্ষেত্রে : প্রথমে জিমেইল ঠিকানায় লগইন করে সবার নিচে Last account activity এর ডান পাশে Details-এ ক্লিক করুন। নতুন একটি পেইজ আসবে। সেখানে আপনার কম্পিউটারের বর্তমান আইপি ঠিকানা এবং গত ১০ বার কখন, কত তারিখ, কোন আইপি ঠিকানা (দেশের নামসহ) থেকে আপনার জিমেইলে প্রবেশ করা হয়েছে, সবগুলোর তালিকা আসবে। আপনি যদি সব সময় একই কম্পিউটার থেকে লগইন করে থাকেন এবং একই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে আইপি ঠিকানার চারটি অংশের মধ্যে প্রথম দুটি অংশের ঠিকানা একই থাকবে। তখন যদি দেখেন ভিন্ন কোনো আইপি থেকে বা ভিন্ন কোনো সময়ে আপনার মেইলে প্রবেশ করা হয়েছিল এবং ওই আইপি ঠিকানা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আইপি ঠিকানাটি কপি করে এই ঠিকানায় গিয়ে টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন। তাহলে জানতে পারবেন ওই আইপি ঠিকানাটি কোন সার্ভিস প্রোভাইডারের, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি। এমনকি একটি মানচিত্রের সাহায্যেও দেখানো হবে কোন জায়গা থেকে ওই আইপি ঠিকানার সার্ভিস দেওয়া হচ্ছে।

২ সেকেন্ডে দেখে নিন ফ্রেন্ডের এন্ড্রয়েড ফোনের সকল একাউন্টের পাসওয়ার্ড

২ সেকেন্ডে দেখে নিন ফ্রেন্ডের এন্ড্রয়েড ফোনের সকল একাউন্টের পাসওয়ার্ড

সবাই ভালো আছেন আশা করছি,
রেডি হয়ে যান আজকের এক্সট্রিম শর্টকাট ট্রিক্সের জন্য,কারন গোপনে কারো পাসওয়ার্ড জেনে ফেলার থেকে মজার কিছু হয় না


Temple Run হ্যাক করে বাড়িয়ে নিন কয়েন আর লুফে নিন মজা ।

Temple Run হ্যাক করে বাড়িয়ে নিন কয়েন আর লুফে নিন মজা ।

Temple Run আমাদের সবার অনেক প্রিয় একটি গেইম। এন্ড্রয়েড গেইমার এর মধ্যে এই গেইম টি খেলেনি এমন খুব কম পাওয়া যাবে। Temple Run এর কয়েকটি ভার্সন এখন পাওয়া যায় এবং প্রতিটা ভার্সন এর মজা ই আলাদা। তবে আমরা অনেকে মনে মনে ভাবি ইসস… যদি কয়েন গুলো হ্যাক করা যেতো! ইচ্ছা মতো যদি করে নিতে পারতাম!! আর ভাবতে হবে না… চলুন এটা বাস্তব করি। আজ দেখাবো কিভাবে আপনি Temple Run এর সকল ভার্সন হ্যাক করবেন এবং ইচ্ছা মতো করে নিবেন কয়েন ও বোনাস।
unnamed

আপনি কি ব্রডব্যান্ড ইন্টারনেট ইউস করেন?ইউটিউব এ download speed 1mb থেকে -১০ এমবি ?তাহলে টিউনটি আপনার জন্যই(যে কোন ফাইল download করুন ইউটিউব এর download speed এ)

আপনি কি ব্রডব্যান্ড ইন্টারনেট ইউস করেন?ইউটিউব এ download speed 1mb থেকে -১০ এমবি ?তাহলে টিউনটি আপনার জন্যই(যে কোন ফাইল download করুন ইউটিউব এর download speed এ)

নিশ্চয়ই ভাল আছেন ? ধরুন আপনি একটা windows 7 এর iso ফাইল ডাউনলোড করবেন। সাইজ ২.৪ জিবি iso download link এখন নরমাল ডাউনলোড স্পীডে আপনার টাইম লাগবে কত ঘণ্টা?