অ্যান্ড্রয়েড Apps লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অ্যান্ড্রয়েড Apps লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফোনে আসা সকল বিজ্ঞাপন বদ্ধ করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়াই

ফোনে আসা সকল বিজ্ঞাপন বদ্ধ করুন কোন প্রকার সফটওয়্যার ছাড়াই

ফোন ব্যবহারের সময় আমাদেরকে প্রায় সমই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় ফোনে আসা বিরক্তিকর এডগুলি।

মাঝেমধ্যে এমনকিছু এড আসে, যা না দেখা যায়, না কাউকে দেখানো যায়। 

অথবা দেখা গেলো জরুরি মুহূর্তে এইসব এড এর কারণে সময়ও নষ্ট হয়।

এইসব এড আসা অনেকাংশেই কমিয়ে আনতে পারেন, মোবাইলের সেটিংস এর কিছু সামান্য পরিবর্তন করে।

তাহলে চলুন দেখি কিভাবে সেটিংস সেট করবেন আপনার ফোনের।

প্রথমেই আপনাকে যেতে হবে আপনার ফোনে থাকা সেটিং অপশনে।

সেখানে খুজলেই পেয়ে যাবেন Connection and Sharing

androide add blocker
কানেকশন এন্ড শেয়ারিং এ ক্লিক করে প্রবেশ করুন। 

তারপর এখানেও বেশ কিছু অপশন দেখতে পাবে 

add block
আগে থেকে Auto অথবা off সিলেক্ট থাকতে পারে। আপনি এখান থেকে Private DNS সিলেক্ট  করুন।

add blocksettings
সিলেক্ট করলে এখন খালি ঘর পাবেন, যেখানে আপনি লেখার অপশন পাবেন।
এবার সেই খালি ঘরে লিখে দিন dns.adguard.com
dns.adguard.com


এবার Save এ ক্লিক করে সেভ করে বেড়িয়ে যান। এবার আপনার কাজ শেষ। এবার ফোনের Flight mod অফ করে একবার অন করুন। পারলে ফোন বদ্ধ করে চালু করুন।
এখন দেখুন জাদু। 
এবার বলে নেই, এই পদ্ধতিটি কোন কোন ক্ষেত্রে কাজ করবেঃ
Shareit, MX Player এর মত কিছু এপসের ক্ষেত্রে এই পদ্ধতিটি কার্যকরি।
কিন্তু YouTub,  Facebook এ ভিডিও দেখার সময় যেসকল এড আসে, তার ক্ষেত্রে প্রযোজ্য নয়..

এই পদ্ধতিটি সব ফোনে প্রয়োগ নাও হতে পারে। তবে যে সকল ফোনের সেটিংস এর সাথে মিলে যাবে তাদের ফোনে অবশ্যই কাজ করবে।

আয় করুন Android অ্যাপ দিয়ে

আয় করুন Android অ্যাপ দিয়ে

অনলাইন থেকে যারা আয় করতে চান এই পোষ্ট শুধু তাদের জন্য। আজ আমি দেখাব আপ্নারা কিভাবে অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন।
নিচে দেওয়া স্টেপ গুলো অনুসরণ করলেই আপনারা অনলা্ইইন থেকে আয় করতে পারবেন। সুতরাং শুরু করা যাক।

প্রথমেই আপনাকে একটি এন্ড্রয়েড এপ ডাউনলোড করতে হবে।  
এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন অথবা গুগল প্লেস্টোরে গিয়ে Ring ID লিখে সার্চa দিয়েও ডাউনলোড করতে পারেন।

কিভাবে আয় করবেনঃ

প্রথমেই এপটি ইনস্টল করুন। ইনস্টল করার সময় যদি রেফারেন্স অপশন আসে তাহলে ১০৯৬০৬৬০ এই কোডটি দিন। তাহলে ফ্রিতে ২০টাকা পাবেন। এই ২০ টাকা মিস করবেন না তাহলে পরে টাকা তোলার সময় সমস্যা হতে পারে।

প্রথমে আপনি অ্যাপ এর ভিতরে এড দেখে পয়েন্ট আয় করতে পারবেন। পরে সেসব পয়েন্ট থেকে আপনি টাকা তে কনভার্ট করে তুলতে পারবেন।

রেফার কোড না বসালে আপনি শুরুতেই বোনাস ২০ টাকা পাবেন না। মনে রাখবেন এই রেফার কোড না বসালে আপনার রেজিস্ট্রেশান কমপ্লিট হবে কিন্তু টাকা তোলার সময় অনেক ঝামেলা করে। সুতরাং রেফার কোড বসিয়ে রেজিস্ট্রেশান কমপ্লিট করে নিন।

রেজিস্ট্রেশান করবেন যেভাবেঃ
প্রথমেই প্লে স্টোর থেকে রিং আইডি এপটি  ডাউনলোড করে ইন্সটল করে নিন।

এবার ওপেন করে আপনার ফোন নাম্বার, নাম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশান করে নিন। ক্লিক Continue তাহলে পরের পেজ পাবেন।

এরপর নিজের নাম ও সেট আপ প্রোফাইল দিয়ে Next বাটনে ক্লিক করুন।

এবার রেফার কোড দেবার অপশন দেখাবে। সেখানে ১০৯৬০৬৬০ কোড বসিয়ে দিন। তাহলে আপনি ২০ টাকা পেয়ে যাবেন। আপনি রেফার কোড না বসালে ২০ টাকা বোনাস পাবেন না। 
রেফার কোডঃ ১০৯৬০৬৬০

কিভাবে টাকা তুলবেনঃ
আপনার টাকা তুলতে কোন সমস্যাই হবে না। আপনি বিকাশ অথবা রকেট দিয়ে টাকা তুলতে পারবেন। 

যে কোন একটা ক্লিক করে কত টাকা তুলবেন সেটা ঠিক করে next ক্লিক করুন তারপর আপনার নাম্বার দিয়ে দিন তাহলে আপনি টাকা টা পেয়ে যাবেন।
এখন টিভি দেখুন মোবাইলে..

এখন টিভি দেখুন মোবাইলে..

হ্যালো বন্ধরা, সবাই কেমন আছ.?? আমি PK আজ তোমাদের মাঝে ধারুন একটি এন্ড্রয়েট এপস নিয়ে এসেছি। যা দিয়ে যেকোন টিভি চ্যানেল সম্পূর্ন ফ্রি দেখতে পারবেন...!
তাই এখন খবর, নাটক, মূভি, খেলা কোন কিছুইিআর মিছ হবে না..
TV Apps



আপনার প্রিয় Android ফোনটিকে এবার স্ক্যানার হিসেবে ব্যবহার করুন

আপনার প্রিয় Android ফোনটিকে এবার স্ক্যানার হিসেবে ব্যবহার করুন



আমরা অনেকে জরুরী সময় অনেক কিছু স্ক্যান করতে পারি না, পেলেও দোকান অনেক দূর এবং কি দোকান দারকে ও কিছু টাকার বিনিময়ে স্ক্যান করে নিতে হয়। আর নয় হয়রানির শিকার এবার আপনি আপনার Android ফোন দিয়ে স্ক্যানার এর কাজ করুন খুব সহজ ভাবে, এতে করে অনেক সুন্দর হয় স্ক্যান করা কাগজটি আমি নিজেই ট্রাই করে টিউন টি লিখা, আপনিও একবার চেষ্টা করে দেখুন। আর স্ক্যান করে রাখুন আপনার প্রয়োজনীয় জিনিস গুলো কে।
***hotstar*** ডাউনলোড করে নিন hotstar এপিকে ফাইল।

***hotstar*** ডাউনলোড করে নিন hotstar এপিকে ফাইল।

অনেকেই স্টার টিভির hotstar এপিকে ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছেন, কিন্তু তেমন কোন লিঙ্ক পাওয়া যাচ্ছে না। একজনের টিউন দেখলাম কিন্তু উনি hotstar এর স্থানে ভুয়া একটি অ্যাপ দিয়ে রেখেছেন। তাই আমি একটু কারিগরি করে অবশেষে hotstar এর এপিকে নামিয়ে ফেললাম। তো আর দেরি কেনো? ডাউনলোড করে নিন hotstar apk ফাইলটি। ফাইল সাইজ মাত্র ১৯ মেগাবাইট। এবং আপলোড করা হয়েছে মিডিয়াফায়ারে। এবং যারা মোবাইল থেকে ডাউনলোড দিবেন তাদের জন্য qfs.mobi তে।


অ্যান্ড্রয়েড মোবাইলে উইন্ডোজ ৮ এর মজা

অ্যান্ড্রয়েড মোবাইলে উইন্ডোজ ৮ এর মজা

অ্যান্ড্রয়েড মোবাইল কে বানিয়ে নিন

উইন্ডোজ এইট এর মত।

আজকের টিউটোরিয়াল টা খুব সাদামাটা কিন্তু কাজের।
কিভাবে কাজের?
যারা অনেক দিন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাবহার করছেন তারা হয়ত না না রকম লাঞ্ছার ব্যাবহার করেছেন।
অনেকের মোবাইল খুব স্লো হয়ে যায় এর কারনে।
কিন্তু আমি আজ যে লাঞ্ছার টি আপনাদের দেব এটা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলকে স্লো করবে না।
নিচে একটা ডেমো দিয়ে দিলাম…
Home 8 Launcher Bengali Tutorial