রাঙ্গিয়ে তুলুন আপনার ছবিকে কোন প্রকার সফ্টওয়ার ছারাই

প্রথমেই আপনাকে Photoshop open করতে হবে





এবার আপনাকে আপনার ছবিটিকে Photoshop open করতে হবে। Ctrl+O
এবার W অথবা P ক্লিক করুন। তারপর আপনার ছবিটির ‍সিলেক্ট করুন।

 আমি এখানে Magic wand tool (w) দিয়ে করেছি। আপনারা চাইলে Pen tool (p) দিয়েও করতে পারেন।
এবার Ctrl+Shipt ধরে N চাপুন।তাহলে নিচের মত আসবে।


এবার OK করে দিন।

এবার ডান পাশের Layer অপশন থেকে Layer1 করুন। এখানে লক্ষ করলে দেখবেন Layer Normal দেওয়া আছে। আপনাকে ওটা Soft Light করে দিতে হবে। এর পর বাম পাশের অপশন থেকে Brush Tool (B) ক্লিক করতে হবে।

 এবার ব্রাশ এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছামত ছবিটাকে রংঙ্গ করুন।


রঙ্গ করা শেষ হলে উপরের Menu বার থেকে Filter থেকে Blur থেকে Guassian Blur…..-এ ক্লিক করুন। তারপর এর মান আপনার ইচ্ছামত করে দিন। আমি এখানে ২৫০ করে দিলাম।



 আপনার কাজ শেষ।এখন ছবিটি হবে এমন

এবার আপনি আপনার ছবিটাকে Save করে রাখুন।
ফেইসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ

SHARE THIS

Author:

Previous Post
Next Post